অল্টারনেটর মহাশয় যাকে আমরা ডায়নামো বা জেনারেটর হিসেবেও চিনে থাকি। বিদ্যুৎ উপকেন্দ্র বা পাওয়ার প্লান্টের মূল চালিকা শক্তি হল অল্টারনেটর। কোন গুরুত্বপূর্ণ জিনিসকে সর্বদাই কঠোর নিরাপত্তা দিয়ে রাখতে হয়। পাওয়ার প্লান্টের অল্টারনেটর যেকোন মুহূর্তে ফল্টের শিকার হতে পারে। আর ইলেকট্রিক্যাল ফল্ট মানেই ত খুব গুরুতর ব্যাপার। অল্টারনেটর প্রটেকশনের মধ্যে অন্যতম উপায় হল ডিফারেন্সিয়াল প্রটেকশন। নিচে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হল।
অল্টারনেটর ডিফারেন্সিয়াল প্রটেকশন
অল্টারনেটর ডিফারেন্সিয়াল প্রটেকশনে ব্যবহৃত ডিভাইসসমূহ
- স্ট্যাটর উইন্ডিং এর অভ্যন্তরীণ ফল্টগুলো প্রধানত জেনারেটর বা অল্টারনেটরের ডিফারেন্সিয়াল প্রটেকশন স্কিম দ্বারা দূর করা যায়। এই প্রটেকশনের কাজে ডিফারেন্সিয়াল রিলে ব্যবহার করা হয়। তাছাড়াও একাজে আর্মেচার টাইপ রিলেও ব্যবহার করা হয়ে থাকে। কারণ আর্মেচার টাইপ রিলেগুলোর অপারেটিং স্পীড খুব দ্রুত এবং এসি সিগন্যালের যেকোন ট্রানজিয়েন্ট প্রভাব থেকে এই রিলে নিজেকে সুরক্ষিত রাখতে পারে।
- এই প্রটেকশন সিস্টেমে দুই সেট কারেন্ট ট্রান্সফরমার থাকে। এক সেট অল্টারনেটরের লাইভ লাইনের সাথে এবং অপর সেটটি অল্টারনেটরের প্রতিটি ফেজের নিউট্রাল লাইনের সাথে সংযুক্ত থাকে।
- একটি ব্যাপার বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে, এই সিস্টেমে ব্যবহৃত কারেন্ট ট্রান্সফরমার সমূহের বৈশিষ্ট্য একই রকম হতে হবে। অন্যথায় অল্টারনেটরের ফাংশন বিনষ্ট হতে পারে। তথাপি স্ট্যাটর এবং উইন্ডিংও নষ্ট হবে।
- রিলে অপারেটিং কয়েলের সাথে একটি স্ট্যাবিলাইজিং রেজিস্টরকে সিরিজে যুক্ত করা হয় যেন রিলে কয়েল ফল্ট কন্ডিশনে উচ্চ ভোল্টেজ অবদমন করতে পারে। এমনকি যেকোন এক সেট কারেন্ট ট্রান্সফরমার স্যাচুরেশন কন্ডিশনে থাকলেও ডিফারেন্সিয়াল রিলে ক্ষতিগ্রস্থ হবেনা।
ডিফারেন্সিয়াল প্রটেকশন সিস্টেমের অপারেশন
- ডিফারেন্সিয়াল রিলে দুটি রেসিট্যান্ট কয়েল এবং প্রতি ফেজে একটি অপারেটিং কয়েল নিয়ে গঠিত। রিলেতে, অপারেটিং কয়েল দ্বারা তৈরি টর্ক সার্কিট ব্রেকারগুলোর আকস্মিক ট্রিপিংয়ের জন্য রিলে কন্ট্যাক্টগুলোকে বন্ধ করে দেয়।
- তবে একই সময়ে রেসিট্যান্ট কয়েল দ্বারা তৈরি টর্ক রিলে কন্ট্যাক্টগুলোকে বন্ধ করতে বাধা দেয়। কারণ রেসিট্যান্ট কয়েলের টর্ক অপারেটিং কয়েলের বিপরীতে চালিত হয়।
- অত:পর ফল্টের সময় ডিফারেন্সিয়াল রিলে পরিচালিত হবে না কারণ রিলের সেটিং রেসিট্যান্ট কয়েল দ্বারা বাড়ানো হয় এবং এটি স্পিল কারেন্টের কারণে রিলেটির ত্রুটি রোধ করে।
- কিন্তু স্ট্যাটর উইন্ডিংয়ে অভ্যন্তরীণ ত্রুটির সময়, রেসিস্ট্যান্ট কয়েল দ্বারা তৈরি টর্ক অকার্যকর হয় এবং অপারেটিং কয়েলের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ সেট করার সময় রিলে তার যোগাযোগ বন্ধ করে দেয়।
পরিশেষে বলা যায়, অল্টারনেটর প্রটেকশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল প্রটেকশন সিস্টেমের জুড়ি নেই। বিভিন্ন জেনারেটিং সাবস্টেশনে অল্টারনেটর প্রটেকশনের ক্ষেত্রে এই সিস্টেম ব্যবহার করা হয়।
আরো কিছু আর্টিকেল
বাসবার প্রটেকশন কি? বাসবার প্রটেকশন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা
অল্টারনেটর বা এসি জেনারেটর সম্বন্ধে সহজ ভাষায় বিস্তারিত আলোচনা