অনেকের মনে একটা প্রশ্ন বিরাজ করে যে আমি সিংগেল ফেইজ পাওয়ারকে কিভাবে থ্রী ফেইজ পাওয়ার এ রুপান্তরিত করব???
কাজটি তিনটি উপায়ে করা যায়
- VFD ব্যবহার করে।
- Phase converter ব্যবহার করে।
- স্টেইনমেজ কানেকশন এর মাধ্যমে।
আজকে VFD (Variable Frequency Drive) এর মাধ্যমে কিভাবে করা হয় সেটার ব্যাখ্যা করব।
VFD এর মূলত তিনটি পার্ট
- রেক্টিফায়ার সার্কিট
- ফিল্টার সার্কিট
- ইনভার্টার
নিম্মে কার্যক্রম দেয়া হলোঃ
- প্রথমে ইনপুটে সিংগেল ফেইজ এসি সাপ্লাই প্রদান করা হয়।
- অতঃপর রেক্টিফায়ার সার্কিট এর মাধ্যমে তাকে ডিসি করা হয়।
- এই ডিসি পুরোপুরি ডিসি নয়। কিছু এসি ভেজাল হিসেবে থাকে। তাই ইহাকে ফিল্টার করার জন্য L-C বা π ফিল্টার সার্কিট ব্যবহার করা হয়।
- ফিল্টার করার পর পিউর ডিসি ইনভার্টার অংশে ইনপুট হিসেবে যায়। আর ইনভার্টার আমাদের থ্রী ফেইজ এসি সাপ্লাই দেয়।
- VFD এর মূল কাজটা ইনভার্টার করে বলে একে ইনভার্টার হিসেবেও আমরা চিনি। এটা দিয়ে ফ্রিকুয়েন্সির পরিবর্তন করেও মোটর স্পীড পরিবর্তন করা সম্ভব।
নিচে বুঝার সুবিধার জন্য সার্কিট ডায়াগ্রাম দেয়া হল