দেখতে দেখতে পি এল সি ল্যাডার লজিক নিয়ে অনেকগুলো পর্ব হয়ে গেল। আশা করি, প্রতিটি পর্বই আপনারা উপভোগ করেছেন। আজ আপনাদের একটি স্পেশাল টাইপের ল্যাডার লজিক প্রোগ্রাম উপহার দিব। সেটি হল কুইজ প্রোগ্রাম। চলুন শুরু করা যাক।
কুইজ লজিক প্রোগ্রাম
মন ভাল নেই। তাই ড্রইয়িং রুমে গিয়ে বসলেন টিভির সামনে। রিমোট টা হাতে নিলেন এবং টিভিটা চালু করলেন। দেখলেন কুইজ প্রোগ্রাম চলছে। কুইজে তিনটি জেলার মানুষ অংশগ্রহণ করেছে। জেলাগুলো হলঃ ফরিদপুর, বগুড়া, যশোর। আপনি লক্ষ্য করলেন যখন উপস্থাপক প্রশ্ন করছেন তখন তিন জেলার যেকোন একটি জেলা আগে বাজার প্রেস করার সুযোগ পাচ্ছে। তিন জেলার যেকোন এক জেলা আগে বাজার প্রেস করলে পরের দুই জেলা আর বাজার প্রেস করতে পারছেনা। একজন ইঞ্জিনিয়ার হিসেবে আপনার মনে প্রশ্ন জাগল কিভাবে এই সিস্টেমটি তৈরি করা হল? আজ আমি আপনাদের এই সিস্টেম কিভাবে পি এল সি এর সাহয্যে ডেভেলাপ করতে হয় তার সম্যক ধারণা দিব।
পি এল সি এর সাহয্যে যেকোন সিস্টেম ডেভেলাপ করতে হলে আমাদের সর্বদাই তিনটি বিষয়ের উপর আলোকপাত করতে হবে। যথাঃ
- প্রথমত ইনপুট ডিভাইস নির্ধারণ
- আউটপুট ডিভাইস নির্ধারণ
- ইনপুট-আউটপুট ডিভাইস অনুসারে ল্যাডার লজিক প্রস্তুতকরণ
ইনপুট নির্ধারণ
X0- ফরিদপুর জেলার জন্য আন্সার বাটন
X1- ফরিদপুর জেলার জন্য আন্সার বাটন
X2 – বগুড়া জেলার জন্য আন্সার বাটন
X3 – বগুড়া জেলার জন্য আন্সার বাটন
X4 – যশোর জেলার জন্য আন্সার বাটন
X5 – উপস্থাপকের জন্য রিসেট বাটন
আউটপুট নির্ধারণ
Y0 – ফরিদপুর জেলার জন্য ইন্ডিকেটর
Y1 – বগুড়া জেলার জন্য ইন্ডিকেটর
Y2 – যশোর জেলার জন্য ইন্ডিকেটর
ল্যাডার ডায়গ্রাম
ল্যাডার ডায়াগ্রামের বর্ণনা
- উপস্থাপক যদি রিসেট বাটন X5 প্রেস না করে তবে [MC_NO] নির্দেশিকা এবং MC_MCR প্রোগ্রাম কার্যকর করা হবে।
- ফরিদপুর জেলার আন্সার বাটনগুলি প্যারালাল সংযোগে সংযুক্ত রয়েছে । বগুড়া এবং যশোর জেলার জন্য তা সিরিজ সংযোগে সংযুক্ত। যশোর জেলার জন্য শুধুমাত্র একটি আন্সার বাটন আছে। একটি জেলা বাটন চাপলে আন্সার বাটনটি এবং ইন্ডিকেটরটি একটি ল্যাচিং সার্কিট তৈরি করবে।
- ইন্টারলক সার্কিটের কারণে অন্য কোনও বাটন প্রেস করলে ততক্ষণ পর্যন্ত কার্যকর হবেনা যতক্ষণ একটি ইন্ডিকেটর চালু থাকে।
- উপস্থাপক যখন রিসেট বাটন প্রেস করে, তখন [MC_NO] নির্দেশিকা এবং MC_MCR প্রোগ্রাম কার্যকর করা হবেনা। এমতবস্থায় Y0, Y1 এবং Y2 লোড পাওয়ার পাবেনা এবং ইন্ডিকেটর অফ থাকবে। উপস্থাপক বাটন ছেড়ে দিলে, (X5 – উপস্থাপকের জন্য রিসেট বাটন = OFF)।
- MC_MCR এর মধ্যে প্রোগ্রাম আবার সাধারণভাবে কার্যকর হবে এবং নতুন রাউন্ডটিও শুরু হবে।
আগামী পর্বে আরো একটি মজাদার ল্যাডার লজিক প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে আড্ডা জমাব ইনশাল্লাহ।
আরো কিছু প্রোগ্রাম
পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-১ | দুই সুইচে এক বাতি নিয়ন্ত্রণ
পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-২ | মোটর কন্ট্রোলিং প্রোগ্রাম
পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-৩ | অয়েল পাম্প এবং মোটর কন্ট্রোলিং