ভাইবা বোর্ডে একটা প্রশ্ন হতে পারে, ট্রান্সমিশন লাইন ব্যতীত বিদ্যুৎ সঞ্চালন কি সম্ভব? অথবা যদি আরো ঘুরিয়ে করা হয় তখন প্রশ্নটি এমন হতে পারে, “আচ্ছা, PGCB (Power Grid Company of Bangladesh) এর কি দরকার? আমি ত জেনারেটিং স্টেশন থেকে আগত ১,৩২,০০০ ভোল্টকে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে ১১,০০০ ভোল্টে রুপান্তর করে গ্রাহক বা ইন্ড্রাস্ট্রিতে পাঠাতে পারি?”
প্রশ্নটি খুবই লজিকাল। তবে লজিকের উপরেও লজিক আছে। আর সেই লজিক দিয়েই লজিক খন্ডন।
আম এবং ট্রান্সমিশন লাইন
মনে করুন, আপনার চাচা একজন আম ব্যবসায়ী। তিনি রংপুর বাস করেন। তিনি রংপুরের আম চাষীদের কাছ থেকে হাড়িভাঙ্গা আম সংগ্রহ করে সেগুলো আপনার এবং আপনার ভাইয়ের কাছে পাঠাবে।
আপনি থাকেন চট্টগ্রামে এবং আপনার ভাই থাকে দিনাজপুর। আপনারা দুই ভাইয়ের আমের আরতের বিজনেস আছে। এখন যদি প্রশ্ন করা হয়, আমগুলো কার কাছে যাওয়ার পূর্বে পচে যাওয়ার সম্ভবনা প্রকট?
উত্তরে নিশ্চয়ই বলবেন, দিনাজপুর অপেক্ষা চট্টগ্রামে আসার আগে আমগুলো পচে যাওয়ার সম্ভবনা বেশি। কারণ দিনাজপুর চট্টগ্রামের তুলনায় রংপুর থেকে নিকটে। বিদ্যুতের বেলায় গল্পটিও আমের গল্পের মতই।
জেনারেটিং স্টেশন থেকেই সরাসরি গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌছে দিতে চাইলে আপনার সিস্টেম লসের পরিমাণ অনেক বেড়ে যাবে। কারণ বিদ্যুৎ মহাশয়কে জেনারেটিং স্টেশন থেকে আপনার স্টেপ ডাউন ট্রান্সফরমার পর্যন্ত নদী, পাহাড়, লেক পেরিয়ে অনেক পথ পাড়ি দিয়ে আসতে হবে। আর লম্বা দূরত্বের দরুণ সিস্টেম লস অনেকাংশেই বেড়ে যাবে।
আপনার কথাই ভাবুন। আপনি যদি বাসা থেকে হাঁটা শুরু করেন প্রথম কয়েক মিনিট যে এনার্জি থাকবে নিশ্চয়ই ঘন্টা খানেক হাঁটলে সেই এনার্জি আর থাকবেনা। আর পথিমধ্যে যদি উচুনিচু জায়গা থাকে তাহলে ত আরো হাফিয়ে যাবেন।
প্রশ্ন আসবে, আমি ত জেনারেটিং স্টেশনটা আবাসিক এলাকার কাছেই করতে পারি?
আসলে চাইলেই ত আর সব হয়না। সব কিছুর রুলস থাকে। বিদ্যূৎ উৎপাদন কেন্দ্র আপনার আবাসিক এরিয়া থেকে একটি নির্দিষ্ট দূরত্বে স্থাপন করতে হয়। তার একটি ভৌগলিক নির্দেশনা থাকে। কারণ প্লান্টের কেমিক্যালের বর্জ্য থেকে পরিবেশ দূষণ, নয়েজ জনবসতির জন্য খুবই বিপদ্দজনক। তাই একটা ইন্টারমিডিয়েট গ্রীড সিস্টেম লাগবেই। আর এই সঞ্চালনের কাজটাই করে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ।
বলের গতির এবং ট্রান্সমিশন লাইন
একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরো বোধগম্য হবে। ধরুন, আপনি আপনার বন্ধুকে একটা ফুটবল কিক মারলেন যে আপনার থেকে ১০০ ফুট দূরে আছে। এখন তার কাছে যেতে যেতে বলটা গতি হারাবে। হয়তো পৌঁছাবেই না। কিন্তু আপনার আর তার ১০০ ফুটের মাঝে যদি আরেকজনকে রাখেন তাহলে আপনার বন্ধুর কাছে বলটি সজোরে যাওয়ার সম্ভবনা প্রকট হয়।
তাই আমরা বলতে পারি, ট্রান্সমিশন লাইন হচ্ছে সেতুর মত যা জেনারেশন এবং বিতরণ বিভাগের মাঝে নিরবচ্ছিন্ন পাওয়ার সঞ্চালন করে থাকে। নদীর এক পাড়ের মানুষ যেমন অন্য পাড়ে যেতে সেতু ব্যবহার করে ঠিক তেমনি পাওয়ার সিস্টেমের ব্রীজ বা সেতু হল ট্রান্সমিশন লাইন। তাই ট্রান্সমিশন লাইন ব্যতীত নিরবচ্ছিন্ন পাওয়ার সিস্টেমের কথা চিন্তা করা যায়না।
ট্রান্সমিশন লাইন নিয়ে আরো কিছু পোস্ট
132kV, 230kV, 400kV ট্রান্সমিশান লাইন পানিতে ছিড়ে পড়লে কি হবে?
ট্রান্সমিশন লাইনে কমলা এবং নীল রঙ এর মার্কার বল থাকে কেন পড়ুন