GIS এবং AIS সাবস্টেশনের তুলনামূলক আলোচনা

GIS এবং AIS সাবস্টেশন এই দুটো টার্মের সাথে আমরা অনেকেই সুপরিচিত। বিশেষ করে যারা সাবস্টেশনে জব করেন এই শব্দগুলো তাদের কাছে অতি পরিচিত। আজ এই দুই ধরনের সাবস্টেশনের মধ্যে তুলনামূলক আলোচনা করব।

GIS (Gas Insulated Substation) সাবস্টেশন

এ সাবস্টেশন একটি গ্যাস ইন্সুলেটিং চেম্বার দিয়ে আবদ্ধ থাকে এবং এক্ষেত্রে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস ব্যবহার করা হয়। একটি মেটালিক চেম্বার এই গ্যাস ধারণ করে যেখানে ফেইজ, নিউট্রাল লাইন, সার্কিট ব্রেকার, লাইটনিং এরেস্টার এবং ইন্টারাপ্টার চেম্বার এসব থাকবে।

GIS এবং AIS সাবস্টেশন
GIS সাবস্টেশন
GIS সাবস্টেশন

এখন সবার মনে প্রশ্ন হতে পারে, এত গ্যাস থাকতে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস কেন ব্যবহার করব?

SF6 গ্যাস ব্যবহার করার সুবিধা

  • SF6 গ্যাস অন্যান্য গ্যাসের তুলনায় আর্ক কে সহজে অবদমন করতে পারে।
  • এতে উচ্চমানের ডাই-ইলেকট্রিক বৈশিষ্ট্য বিদ্যমান।
  • এটি অদাহ্য এবং অবিষাক্ত গ্যাস।
  • এটি নিষ্ক্রিয় ধরনের যার দরুণ অপ্রত্যাশিত বিক্রিয়ার সুযোগ নেই।
  • এটি অত্যাধিক মাত্রায় ইলেকট্রোনেগেটিভ যার দরুণ মুক্ত ইলেক্ট্রনগুলো অতি সহজেই চলাচল করতে পারে।
  • এতে অত্যাধিক ইন্সুলেটিং বৈশিষ্ট্য বিদ্যমান ।
  • এর তাপ পরিবহন ক্ষমতা অনেক বেশি।

GIS (Gas Insulated Substation) সাবস্টেশনের সুবিধা

  • ভূমিতে আবদ্ধ মেটাল আবরণী বা চেম্বার সুনিশ্চিত নিরাপত্তা প্রদান করে।
  • সাবস্টেশনের বিভিন্ন ডিভাইসকে আলাদা কমপার্টমেন্টে আবদ্ধ রেখে সুরক্ষা প্রদান করে এবং ইন্সুলেশনে সহজে ব্যাঘাত ঘটেনা।
  • এক্টিভ এবং নন-এক্টিভ সুইচগিয়ারের মধ্যে AIS সিস্টেমের তুলনায় কম দূরত্ব থাকে।
  • মাত্রারিক্ত সুরক্ষা নিশ্চিত থাকায় মেইন্টেনেন্সের খুব ই কম প্রয়োজন হয়।
  • প্রায় চল্লিশ বছরের পূর্বে সালফার হেক্সাফ্লোরাইড গ্যাস টপ আপ করার প্রয়োজন পড়েনা এবং সাবস্টেশনের ডিভাইসগুলো সুরক্ষিত থাকে।

GIS (Gas Insulated Substation) সাবস্টেশনের অসুবিধা

  • ইন্সটলেশন খরচ অনেক বেশি।
  • সাবস্টেশনটি প্রত্যন্ত অঞ্চলে হলে গ্যাস সংগ্রহ করা বেশ দুরূহ এবং ব্যয়সাপেক্ষ কাজ হয়ে পড়ে।
  • এই ধরনের সাবস্টেশন মেইন্টেইন করতে খুব দক্ষ কর্মীর প্রয়োজন। তাই দক্ষ লোকের সম্মানিটাও বেশি হবে সেটাই স্বাভাবিক।
  • এই ধরনের সাবস্টেশনে ফল্ট খুব কম হলেও বেশ খতরনাক হয়ে থাকে। আর সমাধানও বেশ সময়সাপেক্ষ।
  • তাছাড়াও সালফার হেক্সাফ্লোরাইড গ্যাসের নিষ্ক্রিয় ধর্ম বিনষ্ট হলে তা মেটালিক ফ্লোরাইড গঠন করতে পারে এবং শ্বাসকষ্টের কারণ হতে পারে।

