ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন কোর্সটি খুবই মজাদার বটে। যতই জানি না কেন আরো জানতে ইচ্ছে করে। আসলেই এই ট্রান্সমিশন লাইন নিয়ে অনেক কিছুই জানার আছে। ট্রেনযোগে বা বাসযোগে কিংবা নদীপথে গ্রামের বাড়ি যাবার সময় নিরিবিলি ক্ষেতের মাঝখানে ট্রান্সমিশন লাইন চোখে পড়লে সত্যিই চোখ জুড়িয়ে যায়। এর উপর যদি আপনি হন ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্র তাহলে ত কথা নাই। যতদূর চোখ যায় শুধুই তাকিয়ে থাকতে ইচ্ছে করে।
একটা প্রশ্ন কি কখনো মনে জেগেছে যে চারিদিকে কপার/তামার তারের ছড়াছড়ি। ডিস্ট্রিবিউশন-ফিডার লাইন, বাসাবাড়ির ওয়্যারিং-এ কপার ওয়্যার কিন্তু ট্রান্সমিশন লাইনে এসিএসআর/ACSR তার বহুলভাবে ব্যবহৃত হয় কেন?। এক্ষেত্রে কপার বেচারা কি দোষ করল? চলুন আজ কৌতূহলের অবসান ঘটানো যাক। প্রথমে এসিএসআর/ACSR ক্যাবল নিয়ে কিছু হালকা ধারণা নিয়ে নেয়া যাক। তারপর মূল আলোচনায় ফিরে যাব।
এসিএসআর/ACSR ক্যাবল কি?
এসিএসআর শব্দটির অর্থ দাঁড়ায় “অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিইনফোর্সড। যা একটি স্ট্রেন্ডেড কন্ডাক্টর যা উত্তেজিত ইস্পাত তারের মূলের উপর বেশ কয়েকটি অ্যালুমিনিয়াম তারের স্তর সজ্জিত। এখানে স্টিলের তারের কোরটি একক তারের যা আকারের উপর নির্ভর করে। এগুলোকে করোসান থেকে রক্ষার জন্য ক্লাস এ, বি এবং সি এর মতো বিভিন্ন গ্যালভেনাইজেশন পদ্ধতি ব্যবহার করা হয়। এই ধরনের কন্ডাক্টরে অ্যালুমিনিয়াম এবং ইস্পাতের পরিমাণ কারেন্ট পরিবহন ক্যাপাসিটি এবং যান্ত্রিক শক্তির ক্ষমতার উপর নির্ভর করে চয়ন করা যেতে পারে। নির্ভরযোগ্যতা, অর্থনীতি, ওজন অনুপাত এবং ইতিবাচক শক্তির মতো বৈশিষ্ট্যের ভিত্তিতে এই কন্ডাক্টরের স্বীকৃতি দেওয়া যেতে পারে।
এসিএসআর/ACSR ক্যাবলের ধরন
এসিএসআর/ACSR ক্যাবলের চারটি ধরন রয়েছে। যথাঃ
- All Aluminum Conductor – AAC
- Aluminum Conductor Aluminum Reinforce – ACAR
- All Aluminum Alloy Conductors – AAAC
- Aluminum Conductor Steel Reinforced – ACSR
ট্রান্সমিশন লাইনে এসিএসআর/ACSR তার বহুলভাবে ব্যবহৃত হয় কেন?
স্কিন ইফেক্ট
কপার কন্ডাক্টরের তুলনায় এসিএসআর/ACSR ক্যাবলের ব্যাস বেশি হবার দরুণ এতে স্কিন ইফেক্ট কপার কন্ডাক্টরের তুলনায় কম হবে।
প্রক্সিমিটি ইফেক্ট
এসিএসআর/ACSR ক্যাবলে প্রক্সিমিটি ইফেক্ট কম দেখা যায়। এখানে কারেন্ট ডেন্সিটি প্রতি ফেজ তারেই প্রায় সমভাবে বন্টিত থাকে।
হিস্টেরেসিস লস
এসিএসআর/ACSR ক্যাবলে হিস্টেরেসিস লস তুলনামূলকভাবে অনেক কম যা কপার পরিবাহীতে বেশি।
গঠন প্রকৃতি
এই ধরনের ক্যাবলের গঠন প্রকৃতি একদম প্লেইন।
ট্রান্সমিশন ক্যাপাসিটি
এসিএসআর ক্যাবলের ট্রান্সমিশন ক্যাপাসিটি অনেক বেশি। ৩৩ কিলোভোল্ট থেকে ৮০০ কিলোভোল্ট পর্যন্ত ভোল্টেজ বহন করতে পারে।
টান সহন ক্ষমতা
এ টাইপের ক্যাবলের টান সহন ক্ষমতা অন্যান্য ক্যাবলের থেকে অনেক বেশি।
কর্মদক্ষতা
এই ক্যাবলের কর্মদক্ষতা অন্যান্য ক্যাবলের তুলনায় অনেক ভাল।
ফ্লেস্কিব্যালিটি
এসিএসআর/ACSR ক্যাবলের ফ্লেক্সিব্যালিটি অনেক বেশি। অনেক সংকোচন এবং প্রসারণশীলও বটে।
দীর্ঘস্থায়িতা
এই টাইপ ক্যাবলের দীর্ঘস্থায়িতা অনেক বেশি হয়ে থাকে।
উপরোক্ত কারণসমূহের জন্যই মূলত ট্রান্সমিশন লাইনে এসিএসআর/ACSR তার বহুলভাবে ব্যবহৃত হয়।
আরো কিছু পোস্ট
ট্রান্সমিশন লাইনের ট্রান্সপজিশন সিস্টেম | পাওয়ার এবং টেলিফোন লাইনের যুদ্ধ