ক্যাপাসিটর কিংবা যেকোন পাওয়ার সেভিং ডিভাইস কি বিদ্যুৎ বিল কমাতে পারে?

ক্যাপাসিটর বা পাওয়ার সেভিং ডিভাইস ব্যবহার করে বিদ্যুৎ বিল কমানোর বিষয়ে একটি ভুল ধারণা রয়েছে। অনেকেই তাদের বাড়ির বিদ্যুতের বিল কমাতে পাওয়ার সেভার বা পাওয়ার ফ্যাক্টর কারেকশন ডিভাইস কিনে থাকেন। কিন্তু এটা আসলে কাজ করে কি? বেশিরভাগ লোক একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে, ক্যাপাসিটর কিংবা যেকোন পাওয়ার সেভিং ডিভাইস কি বিদ্যুৎ বিল কমাতে পারে? তাই আজ আমরা এই সন্দেহ ও ভুল ধারণা নিয়ে আলোচনা করতে যাচ্ছি।

প্রকৃত উত্তর হল না। আমরা ক্যাপাসিটর বা পাওয়ার ফ্যাক্টর কারেকশন ডিভাইস ব্যবহার করে আমাদের বৈদ্যুতিক বিল কমাতে পারি না। এই উত্তরটি শুধুমাত্র বাসা-বাড়ির লোডের জন্য সত্য কিন্তু শিল্প-কারখানার ক্ষেত্রে না। কারণ শিল্প কারখানায় বিদ্যুৎ বিল ক্যাপাসিটর বা পাওয়ার ফ্যাক্টর কারেকশন ডিভাইস ব্যবহার করে কমানো যেতে পারে। চলুন বিস্তারিতভাবে ব্যাপারটি বুঝে নেয়া যাক।

ক্যাপাসিটর কিভাবে আমাদের বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করে?

  • ক্যাপাসিটর ব্যাংক পাওয়ার ফ্যাক্টরকে উন্নীত করে এবং পাওয়ার সিস্টেমের রিয়েক্টিভ পাওয়ারকে মিনিমাইজ করে বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করে।
  • আপনি যদি আপনার বাড়িতে আপনার এনার্জি মিটার বা আপনার বিদ্যুৎ বিলের রসিদ লক্ষ্য করেন, তাহলে আপনি লক্ষ্য করবেন আপনি KWH এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ বিল পরিশোধ করছেন। আমাদের বাড়িতে আমরা কম পাওয়ারের লোড ব্যবহার করছি। তাই বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানিগুলো পাওয়ার ফ্যাক্টর পরিবর্তনের জন্য আমাদের কাছ থেকে কোনো চার্জ নেয় না। তারা একটি নির্দিষ্ট চার্জ নেয় যা আমাদের বিদ্যুতের বিলের সাথে অন্তর্ভুক্ত থাকে যার অর্থ আমাদের পাওয়ার ফ্যাক্টর হ্রাস বা বৃদ্ধি হলে বিদ্যুৎ বিলের কোন প্রভাব পড়বে না।
  • সুতরাং এটা পরিষ্কার যে আমরা পাওয়ার ফ্যাক্টর উন্নত করে বিদ্যুৎ বিল কমাতে পারি না। অর্থাৎ ক্যাপাসিটার বা পাওয়ার ফ্যাক্টর সংশোধন ডিভাইস ব্যবহার করে বিদ্যুৎ বিল কমানো যাবে না।
  • শিল্প-কারখানার ক্ষেত্রে, তারা HT লোড ব্যবহার করেছে, তাই তাদের অবশ্যই পাওয়ার ফ্যাক্টর বজায় রাখতে হবে। কারণ কম পাওয়ার ফ্যাক্টরের জন্য বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি তাদের ওপর জরিমানা করে। তাই শিল্প-কারখানার উদ্দেশ্যে, ক্যাপাসিটর বা পাওয়ার ফ্যাক্টর সংশোধন ডিভাইস ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর উন্নত করে বিদ্যুৎ বিল কমানো যেতে পারে।
  • KVAH বিলিং সিস্টেমে, পাওয়ার ফ্যাক্টরের তারতম্য বিদ্যুৎ বিলকে প্রভাবিত করবে। সুতরাং KVAH বিলিং সিস্টেম বাস্তবায়নের পরে, আপনি যদি আপনার বাড়িতে 20KW এর বেশি লোড ব্যবহার করেন, আপনি ক্যাপাসিটর বা পাওয়ার ফ্যাক্টর সংশোধন ডিভাইস ব্যবহার করে আপনার বিদ্যুৎ বিল কমাতে পারেন।

আরো কিছু আর্টিকেল পড়ুন

গল্পে গল্পে বৈদ্যুতিক পাখার গতি এবং বিদ্যুৎ বিলের সম্পর্ক নিরুপণ

কেমন হবে যদি সমগ্র পৃথিবী বিদ্যুৎ শূন্য হয়ে পড়ে? | Blackout in whole world

ভূতুড়ে বিল এবং কিভাবে সচেতনা অবলম্বন করবেন?