যে ট্রান্সফরমার এ একটি মাত্র ওয়াইন্ডিং থাকে এবং প্রাইমারী সেকেন্ডারি উভয় সাইড Inter Related অর্থাৎ Common করা থাকে তাকে অটো ট্রান্সফরমার বলে।
অটো ট্রান্সফরমার এর কয়েল টি প্রাইমারী ও সেকেন্ডারী উভয় কয়েল এ Electrically ও Magnetically সংযুক্ত থাকে। এ সত্ত্বেও একে ট্রান্সফরমার বলা হয় কারন এর কার্যকলাপ ও আচরন ঠিক দুই ওয়াইন্ডিং ট্রান্সফরমারের মত।
ভাইবার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: আবাসিক এলাকায় ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ব্যবহার না করে অটো ট্রান্সফরমার ব্যবহার করলে কি হবে?
উত্তর : আমরা জানি, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এর প্রাইমারি ও সেকেন্ডারি সাইড ইলেক্ট্রিক্যালি আইসোলেটেড থাকে। তড়িৎ চুম্বক আবেশ প্রক্রিয়ায় বিদ্যুৎ সাপ্লাই সাইড থেকে লোড সাইডে যায়। কিন্তু অটো ট্রান্সফরমার এ সাপ্লাই সাইড & লোড সাইড ইলেক্ট্রিক্যালি কাপলড করা থাকে। তাই শর্ট সার্কিট দূর্ঘটনা ঘটার সম্ভবনা বেশি থাকে। আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এ ওভারলোডিং প্রব্লেম ডিটেকশন এর ব্যবস্থা থাকে। এজন্যই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ব্যবহার করাই উত্তম।