ইন্ড্রাস্ট্রিতে কাজ করার সময় যেসমস্ত বিষয়ে সতর্ক থাকা জরুরি

আতাউল একটি ভাল কোম্পানিতে বয়লার অপারেটরের চাকরি পেল। কিন্তু সে তার কর্মক্ষেত্রে বেশ অসতর্ক থাকে। এ কারণে তার চাকরির অবস্থা বেশ নড়বড়ে।

বসদের থেকে প্রায়শই কথা শুনতে হয় যা খুবই স্বাভাবিক। কর্মক্ষেত্রে কাজের বেলায় গাফিলতি করলে সে প্রভাব চাকরির উপর পড়বেই।

বিশেষ করে বেসরকারি জবের ক্ষেত্রে জব সিকিউরিটি অনেক নড়বড়ে। তাই আজ এই আর্টিকেলটি আপনাদের সাথে শেয়ার করা। আজ আর্টিকেলের মাধ্যমে আমি মূলত কর্মক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হয় তা তুলে ধরব।

ইন্ড্রাস্ট্রিতে কাজ করার সময় যেসমস্ত বিষয়ে সতর্ক থাকা জরুরি

  • ইন্ডাস্ট্রিতে অনেক সময় বৈদ্যুতিক তারে লিকেজ থাকে। এমন লিকেজ থেকে যেকোন সময় বৈদ্যুতিক দূর্ঘটনা ঘটতে পারে৷
  • কোন কারণে বৈদ্যুতিক সাপ্লাই বন্ধ বা ব্যাক আপ জেনারেটর নষ্ট হলে লোড সংশ্লিষ্ট ব্রেকারগুলো ওপেন করে রাখা উচিত। কারণ তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সাপ্লাই চলে এলে লোড ক্ষতিগ্রস্থ হতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকা উচিত।
  • মালামাল প্রোডাকশনের জন্য কনভেয়ার বেল্ট ঘুরাতে প্রয়োজন বৈদ্যুতিক মোটর। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মোটর রানিং কন্ডিশনে থাকে। তাকে যথাসময়ে বন্ধ করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। যদিও বা ৯০% ইন্ডাস্ট্রিতে এখন অটোমেশন সিস্টেম চালু হয়েছে।
  • HT pannel এ যারা জব করেন তাদের লক্ষ্য রাখা উচিত অনেকক্ষণ যাবৎ ভিসিবি (ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার) যেন খোলা না থাকে। এতে করে পরিবেশের বায়ু ভ্যাকুয়াম চেম্বারে গিয়ে উচ্চ ভোল্টেজ কর্তৃক আয়নিত হয়ে অগ্নিসংযোগ ঘটাতে পারে। তাই এই ব্যাপারে সতর্ক থাকা উচিত।
  • হাইভোল্টেজ ডিভাইসগুলোকে যথাযম্ভব আর্দ্রতামুক্ত রাখতে হবে।
  • সকেটে প্লাগ ইন করার সময় সতর্ক থাকতে হবে যেন অতিরিক্ত প্রেসার পড়ে ক্যাবলে লিকেজ তৈরি না হয়।
  • ওয়েল্ডিং, ফার্নেসের আশেপাশে কাজ করার সময় ফেইস শিল্ড, সেফটি গোগলস ব্যবহার করতে হবে।
  • বয়লারের প্রেসার পয়েন্ট, বয়েলিং পয়েন্ট ঠিকভাবে সেটিং করতে হবে।
  • ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত ট্রান্সফরমারের রক্ষণাবেক্ষণে সতর্ক থাকতে হবে। অয়েল লেবেল, ব্রীদারে সিলিকা জেলের পরিমাণ ঠিক আছে কিনা লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে ক্র‍্যাকল টেস্ট করা যেতে পারে। বুশিং, উইন্ডিং এর ইন্সুলেশন পরীক্ষা করার জন্য ট্যান ডেল্টা পরীক্ষাও করা যেতে পারে।
  • যদি কোন সুইচে মরিচা পড়ে কিংবা কন্ট্যাক্ট লুজ হয়ে যায় তাহলে কর্তৃপক্ষকে জানিয়ে তা পরিবর্তন করে ফেলা উচিত।

এসমস্ত সতর্কতা মেনে চললে চাকরিক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হবে না। তাই আমরা প্রত্যেকে জব ফিল্ডে এসব সতর্কতা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ।

আরো কিছু আর্টিকেল

ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সুইচের সাথে পরিচিতি

গল্পে গল্পে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন টেকনিক্যাল টার্ম নিয়ে আলোচনা

A,B,C,D,K,Z টাইপ MCB সার্কিট ব্রেকার ও সার্কিট ব্রেকার লকিং