জাবেদ সম্প্রীতি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। পদায়নকৃত স্থানে দায়িত্ব বুঝে নেয়ার আগে নিয়োগপ্রাপ্ত প্রকৌশলীদের জন্য তিন মাসব্যপী একটি ইন্ডাকশন ট্রেনিং এর ব্যবস্থা করা হল। এই ট্রেনিং থেকে জাবেদ পেশাদারি জগত সম্পর্কে নতুন অনেক কিছু জানতে পারল। ইন্ডাকশন ট্রেনিং এ জাবেদের একটি বিষয়বস্তু খুবই ভাল লেগেছিল। যেটি হল প্রজেক্ট ডেভেলপমেন্ট প্রপোজাল।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরকারি বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে থাকে। বিদ্যুৎ কেন্দ্র স্থান, পিসি পোল নির্মাণ, মিটার প্রকল্প ইত্যাদি। এই প্রকল্প বাস্তবায়ন করতে হলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় বরাবর ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল করতে হয়। মন্ত্রনালয় প্রপোজালে সম্মতি দিলে তারপর প্রকল্পের জন্য বরাদ্দ আসে। আজ এই আর্টিকেলের মাধ্যমে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (DPP) সম্পর্কে আপনাদের ধারণা দিব। চলুন শুরু করা যাক। প্রথমেই অল্প কথায় জেনে নিব এর সংজ্ঞা।
ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল কি?
কোন সরকারি/সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান একটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাজেটকৃত বরাদ্দের জন্য মন্ত্রনালয় বরাবর যে প্রস্তাবনা পেশ করে, তাকে প্রজেক্ট ডেভেলপমেন্ট প্রপোজাল বলে। সরকারি/সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানগুলো প্রতি বছর হাজার কোটি টাকার ডি পি পি বিভিন্ন মন্ত্রনালয় বরাবর উপস্থাপন করে থাকে।
এই প্রস্তাবনায় কি কি থাকে?
প্রকল্পের বিবরণ
ডি পি পি প্রস্তাবনার মধ্যে প্রকল্পের বর্ণনা থাকাটা অত্যাবশ্যক। ধরুন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি পাওয়ার প্লান্ট স্থাপন করার পদক্ষেপ নিয়েছে। এখন ডি পি পি তে এই প্লান্টের ধরন, তার বৈদ্যুতিক ক্ষমতা, কোন স্থানে নির্মিত হবে এসব তথ্যাদি উল্লেখ থাকতে হবে।
প্রকল্পের জন্য বাজেট নির্ধারণ
প্রকল্পের জন্য বরাদ্দকৃত রাজস্বের হিসেব প্রকল্পের জন্য একটি বাজেট নির্ধারণ করা অত্যাবশ্যক। প্রজে্ক্টেকরর জন্য কি কি সরঞ্জাম লাগবে এবং সেসমস্ত সরঞ্জামের হিসাবের একটি তালিকা তৈরি করতে হবে। উদাহরণস্বরুপ, বৈদ্যুতিক উপকেন্দ্র নিমার্ণের জন্য যেসব সরঞ্জাম লাগবে যেমন ট্রান্সফরমার, বাসবার, আইসোলেটর, সার্কিট ব্রেকার, লাইটনিং এরেস্টার, সিটি, পিটি ইত্যাদি ডিভাইসের তালিকা ও সম্ভাব্য খরচ তৈরি করতে হবে। ডিপিপি সাবমিশনের সাথে সাথেই বরাদ্দকৃত রাজস্ব পাওয়া যায়না। বছরখানেক সময় লাগে এই প্রকল্প প্রস্তাবনা পাস হতে। তবে এই প্রস্তাবনায় কোন ঝামেলা বা অনৈতিক দাবি থাকলে ডিপিপি বাতিল বলেও গণ্য হতে পারে।
ডি পি পি এর ক্ষেত্রে অনৈতিকতা
ডি পি পি এর ক্ষেত্রে সবচেয়ে মূল্যবান দিকটি হচ্ছে নৈতিক স্বচ্ছতা। ইদানিং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামে প্রজেক্ট প্রস্তাবনায় অনৈতিক পন্থা আশ্রয় নেয়ার অভিযোগ আসছে। আমাদের উচিত নৈতিকতার দিক বিবেচনা করে এসব অপকর্ম থেকে নিজেকে দূরে থাকা এবং সর্বোপরি দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসা।
আরো কিছু আর্টিকেল
চাকরি থেকে অব্যহতি দেয়ার দরখাস্ত। কেমন হওয়া উচিত?
যেসব ভুলের কারণে অভিজ্ঞ হওয়া সত্বেও আপনি নতুন চাকরি পাচ্ছেন না