স্টেপ পটেনশিয়াল এবং টাচ পটেনশিয়াল | Step potential & Touch potential

আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। স্টেপ পটেনশিয়াল এবং টাচ পটেনশিয়াল / Step potential & Touch potential. যারা substation এ জব করেন এটা তাদের কাছে খুবই সুপরিচিত শব্দ।

এই দুটি পটেনশিয়াল এর দরুণ কারো মৃত্যু পর্যন্ত হতে পারে। এই টেকনিক্যাল বিষয় গুলো অনেকেরই জানা না থাকায় অহরহ দূর্ঘটনা ঘটেই চলছে। যারা সাবস্টেশন জব করেন তারাই ভাল জানেন যে এটা যেকোন সময় কত বড় জম হয়ে দাড়াতে পারে।

যখন সাবস্টেশন এ ফল্ট দেখা দেয় কিংবা খুব বড়সড় স্পার্কিং শুরু হয় তখন না জানার কারণে অনেকেই সেখানে বিনা দ্বিধায় বিচরণ করে থাকেন। এটা মোটেও উচিত নয়। এমতবস্থায় কাছে না ১০ মিটার দূরত্ব এ থাকলেও আপনি ঢলে পড়তে পারেন মৃত্যুর কোলে। কারণ সাবস্টেশন গ্রাউন্ডিং বা আর্থিং ফল্ট কিংবা লিকেজ এর কারণে সেখানে বিশাল ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে।

এসময় ১০ মিটার রেঞ্জ পর্যন্ত surface area বিদ্যুতায়িত হবার প্রবল সম্ভবনা থাকে। এমতবস্থায় আপনি যদি রেঞ্জের ভেতরে থাকেন তাহলে আপনার দুই পা সেক্ষেত্রে ইলেক্ট্রোড/পরিবাহীর এর ন্যায় আচরণ করবে। আর দুই পায়ের মধ্যে যে ভোল্টেজ পার্থক্য তৈরি হবে তাকে বলা হচ্ছে step potential. Simply, voltage difference between two foot steps.

আবার আপনি ঐ সময় যদি faulted কোন structure কিংবা instrument touch করে ফেলেন তখন আপনার হাত & পায়ের মধ্যবর্তী স্থানে ভোল্টেজ সৃষ্টি হবে। যাকে বলা হয় touch potential. শুধুমাত্র সাবস্টেশন ই নয়। আবাসিক এলাকায় ইলেক্ট্রিক্যাল টাওয়ার ফল্ট কিংবা ছিড়ে পড়া তার থেকেও আপনি এটার শিকার হতে পারেন।

এর থেকে বাচার উপায় কি?

যদি কোন কারণে আপনি সেই রেঞ্জ বা পাল্লায় থাকেন ও তারপরেও নিজেকে রক্ষা করতে পারেন শুধুমাত্র bunny jump এর সাহায্যে। অনেকে বলবেন এই bunny jump টা আবার কি? এটার বাংলা হল খরগোশের ন্যায় লাফানো। এমনভাবে লাফিয়ে রেঞ্জের বাইরে যেতে হবে যেন পা ও হাত ভূমি / Substaion ফ্লুর /effected area পুরোপুরি স্পর্শ না করে। নাহলে touch & step potential আপনার মৃত্যুর কারণ হতে পারে।

বিঃদ্রঃ বুঝার সুবিধার্থে লেখক Informal ভাষা ব্যবহার করতে পারেন।