বৈদ্যুতিক সাবস্টেশনের জন্য পাওয়ার ট্রান্সফরমার হৃদপিন্ডের ন্যায়। আর হৃদপিন্ড সুস্থ রাখাটা অবশ্যই জরুরি। আমাদের হৃদপিন্ড যেমন বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হতে পারে তেমনি ট্রান্সফরমারও বিভিন্ন বৈদ্যুতিক ফল্টের শিকার হতে পারে।
আর আমরা আগেও ইলেকট্রিক্যালের বিভিন্ন ফল্টগুলো আপনাদের সাথে সহজ ভাষায় আলোচনা করেছিলাম। যারা যারা আর্টিকেলটি মিস করেছিলেন তারা ডিস্ট্রিবিউশন লাইনের ফল্টসমূহ সহজ ভাষায় আলোচনা এই লিংকে গিয়ে পড়ে নিতে পারেন। কথা না বাড়িয়ে সরাসরি ট্রান্সফরমার মহাশয়ের ৬টি সতর্কবার্তা নিয়ে আলোচনা শুরু করা যাক।
লো অয়েল লেভেল এলার্ম
আমরা সকলেই জানি, ট্রান্সফরমারে পাইরিনল তেল ব্যবহার করা হয়।
এই তেল ইন্সুলেশন এবং ওভারলোড অবস্থায় উৎপন্ন অযাচিত তাপমাত্রা কমানোর কাজে ব্যবহার করা হয়।
আর এই তেলের পরিমাণ একটি সুনির্দিষ্ট লেভেলে থাকা প্রয়োজন। আর এই অয়েল লেভেল পরিমাপের জন্য একটি ওয়েজ গেজ বা ইন্ডিকেটর থাকে।
ইন্ডিকেটর যখন অয়েলের লো লেভেল শো করে তখন বুখলস রিলে ট্রিপ করে এলার্ম সংকেত দেয়।
তেলে আর্দ্রতা বা ওভারলোডজনিত কারণে বুখলস রিলে ট্রিপ করা
আউটডোর সাবস্টেশনের ক্ষেত্রে পরিবেশের আর্দ্রতা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বর্ষাকাল বা শীতকালে সাবস্টেশনের আর্দ্রতা বৃদ্ধি পায়।
তখন ট্রান্সফরমারের কনজারভেটর ট্যাংকের অয়েলে পানি, শিশির, কুয়াশা ইত্যাদি প্রবেশ করে। আর পাইরিনল তেল জলের সংস্পর্শে এলেই তাতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বুদবুদ তৈরি হয়। এই প্রক্রিয়াকে বলে স্লাজিং। এমতাবস্থায় গ্যাসীয় চাপ বুখলস রিলের মার্কারি সুইচে ট্রিগারের মাধ্যমে রিলে ট্রিপ করায়। তখন এলার্ম বেজে উঠে।
তাছাড়া ওভারলোডিং, ফেজ টু আর্থ ফল্ট, লাইন টু লাইন ফল্ট প্রভৃতি ক্ষেত্রে যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখনও এমনটি ঘটতে পারে।
ট্রান্সফরমার কয়েলের তাপমাত্রা বৃদ্ধি
ট্রান্সফরমার কয়েলের ইন্সুলেশন বিনষ্ট হলে কিংবা শর্ট সার্কিটের কারণে অনেক সময় উইন্ডিং এর তাপমাত্রা বৃদ্ধি পায়। উইন্ডিং টেম্পারেচার ইন্ডিকেটরে অতিরিক্ত তাপমাত্রা দেখালে তখন রিলে এক্টিভেইট হয়ে যায় এবং কুলিং ফ্যান চালু হয়।
ট্রান্সফরমার তেলের তাপমাত্রা
ট্রান্সফরমার তেলের তাপমাত্রাও একটি জরুরি ফ্যাক্টর। সাধারণত এই তাপমাত্রা ৯৫° সেলসিয়াসে সেটিং করা থাকে। যদি তাপমাত্রা কোন কারণে বেড়ে যায়, তাহলে রিলে ট্রিপিং করে এবং সতর্ক সিগন্যাল বা এলার্ম বেজে উঠে।
আর্থিং কম্পেনসেটরের অকার্যকারিতা
ট্রান্সফরমারের একটি গুরুত্বপূর্ণ অংশ হল আর্থিং কম্পেনসেটর। এখন প্রশ্ন উঠতে পারে, এই আর্থিং কম্পেনসেটরের কাজ কি?
সাধারণত আর্থিং ফল্টের সময় অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহকে অবদমিত করতে আর্থিং কম্পেনসেটর ব্যবহার করা হয়। তাছাড়া অতিরিক্ত ভোল্টেজ অবদমনেও এটি কার্যকরী ভূমিকা পালন করে। যদি কোন কারণে ডিভাইসটির কার্যকারিতা বিনষ্ট হয় তাহলে এলার্ম সংকেত বেজে উঠে।
ট্রান্সফরমারের ওভার এক্সাইটেশন কন্ডিশন
ট্রান্সফরমারের মূল অংশ হল আয়রন কোর। মাঝেমধ্যে ট্রান্সফরমারের কোর ওভারএক্সাইটেড হয়ে অতিরিক্ত ম্যাগনেটাইজিং কারেন্ট তথা হারমোনিক্স সৃষ্টি হয়। এই হারমোনিক্স কারেন্ট সিস্টেমে অতিরিক্ত তাপমাত্রা তৈরি করে। তখন রিলে ট্রিপ করে এবং সজোরে এলার্ম বেজে উঠে।
ট্রান্সফরমারে এই ৬টি সতর্কবার্তা দেয়া হয়ে থাকে। সাবস্টেশনে যারা জব করে থাকেন তাদের জন্য এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। আগামীতে আপনাদের এরকম আরো দরকারি আর্টিকেল উপহার দিব ইনশাআল্লাহ।
আরো কিছু আর্টিকেল পড়ুন
বুখলস রিলে/Buchholz Relay মামার কর্মতৎপরতা
Distance Protection রিলে নিয়ে সহজ ভাষায় আলোচনা
ট্রান্সফরমারের তেলে পানির উপস্থিতি কিভাবে সনাক্ত করা হয়?