গত পর্ব ১ এ আমরা রিলে বাবাজির পরিচয় নিয়ে বিস্তারিত জেনেছিলাম এবং SPDT রিলের পাঁচটি পিনের সাথে পরিচিতি লাভ করেছিলাম। আজ এই পর্বে আমরা ৮, ১১ এবং ১৪ পিনের রিলের সাথে পরিচিত হব ইনশাল্লাহ। ডায়াগ্রামসহ পিনগুলোর পরিচিতি উল্লেখ করার চেষ্টা করব।
গত পর্বের ৫ পিনবিশিষ্ট রিলে নিয়ে আলোচনা নিশ্চয়ই আপনাদের অনেকেরই স্মরণে আছে। তারপরেও আমি কিছুটা স্মরণ করিয়ে দিতে চাই। পাঁচটি পিন গুলোর মধ্যেঃ
- ২ টি কয়েল পিন
- ১ টি নরমালি ওপেন পিন
- ১ টি নরমালি ক্লোজ পিন
- ১ টি কমন পিন যে নরমালি ওপেন বা নরমালি ক্লোজ যেকোন একটিকে এক্টিভ করবে
এই পিনগুলোই ৮, ১১, ১৪ পিনবিশিষ্ট রিলেতেও থাকবে, পার্থক্যটা শুধু সংখ্যায়।
৮ পিনবিশিষ্ট রিলের পরিচিতিঃ
- ২ টি কয়েল পিন যেখানে তার রেটেড ভোল্টেজ এসি/ডিসি এপ্লাই করা হবে। উল্লেখ্য যে, রিলে কয়েলের পোলারিটি নেই। কয়েল পিনের দুই প্রান্তের যেকোন একটিকে পজিটিভ/নেগেটিভ ধরে কাজ করা যায়।
- দুইটি কমন পিন
- ২ টি নরমালি ওপেন পিন
- ২ টি নরমালি ক্লোজ পিন
১১ পিনবিশিষ্ট রিলের পরিচিতিঃ
- ২ টি কয়েল পিন যেখানে তার রেটেড ভোল্টেজ এসি/ডিসি এপ্লাই করা হবে।
- তিনটি কমন পিন
- ৩ টি নরমালি ওপেন পিন
- ৩ টি নরমালি ক্লোজ পিন
১৪ পিনবিশিষ্ট রিলের পরিচিতিঃ
- ২ টি কয়েল পিন যেখানে তার রেটেড ভোল্টেজ এসি/ডিসি এপ্লাই করা হবে।
- চারটি কমন পিন
- ৪ টি নরমালি ওপেন পিন
- ৪ টি নরমালি ক্লোজ পিন
কেন ৫, ৮, ১১, ১৪ এই সংখ্যক পিন দেখা যায়?
অনেকের মনে নিশ্চয়ই প্রশ্ন কাজ করছে যে কেন বা কিভাবে রিলে পিন গুলো ৫, ৮, ১১, ১৪ হল? এর নেপথ্যে কোন ব্যাখ্যা আছে কি? জি অবশ্যই আছে। রিলেতে যে কমন পিন থাকে এই কমন পিন সংখ্যার উপর ভিত্তি করেই আপনারা রিলের পিন সংখ্যা বের করতে পারবেন।
কিভাবে?
সুইচ যেমন যেকোন লোডের অন/অফ দুই ফেজকে নিয়ন্ত্রণ করে তেমনি রিলের এই কমন টার্মিনাল রিলের নরমালি ওপেন অথবা নরমালি ক্লোজ এই দুই কন্ডিশনকে নিয়ন্ত্রণ করে। এখন আপনারাই হিসেব করুন যদি একটি কমন টার্মিনাল দুটি (১ টি NO, ১ টি NC) টার্মিনাল নিয়ন্ত্রণ করে থাকে তাহলে পিন সংখ্যা দাঁড়ায় = ১ টি কমন + ১ টি NO + ১ টি NC + কয়েলের ২ পিন = ৫ পিন।
আবার দুইটি কমন টার্মিনাল চারটি (২ টি NO, ২টি NC) টার্মিনাল নিয়ন্ত্রণ করে থাকে তাহলে পিন সংখ্যা দাঁড়ায় = ২ টি কমন + ২ টি NO + ২ টি NC + কয়েলের ২ পিন = ৮ পিন।
আবার তিনটি কমন টার্মিনাল ছয়টি (৩ টি NO, ৩ টি NC) টার্মিনাল নিয়ন্ত্রণ করে থাকে তাহলে পিন সংখ্যা দাঁড়ায় = ৩ টি কমন +৩ টি NO + ৩ টি NC + কয়েলের ২ পিন = ১১ পিন।
আবার চারটি কমন টার্মিনাল চারটি (৪ টি NO, ৪ টি NC) টার্মিনাল নিয়ন্ত্রণ করে থাকে তাহলে পিন সংখ্যা দাঁড়ায় = ৪ টি কমন + ৪ টি NO + ৪ টি NC + কয়েলের ২ পিন = ১৪ পিন।
এবার পিন সংখ্যার হিসেবটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে বলে আশা রাখি।
এবার প্রশ্ন হতে পারে, পিন সংখ্যা বেশি হলে কি সুবিধা পাওয়া যায়? ইন্ড্রাস্ট্রিতে কি কাজে বেশি সংখ্যাক পিনের রিলে ব্যবহার করা হয়ে থাকে?
সুবিধা এবং উদ্দেশ্য
পিন সংখ্যা বেশি মানেই কমন টার্মিনাল বেশি। আর কমন টার্মিনাল বেশি মানেই নরমালি ওপেন- নরমালি ক্লোজ যুগল বেশি হবে। আর এই যুগলের আধিক্য মানেই আপনি অধিক লোডকে একটি রিলে দিয়েই নিয়ন্ত্রণ করতে পারবেন। ইন্ড্রাস্ট্রিতে অনেকগুলো লোডকে ইন্টারলকিং সিস্টেমের আওতায় আনতে মূলত বেশি সংখ্যক পিনের রিলে ব্যবহার করা হয়ে থাকে।
ইন্টারলকিং সিস্টেম
মনে করুন, দুই জন লোক ফোনে কথা বলছে। একজন কথা বললে অন্যজন চুপ থাকে। তার মানে কথা বললে একজনই কথা বলবে। তেমনি ইন্ডাস্ট্রিতে যদি কোন কাজে দুটো মোটর ব্যবহার করা হয় তাহলে একটি চালু থাকলে অপরটি বন্ধ থাকবে। তারপর প্রথমটি অফ হলে অপরটি অটোমেটিকভাবে চালু হবে। এই সিস্টেমকেই বলা হয় ইন্টারলকিং সিস্টেম। আর এই দুইটি মোটরকে নিয়ন্ত্রণ করতে বেশি সংখ্যক পিনের রিলে দরকার হবে।
Relay নিয়ে আরো একটি পোস্ট