বাইরে মুষলধারায় বৃষ্টি। চারপাশের পরিবেশ বেশ অন্ধকারাচ্ছন্ন। জানালার পাশে কফির মগ হাতে বসে বৃষ্টি উপভোগ করছি। হঠাৎ চোখ পড়ল রুমের বৈদ্যুতিক বাতির দিকে। আর একটা প্রশ্ন মাথায় চলে এল। ভাবতে লাগলাম এই ২২০ ভোল্ট (এসি)-তে রেটিং করা বৈদ্যুতিক বাল্বটিতে যদি ২২০ ভোল্ট ডিসি প্রয়োগ করা হয় তাহলে কি ঘটবে? বেশ চিন্তায় পড়ে গেলাম বটে। চলুন এ ব্যাপারে আজ আলোচনা করে সমাধানে আসা যাক।
এই প্রশ্নের সমাধান খুজতে হলে আমাদের আগে বুঝতে হবে বৈদ্যুতিক বাতি বা ইনক্যান্ডিসেন্ট বাল্ব কি ধরনের লোড?
অনেকেই হেসে বলবেন এটা ত খুবই সহজ প্রশ্ন। এটা রেজিস্টিভ লোড। যেহেতু ফিলামেন্ট এখানে রোধের ন্যায় কাজ করে। কিন্তু বাস্তবতা ভিন্ন। রেজিস্টিভ আর পিওর রেজিস্টিভ দুটো শব্দের মধ্যে বেশ ফারাক রয়েছে। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট পিওর রেজিস্টিভ নয়। এটি মূলত উচ্চ ইম্পিডেন্সবিশিষ্ট। আর ইম্পিডেন্স বলতে আমরা বুঝি,
অর্থাৎ এই ফিলামেন্ট এ শুধুমাত্র রেজিস্টিভ বৈশিষ্ট্যই বহন করেনা, পাশাপাশি ইন্ডাক্টিভ এবং ক্যাপাসিটিভ বৈশিষ্ট্যও বহন করে। আর তন্মধ্যে রেজিস্টিভ বৈশিষ্ট্য খুবই নগন্য। যদিও বা রেজিস্টিভ বৈশিষ্ট্যে বাতির পাওয়ার রেটিং এর পরিবর্তনে বিভিন্নতা দেখা যায়। তবুও সেটি বাতির রিয়েক্টিভ বৈশিষ্ট্যের তুলনায় খুবই নগণ্য।
এভাবে ফিলামেন্ট ডিজাইন করার কারণ কি?
কারণ আমরা জানি, রোধ আপু এসি ভাইয়াকে পছন্দ করেনা। রোধের প্রভাব এসি প্রবাহের উপর নেই বললেই চলে। তবে ক্যাপাসিটিভ এবং ইন্ডাক্টিভ রিয়েক্টেন্স আপুরা এসি ভাইয়াকে খুব পছন্দ করে। তাদের প্রভাব এসি ভাইয়ার উপর বেশ প্রকট। তাই ম্যানুফেকচারারগণ ইনক্যান্ডিসেন্ট বাতির ফিলামেন্ট ডিজাইনের সময় রিয়েক্টিভ কম্পোনেন্টকেই প্রাধান্য দেয়।
এখন যদি ২২০ ভোল্ট ডিসি এপ্লাই করা হয় তাহলে কি ঘটবে?
ক্যাপাসিটিভ এবং ইন্ডাক্টিভ রিয়েক্টেন্স আপুরা এসি ভাইয়াকে পছন্দ করলেও ডিসি ভাইয়াকে তারা একদম পছন্দ করেনা। তারা ডিসি ভাইয়ার প্রতি বিরুপ আচরণ করে। আর রইল বাকি রেজিট্যান্স আপু। এই আপুর সাথে ডিসি ভাইয়ার খুবই মধুর সম্পর্ক। আর ফিলামেন্টের রোধ আপুর বয়স খুব কম (কম মানের রোধ) বলে ডিসি ভাইয়ার আকর্ষণ (অতিরিক্ত প্রবাহ) আরো বেড়ে যায়। আর কোন কিছুর অতিরিক্ত কখনোই ভাল না। যার ফলশ্রুতিতে বাল্ব এর ফিলামেন্টের ক্ষতি হয়। বাতিটি নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে।
এবার যদি কোন চোক কয়েলবিশিষ্ট টিউব লাইটে ২২০ ভোল্ট এসির পরিবর্তে ২২০ ভোল্ট ডিসি দেয়া হয় তাহলে কি ঘটবে?
এই পরিস্থিতিতে ত আরো মহাবিপদ। কারণ চোককয়েলবিশিষ্ট টিউব লাইট হল বিশুদ্ধ ইন্ডাক্টিভ লোড। আর আগেই বলা হয়েছে ইন্ডাক্টিভ রিয়েক্টেন্স আপু ডিসি ভাইয়াকে একদম পছন্দ করেনা। কয়েল বা ইন্ডাক্টর ডিসির ক্ষেত্রে শর্ট সার্কিট এর মত আচরণ করে। কারণ আমরা জানি, ইন্ডাক্টিভ রিয়েক্টেন্স XL = 2πfL যেহেতু ডিসির ক্ষেত্রে ফ্রিকুয়েন্সি শূণ্য তাহলে এক্ষেত্রে ইন্ডাক্টিভ রিয়েক্টেন্সও শূণ্য হবে। তাই টিউব লাইটটি শর্ট সার্কিটের ন্যায় আচরণ করবে।
তাই সর্বদা মনে রাখতে হবে এসিতে রেটিং করা বাতি ডিসিতে জ্বালানো যাবেনা। যদি জ্বালানোই যেত তাহলে ম্যানুফেকচারারগণ বাতির গায়ে ২২০ ভোল্ট এসি/ডিসি কথাটি উল্লেখ করে দিত। আর ডিসিতে জ্বালানোর বেশি ইচ্ছে জাগ্রত হলে বাজারে ডিসিতে রেটিং করা বাতি পাওয়া যায়। ঐগুলো পিওর রেজিস্টিভ বাতি। তাই সেগুলোতে ডিসি প্রয়োগ করলেও অসুবিধা হবেনা।
গল্প করতে করতে কিভাবে যে সময় অতিবাহিত হল টের পেলাম না। এদিকে আমার মগের কফিও প্রায় শেষ। বৃষ্টিটাও থেমে গেছে। এখন প্রকৃতির নিস্তব্ধতা বিরাজ করছে চারদিকে। খুব অন্ধকার হয়ে আসছে চারপাশ। বৈদ্যুতিক বাতিটি জ্বালাতেই হবে। তবে ডিসিতে নয় এসিতে।
এসি-ডিসি নিয়ে আরো কিছু পোস্ট
এসি ট্রান্সমিশনঃ সুবিধা ও অসুবিধা | AC Transmission
“কে বেশি বিপজ্জনক? এসি! নাকি ডিসি?”