ইলেকট্রিক্যাল নিয়ে তো অনেক আর্টিকেল হল। চলুন একটু রুচির পরিবর্তন করা যাক। আজ ইলেকট্রনিক্স নিয়ে আলোচনা করব। অনেক চিন্তা করে অবশেষে ভাবলাম কম্পিউটার মেমোরি ডিভাইস নিয়ে কিছু লিখা যাক। আমরা অনেকেই কম্পিউটারের HDD এবং SSD মেমোরির কথা শুনে থাকব। কিন্তু এসব মেমোরি নিয়ে বিস্তারিত জানা হয়নি। আজ SSD এবং HDD মেমোরির ফাংশনগত পার্থক্য জানব।
মেমোরি শব্দের অর্থ হলো স্মৃতি শক্তি। অর্থাৎ যে শক্তির দ্বারা কোন ডিভাইসে তথ্য ধরে রাখা যায় তাকে মেমোরি বলে। কম্পিউটারের এই স্মৃতি শক্তি হলো এমন একটি ডিভাইস যার ভিতরে বিভিন্ন তথ্য ধরে রাখা যায় এবং প্রয়োজনী মুহূর্তে সেখান থেকে তথ্য সংগ্রহ করে আবার ব্যবহার করা যায়। এক কথায় বলতে গেলে কম্পিউটারের যে অংশে স্থায়ী বা অস্থায়ীভাবে তথ্য-উপাত্ত জমা হয় তাকে কম্পিউটারের মেমোরি বলে। কম্পিউটারের মেমোরি হিসাবে র্যাম, রম, হার্ডডিস্ক, সিডি, ডিভিডি, প্রেনড্রাইভ ইত্যাদি ব্যবহার করা হয়। মেমোরিতে দুই ভাবে অর্থাৎ স্থায়ী ও অস্থায়ী ভাবে তথ্য ও উপাত্ত সংরক্ষণ করা যায়।
পূর্ণরুপ
SSD এর পূর্ণরুপ হল Solid State Drive।
HDD এর পূর্ণরুপ Hard Disk Drive।
SSD এবং HDD এর মধ্যে পার্থক্য
গঠন প্রকৃতি
SSD ইলেকট্রিক্যাল পার্ট নিয়ে গঠিত হয়। আর HDD মেকানিক্যাল পার্টস নিয়ে গঠিত।
গঠন আকৃতি
HDD আকৃতিগতভাবে তুলনামূলক বড়। আর SSD আকৃতিগতভাবে তুলনামূলক ছোট।
ডাটা ট্রান্সমিশন স্পীড
SSD এর ডাটা ট্রান্সমিশন স্পীড HDD এর তুলনায় অনেক বেশি।
পাওয়ার কনজিউমিং
SSD এর পাওয়ার কনজিউমিং ক্যাপাসিটি তুলনামূলক কম। সাধারণত ২-৩ ওয়াট হয়ে থাকে। আর HDD এর পাওয়ার কনজিউমিং ক্যাপাসিটি ৬-৭ ওয়াট।
মেমোরি সাইজ
SDD এর সাইজ 1TB হয়ে থাকে। ডেক্সটপের ক্ষেত্রে 4TB হয়ে থাকে।
অন্যদিকে HDD এর মেমোরি সাইজ সাধারণত 500 GB থেকে 2 TB পর্যন্ত হয়ে থাকে।
ফাইল কপি স্পীড
SSD তে ফাইল কপি স্পীড 200-550 MB/s। অন্যদিকে HDD এ ফাইল কপি স্পীড 50-120 MB/s।
মূল্য
SSD এর মূল্য তুলনামূলকভাবে HDD থেকে বেশি।
মোভএবল পার্ট
SSD তে কোন মোভএবল পার্টস নেই। কিন্তু HDD তে মোভএবল পার্টস আছে।
শক এবং ভাইব্রেশন প্রতিরোধ
SSD এর শক এবং ভাইব্রেশন প্রতিরোধ ক্ষমতা রয়েছে কিন্তু HDD এর তা নেই।
অনেক ভাই রিকুয়েষ্ট করেছিলেন ইলেকট্রনিক্স নিয়ে ব্লগ লিখতে। তাই আর দেরি না করে আজ লিখে ফেললাম SSD এবং HDD নিয়ে সংক্ষিপ্ত তথ্যভিত্তিক আর্টিকেলটি।
আরো কিছু আর্টিকেল
ঘড়ির কাঁটার ছন্দে ছন্দে ডিজিটাল ইলেকট্রনিক্স
ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম সম্বন্ধে সহজ ভাষায় বিস্তারিত জেনে নিন
ডায়োডের প্রেম-কাহিনী | ডায়োড, হোল, ইলেকট্রন গল্পের ছলে আলোচনা