AIS (Air Insulated Substation) সাবস্টেশন

এই ধরনের সাবস্টেশনে ফেজ টু ফেজ এবং ফেজ টু গ্রাউন্ড ইন্সুলেশনের জন্য বায়ুকে প্রাথমিক ডাই-ইলেকট্রিক মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। এটি অনেক পুরো সাবস্টেশন ইন্সুলেটিং সিস্টেম। সাধারণত যেসব স্থানে জনমানব কম এবং বাতাস দূষণমুক্ত সেসব স্থানের সাবস্টেশনগুলোতে AIS (Air Insulated Substation) সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। আর এ কারণে বেশিরভাগ পল্লী অঞ্চলের সাবস্টেশনগুলোতে এই সিস্টেম ব্যবহার করা হয়। শহরাঞ্চলে পরিবেশের বায়ু দূষিত বলে শহরাঞ্চলের সাবস্টেশনগুলোতে এই সিস্টেম ব্যবহার করা হয়না।

GIS এবং AIS সাবস্টেশন
AIS সাবস্টেশন
AIS সাবস্টেশন

AIS (Air Insulated Substation) সাবস্টেশনের সুবিধা

  • সাবস্টেশন ইকুইপমেন্ট এবং সুইচগিয়ার সিস্টেম ইন্সটলেশন খরচ অনেক কম।
  • ইন্সটলেশনে সময় কম লাগে।
  • মেইন্টেনেন্স খুব সহজ এবং যে ধরনের ফল্ট দেখা যায় সেগুলো খুব সহজেই এবং খুব অল্প সময়ের মধ্যে সমাধানযোগ্য।

AIS (Air Insulated Substation) সাবস্টেশনের অসুবিধা

  • বাতাসের ডাইইলেকট্রিক ক্ষমতা সালফার হেক্সাফ্লোরাইড গ্যাসের তুলনায় কম।
  • বাতাসে কোন প্রকার রাসায়নিক পদার্থ থাকলে সেক্ষেত্রে সিস্টেমে ত্রুটি দেখা পারে এমনকি অগ্নিকান্ডও ঘটতে পারে।
  • GIS (Gas Insulated Substation) এর তুলনায় এই ধরনের সাবস্টেশন নির্মাণের জন্য অধিক জায়গার দরকার ।
  • মাঝে মধ্যে খুব বড় ফল্ট দেখা দিতে পারে যা সমাধান বেশ ব্যয় সাপেক্ষ হতে পারে।

AIS এবং GIS সাবস্টেশনের মধ্যে কোনটি ব্যবহার উত্তম?

উপরের আলোচনা থেকে সহজেই প্রতীয়মান হয় যে, ডাই-ইলেকট্রিক ক্ষমতা, কারিগরি ত্রুটি, দূর্ঘটনা ঘটার সম্ভাবনা এবং আধুনিকতার বিচারে AIS (Air Insulated Substation) এর তুলনায় GIS (Gas Insulated Substation) ব্যবহার করাই উত্তম। বর্তমানে কিন্তু GIS (Gas Insulated Substation) সাবস্টেশন সিস্টেমই বহুলভাবে ব্যবহৃত হচ্ছে।

সাবস্টেশন নিয়ে আরো কিছু পোস্ট

সাবস্টেশনে কেন পাথর ব্যবহার করা হয়?

সাবস্টেশন ফ্যামিলির সদস্য CT এবং PT দুই ভাইয়ের গল্প