নিউট্রাল ভোল্টেজ কি শূন্য? শূন্য হলে কারেন্ট পথ দিয়ে ফিরে যায় কিভাবে পড়ুন

0
5683
নিউট্রাল কি

ফেইজ, নিউট্রাল, আর্থিং এই তিন মহাশয়কে EEE world এ চিনেননা এমন কোন মহাশয় আমার মতে নেই। যতই চিনিনা কেন তবুও কেন জানি তারা অচেনাই থেকে যায়। গানে যেমন টা শুনি ” চেনা চেনা লাগে তবুও অচেনা, ভালবাসো যদি কাছে এসোনা”

আর্থিং ও নিউট্রাল বিষয়ে খুঁটিনাটি পড়ুন

যাই হোক অনেকে আবার আমি শিল্পী নাকি ইঞ্জিনিয়ার Confused হয়ে যাবেন। এবার মূল কথায় আসি সংজ্ঞাগত দিক থেকে হয়তো আমরা ভালোভাবে তাদের জানি। কিন্তু কিছু প্রশ্ন মাঝে মাঝে মাথায় চেপে বসে যেমন —–

  1. নিউট্রাল ভোল্টেজ কি আদৌ শূন্য? শূন্য হলে কারেন্ট ঐ পথ দিয়ে ফিরে যায় কিভাবে? আর কোথায় ফিরে যায়?
  2. আর্থিং & নিউট্রাল কি এক জিনিস? তারা কিভাবে থাকে?
  3. আর্থিং এর সাথে Surge Arrester এর তফাৎ কোথায়?

আসুন আজকে আমরা এসব প্রশ্নের সমাধান খুজি।

নিউট্রাল ভোল্টেজ কি আদৌ শূন্য? শূন্য হলে কারেন্ট ঐ পথ দিয়ে ফিরে যায় কিভাবে? আর কোথায় ফিরে যায়?

নিউট্রাল পয়েন্ট এর ভোল্টেজ শূন্য একথাটা বললে ভুল হবে। সেখানে কিছু পরিমাণ ভোল্টেজ থাকে যেটা নগণ্য। পারিপার্শ্বিক এর সাপেক্ষে শূণ্য ধরে নেয়া হয়। কারন কি?

আচ্ছা আপনাকে যদি কোন একটি সার্কিটে একটা পয়েন্ট এর ভোল্টেজ হিসেব করতে দেয়া হয় আপনি কি করবেন?

নিশ্চয় একটি Actual point & অন্য একটা রেফারেন্স Point এর মাঝে ভোল্টমিটার ধরবেন???? কারন, Voltage exists between two points. Reference point টির ভোল্টেজ যদি শূন্য হয় তাইলে ত Actual voltage Calculation এ আমাদের সুবিধা হয়।

ব্যাপারটা আরো ক্লিয়ার করিঃ ধরুন, আমরা বলি সমুদ্রপৃষ্ঠ থেকে পর্বতের উচ্চতা ৫০০ ফুট। এখানে সমুদ্রের উচ্চতা কে শূন্য হিসাব করা হয়। অথচ তার কিন্তু একটা উচ্চতা থেকেই যায়। তাই নিউট্রাল এর নগন্য ভোল্টেজকে শূন্য ধরা হয় যেন ফেইজ – নিউট্রাল actual voltage calculation করা যায়। তাই Theoretically শূণ্য ধরলেও বাস্তবে শূণ্য নয়।

ভোল্টেজের চাপই যদি না থাকে কারেন্ট ফিরবে কিভাবে?

আর এই কারেন্ট তার সোর্স এ পুনরায় ফিরে যায়। ব্যাপারটা অনেকটা এরকম যে, সমুদ্রের পানি বাষ্প হয়ে উড়ে যায় & বৃষ্টি হয়ে পুনরায় সমুদ্রেই ফিরে আসে।

আর্থিং & নিউট্রাল কি এক জিনিস? তারা কিভাবে থাকে?

অনেকের মনেই একটা প্রশ্ন যে, নিউট্রাল টাই কি আর্থিং? প্রশ্নটা মনে আসাটা অস্বাভাবিক কিছু না। কারন, দুই পথ দিয়েই কারেন্ট পালিয়ে যায়। তাই ঘটকা লাগতেই পারে। দুটোই কারেন্ট এর বের হওয়ার পথ হলেও তাদের মধ্যে অবশ্যই ফারাক আছে।

নিউট্রাল হল সেই পয়েন্ট যেটা দিয়ে কারেন্ট Exit করে। আর নিউট্রাল ছাড়া সার্কিট কমপ্লিট হবেনা। আর এ পথ দিয়ে সর্বদাই কারেন্ট return back করে।

আর আর্থিং হচ্ছে আমার প্রটেকশন। যদি সার্কিটে কোন সার্জ কারেন্ট থাকে তখন সেটা আর্থিং এর মাধ্যমে ভূমিতে চলে যায়। এ ক্ষেত্রে আর্থিং ওয়ার শর্ট সার্কিট এর ন্যায় আচরণ করে। তাই নিউট্রাল হল মূল কারেন্টের & আর্থিং হল অযাচিত কারেন্টের বের হওয়ার পথ।

মাঝেমধ্যে নিউট্রাল & আর্থিং বডি একসাথে থাকতেও পারে নাও থাকতে পারে। বিশেষ করে সাবস্টেশন গুলোর নিউট্রাল পয়েন্ট আর্থ করা থাকে যাতে সিস্টেমে ওভারফ্লো না হয়। আর আমরা যে 2pin প্লাগ ব্যবহার করি যেখানে নিউট্রাল & আর্থিং এর জন্য সেইম Wire use করা হয় আর 3 pin plug গুলাতে নিউট্রাল & আর্থিং ওয়ার আলাদা থাকে।

আর্থিং এর সাথে Surge Arrester এর তফাৎ কোথায়?

আর্থিং আর সার্জ এরেস্টার এর পার্থক্য নেই বললেই চলে। এটা এক ধরনের Grounded Surge Arrester.
আবার কিছু টাইপ এর সার্জ এরেস্টার থাকে যাদের ভুমিতে connection থাকেনা। তাই সকল আর্থিং সার্জ এরেস্টার কিন্তু সকল সার্জ এরেস্টার আর্থিং নয় 🙂

Courtesy: Iqbal Mahmood

বিঃদ্রঃ বুঝার সুবিধার্থে লেখক Informal ভাষা ব্যবহার করতে পারেন।

আর্থিং ও নিউট্রাল বিষয়ে খুঁটিনাটি পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here