পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-৪ । Milk Candy কাউন্টার প্রোগ্রাম

পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-৩ এ আমরা দুটো মোটরের কন্ডিশনাল কন্ট্রোলিং প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই আর্টিকেলে আরো একটি মজাদার প্রোগ্রাম আপনাদের জন্য অপেক্ষা করছে। আজকের প্রোগ্রামটি ইন্ড্রাস্ট্রিয়াল এবং প্রফেশনাল টাইপের একটি লজিক প্রোগ্রাম আশা করি আপনাদের ভাল লাগবে।

প্রোডাক্ট কাউন্টার প্রোগ্রাম

মনে করুন, আপনি একটি মিল্ক ক্যান্ডি কোম্পানিতে জব করেন। ধরুন, আপনার কোম্পানির প্রতিদিন ৩০,০০০ ক্যান্ডি প্রোডাকশন করার ক্যাপাসিটি আছে। আপনার কোম্পানির মেশিন ৫০০ মিল্ক ক্যান্ডি প্রোডাকশনের পর হুট করে যেকোন কারণে বন্ধ হয়ে গেল। সেটি পাওয়ার সিস্টেমের ফল্ট হতে পারে বা কোম্পানির নির্দেশনা মোতাবেকও হতে পারে। এখন আপনাকে এমন একটি ল্যাডার লজিক প্রোগ্রাম তৈরি করতে হবে যেন মেশিনটি চালু হবার পর কাউন্টার পুনরায় ৫০০ থেকে কাউন্ট ডাউন শুরু করতে পারে। এখন নিশ্চয়ই বেশ চিন্তায় পড়ে গেলেন কিভাবে এই কঠিন প্রোগ্রামটি সেট আপ করবেন? প্রোগ্রামটি যেমন মজার তেমনিই সহজ। চলুন লজিক প্রোগ্রামটি তৈরি করা যাক।

মিল্ক ক্যান্ডি প্রোডাকশন
মিল্ক ক্যান্ডি প্রোডাকশন

আমরা ইতোমধ্যেই জেনে ফেলেছি যে, সর্বদাই পি এল সি এর সাহায্যে লোড কন্ট্রোলিং এর ক্ষেত্রে তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। প্রথমত ইনপুট ডিভাইস সিলেকশন, আউটপুট সিলেকশন, ইনপুট-আউটপুট ডিভাইস অনুসারে ল্যাডার লজিক ডেভেলাপ।

ইনপুট নির্ধারণ

প্রথমে আমরা আমাদের ইনপুট সিলেকশন করে নিব। আমাদের ইনপুট হিসেবে যা যা থাকবেঃ

X0 – প্রোডাক্ট (মিল্ক ক্যান্ডি) ডিটেক্টিং সেন্সর

X1 – প্রোডাকশন (মিল্ক ক্যান্ডি) কাউন্টার RESET/Clear

আউটপুট নির্ধারণ

Y0 – প্রোডাকশন কাউন্টার টার্গেট কমপ্লিটেড

C120 – ১৬ বিট ল্যাচড কাউন্টার (সর্বোচ্চ কাউন্টডাউন ক্যাপাসিটি =৩২,৭৬৮)

ল্যাডার লজিক ডায়াগ্রাম

ল্যাডার ডায়াগ্রাম
ল্যাডার ডায়াগ্রাম

ল্যাডার লজিক ডায়গ্রামের বিবরণ

  • ল্যাচিং কাউন্টার রেজিস্টার/মেমোরিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবার পর যত সংখ্যক ক্যান্ডি পাওয়ার অফ হবার আগে প্রোডাকশন হয়েছিল সেই তথ্য মজুদ রাখার ব্যবস্থা থাকে।
  • প্রতি ক্যান্ডি প্রোডাকশন হতে না হতেই কাউন্টারে “ওয়ান” ডেসিমাল নাম্বারে গণণা করে থাকে।
  • যখন ৫০০ ক্যান্ডি প্রোডাকশন হবে, তখন (Y0 – প্রোডাকশন কাউন্টার টার্গেট কমপ্লিটেড) অন হবে।
  • বিভিন্ন সিরিজের পি এল সি অনুযায়ী এই ল্যাচিং কাউন্টারের সেট আপও বিভিন্ন রকমের হতে পারে।

আজকের লজিক প্রোগ্রামটি নিশ্চয়ই অনেক মজাদার এবং সিম্পল লেগেছে আপনাদের। আগামী আর্টিকেলে এর থেকেও আরো একটি মজার প্রোগ্রাম নিয়ে হাজির হব আপনাদের জন্য। সেই পর্যন্ত ভোল্টেজ ল্যাবের সাথেই থাকুন।

আরো কিছু আর্টিকেল

PLC ল্যাডার লজিক প্রোগ্রাম-১ | দুই সুইচে এক বাতি নিয়ন্ত্রণ

পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-২ | মোটর কন্ট্রোলিং প্রোগ্রাম

পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-৩ | অয়েল পাম্প এবং মোটর কন্ট্রোলিং