ট্রান্সমিশন লাইনে কমলা এবং নীল রঙ এর মার্কার বল থাকে কেন পড়ুন

0
7024
ট্রান্সমিশন লাইন

উপরে ট্রান্সমিশন লাইনটিতে তিনটি কমলা এবং একটি নীল রঙ এর মার্কার বল দেখা যাচ্ছে। প্রশ্ন আসে এগুলো কেন ব্যবহার করা হয়?

সাধারণত ট্রান্সমিশন লাইন এর টাওয়ারগুলো ১০০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তাই ট্রান্সমিশন লাইনটি আকাশযান (হেলিকপ্টার, প্লেন) এর পাইলটের দৃষ্টিগোচর হওয়ার জন্য বিভিন্ন কালারের মার্কার বল একটি সুনির্দিষ্ট প্যাটার্ন এ সাজানো থাকে। এজন্যই লক্ষ্য করে দেখবেন এয়ারপোর্ট এরিয়ার আশেপাশে যে ট্রান্সমিশন লাইনগুলো আছে সেগুলোতে বিভিন্ন রং এর মার্কার বল সাজানো আছে।

তাহলে রাতের বেলায় কিভাবে দেখবে?

সেটার ও ব্যবস্থা আছে। এই মার্কার বল গুলোর ভেতরে হাই লুমিন্যান্স এর এল ই ডি আছে যেগুলো রাতের বেলায় জ্বলে সংকেত দিয়ে থাকে।

এখন প্রশ্ন, এত উচ্চ ভোল্ট এর লাইনে এই এল ই ডি কিভাবে জ্বলে?

এই এল ই ডির সাথে সিরিজে উচ্চমানের রোধ সংযুক্ত থাকে যার দরুণ কাঙ্খিত পাওয়ার এই বাতিগুলো জ্বলতে পারে। অনেকটা আমাদের বাসাবাড়িতে মাল্টিপ্লাগের পাওয়ার এল ই ডি যেভাবে জ্বলে।

Courtesy: Iqbal Mahmood

বিঃদ্রঃ বুঝার সুবিধার্থে লেখক Informal ভাষা ব্যবহার করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here