রিএকটিভ পাওয়ার কি | রিএকটিভ পাওয়ার কি সত্যি কাজের নয়?

আমাদের অনেকের মনে একটা প্রশ্ন কাজ করে Reactive Power টা আসলে কি? অনেকে এটাকে Useless Power ও বলে থাকে। তখন লাগে আরো বড় ঘটকা। আরে ভাই! যদি এটা Useless ই হয়ে থাকে তাইলে তার দরকার টা কি EEE World এ??? তাই আজকে আপনাদের সাথে Reactive Power নিয়ে একটু গল্প করব।
সবার আগে একটু বলে রাখি, Reactive Power জিনিসটা কি?

Reactive Power:

সার্কিটে যদি Inductive or Capacitive কম্পোনেন্ট থাকে তবে এরা কিছু পরিমাণ পাওয়ার সঞ্চয় করে রাখে। কারণ আমরা জানি Capacitor এবং Inductor চার্জ সঞ্চয় করে রাখতে পারে। লক্ষণীয় ব্যাপার হল এ শক্তি কিন্তু খরচ হচ্ছে না (মানে রূপান্তরিত হচ্ছে না)।

Capacitor কিংবা Inductor যখন discharge হবে তখন তা ফেরত পওয়া যাবে। এ কারণে এ পাওয়ারকে বলা হয় Reactive power বা, পুনরায় ফেরতযোগ্য পাওয়ার। Reactive power অনবরত source থেকে load এবং load থেকে Source এ ঘুরপাক খেতে থাকে।

এখন আসি এটার কাজটা কি?

তার আগে একটা উদাহরণ দিয়ে রাখি। ধরুন, আপনি নদীর একপাড়ে বসবাস করেন। এখন নদীর অপরপাশ টা অনেক সুন্দর। গাছগাছালি, ফলফুলে ভরা। তাই আপনি ওই পাড়ে সুন্দর একটি বাড়ি করতে চাচ্ছেন। এখন বাড়ি করার জন্য আপনার শ্রমিকদের ত আগে নদীটা পার হতে হবে। তার জন্য আপনি একটা ব্রীজ বানাবেন। এখন ব্রীজের জন্য ১০ টি কাঠ আর বাড়ি করার জন্য ৯০ টি কাঠ, মোট ১০০ টি কাঠ কিনলেন।

এখন, আমি নিশ্চয় বলতে পারব না যে ব্রীজের ১০ টি কাঠ দিয়ে আপনি বাড়ি তৈরি করেছেন। হ্যা তবে এটা বলতে পারব, যে ১০ টি কাঠ দিয়ে ব্রীজটা না বানালে আপনি বাড়িটা করতে পারতেন না। তারমানে সরাসরি ব্রীজের ঐ ১০ টি কাঠ বাড়ি বানানোর কাজে না লাগলেও পরোক্ষভাবে ভাবে অনেক উপকার করেছে।

তেমনিভাবে আপাতদৃষ্টিতে Reactive Power কে Useless মনে হলেও সে কিন্তু যথেষ্ট Useful.

কিভাবে??????

একটা Distribution line এর ভোল্টেজ লেবেল কে Hold করে রাখার গুরুদায়িত্ব এই মহাশয় করে থাকেন। এই Power কেবল Inductors or Capacitors থেকেই পাওয়া সম্ভব। তাই ট্রান্সমিশন লাইনের প্যারালালে Capacitor
Bank জুড়ে দেয়া হয় যাতে সিস্টেমে যে পরিমাণ লস হয় সেটা কাভার করতে পারে। অথচ এটাকে আমরা Useless বলে বেড়াই। কিন্তু সে নীরবে উপকার করে যাচ্ছে আমাদের। তাই একে Useless বললে ভুল হবে। তবে Unused বলা যায়। কারন, আমরা সরাসরি যেহেতু এই পাওয়ার ব্যবহার করছিনা।

বিঃদ্রঃ বুঝার সুবিধার্থে লেখক Informal ভাষা ব্যবহার করতে পারেন।