ভাইবা-তে কমন প্রশ্নঃ ট্রান্সফরমার রেটিং KW এ না হয়ে KVA তে কেন হয়?

7
14022
ট্রান্সফরমার রেটিং

একটা কমন প্রশ্ন যেটা বিভিন্ন চাকরির পরীক্ষায়, ভাইবা বোর্ডে, স্যারদের মুখে শোনা যায়। প্রশ্নটি হল ট্রান্সফরমারকে KW রেটিং না করে KVA তে কেন করে?????

অনেকে হয়তো মনে মনে ভাবছেন, এ আর এমন কি প্রশ্ন? উত্তরটা হচ্ছে, এখানে Core & Copper loss হয়। Core loss Voltage & Copper loss কারেন্ট এর উপর নির্ভর করে। তাই এটা KVA তে রেটিং করা হয়।

কিন্তু এখন যদি আবার জিজ্ঞাসা করা হয় যে ——-

  1. Generator, Inverter এগুলোকে কেন KVA তে রেটিং করা হয়?
  2. Generator কে KVA কিন্তু Motor কে কেন KW এ রেটিং করা হয়???

এখন হয়তো একটু চিন্তায় পড়ে গেলেন???????

চিন্তার কারণ নেই চলুন গল্পে গল্পে সমাধান খুঁজি।

ধরুন, আপনি আপনার গ্রামের বাড়ি যাচ্ছেন ট্রেনে করে। স্টেশন এ নামলেন কিন্তু তখন মধ্যরাত, গুড়িগুড়ি বৃষ্টি। আপনার বাড়ি যাবার দুটি পথ আছে। লোকের মুখে শুনলেন একটি পথে গেলে ভূত ধরতে পারে আবার নাও ধরতে পারে। আরেকটি পথ একেবারে নিরাপদ। এখন আপনি কোন পথটি নির্বাচন করবেন?

নিশ্চয় ২য় পথটি। কারণ, সেটিতে আপনার ঝুঁকি নেই।

একইভাবে manufactures রা যখন ট্রান্সফর্মার, জেনারেটর, ইনভার্টার তৈরি করে তখন তারা ত জানেনা যে Consumers রা কোন ধরনের লোড ব্যবহার করবে????

তারা Inductive, Capacitive অথবা Resistive যে কোন লোড ব্যবহার করতে পারে। আর সেখানেই সমস্যা। Load এর Variations এ Power Factor ও Vary করবে। তাই তারা KVA আর KW দুটো অপশন থেকে KVA টাই নির্বাচন করে। কারণ, এই পথে গেলে কোন ঝামেলা হওয়া না হওয়ার অনিশ্চয়তা নেই।

কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় কেন করবে?

  • KVA means apparent Power যেটা Power Factor এর উপর নির্ভর করেনা। তাই Load এর পাওয়ার ফ্যাক্টর যাই হোক তার কোন সমস্যা নাই।
  • KW means Real Power যেটা Power Factor এর উপর নির্ভর করে।

তাই আপনারাই চিন্তা করুন, যদি Transformer, Generator KW এ রেটিং করা হত তাহলে তার একটা পাওয়ার ফ্যাক্টর নির্ধারণ করতে হত। আর সমস্যাটা তখনই বাজত। তখন লোডের সাথে তার পাওয়ার ফ্যাক্টর এর যথেষ্ট Mismatch হত। তাহলে আমরা KVA রেটিং এর আরেকটি কারণ জানতে পারলাম।

এবার আসি ২য় প্রশ্নে। যে তাহলে মোটর কে কেন KW এ Assign করা হয়?

আমরা সবাই জানি, যে মোটর Electricity Produce করে না। এটা Mechanical Power Generate করে। আর প্লেইট এ তার একটা পাওয়ার ফ্যাক্টর নির্ধারিত থাকে। আর মোটর Real Power এই কাজ করে। তাই মহাশয়কে KW এ Assign করা হয়।

Courtesy: Iqbal Mahmood

বিঃদ্রঃ বুঝার সুবিধার্থে লেখক Informal ভাষা ব্যবহার করতে পারেন।

ট্রান্সফরমারের রেটিং VA,KVA,MVA ও মোটরের রেটিং W,KW লেখা হয় যেকারনে পড়ুন নিচের লিংক থেকেঃ

ট্রান্সফরমার রেটিং

7 COMMENTS

  1. I have learned a lot by reading your writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here