ট্রান্সফরমার স্থির ডিভাইস হলেও এই ডিভাইস নিয়ে নানা রকম প্রশ্ন তড়িৎ প্রকৌশলের ছাত্রদের মন অস্থির করে তুলে। তন্মধ্যে একটি প্রশ্ন হল 50 Hz এর ট্রান্সফরমার 60 Hz এ এবং 60 Hz এর ট্রান্সফরমার 50 Hz এ চালনা করা যায় কি?
এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের যেতে হবে সুদূর আরব দেশে।
সেখানে বাস করত আলিফ, আরফান নামের দুই বন্ধু। আলিফ বেশ মোটা এবং আরফান বেশ রোগা।
একদিন আরফান তার বাসায় আলিফকে দাওয়াত দিল। অনেক আয়োজন করা হল।
পোলাও, কাবাব, মোরগ মুসল্লম, গরু ভুনা, দুম্বার আস্ত রোস্ট, বোরহানি, জর্দা, মিষ্টি। তো দাওয়াত খেতে মোটা আলিফ ধৈর্য্যহারা হয়ে পড়েছিল।
সে রওনা হল আরফানের বাসায়। পথের মধ্যে তার আরফানের সাথে দেখা। তো তারা দুইজন একসাথে আরফানের বাসার উদ্দ্যেশ্যে রওনা দিল।
কিন্তু বাসার সদর দরজার সামনে যখন আসল তখন ঘটল মহাবিপদ। দরজাটা ছিল খুব সরু। আরফান সহজেই ঢুকে গেল। কিন্তু আলিফ বেচারার বিরাট শরীর যেন ঢুকতেই চায়না। তারপরে অনেক কষ্ট করে ঢুকতে পারল।
কিন্তু অবস্থা এমন যে দাওয়াত খেতে পারবে কিনা সন্দেহ।
গল্পটা শুধু শুধু বলা হয় নাই। এবার মূল কথায় আসা যাক। গল্পটা মাথায় রাখবেন একটু কষ্ট করে।
ধরি, আরফান = 50 Hz এ রেটিং করা একটি ট্রান্সফরমার
আলিফ = 60 Hz এ রেটিং করা একটি ট্রান্সফরমার
এখন, 50Hz ট্রান্সফরমার যদি 60 Hz এ অপারেট করা হয় তাহলে কোন সমস্যা হবেনা।
যেমনটি আরফানের দরজায় ঢুকতে কোন সমস্যা হচ্ছিল না।
কিন্তু 60 Hz এর ট্রান্সফরমার যদি 50 Hz এ অপারেট করা হয় তাহলে তার বারোটা বাজবে। যেমন সরু দরজায় ঢুকতে গিয়ে আলিফের বারোটা বেজেছিল।
আচ্ছা, গল্পের ছলে নাহয় বুঝা গেল। এবার technical explanation টা জানব।
কারিগরি ব্যাখ্যা
আমরা জানি, ফ্রিকুয়েন্সির সাথে ফ্লাক্স এর একটা মধুর রিলেশান আছে।
অর্থাৎ, ভোল্টেজ রেটিং ফিক্স থাকলে, ফ্রিকুয়েন্সি বাড়লে কোরের ফ্লাক্স কমবে। আর ফ্রিকুয়েন্সি কমলে কোরের ফ্লাক্স বাড়বে।
ফ্লাস্ক কি?
আমরা জানি, ট্রান্সফরমার তাড়িতচৌম্বক নীতিতে কাজ করে। লোহার কোরে পরিবাহী তার পেঁচিয়ে তাড়িতচৌম্বক তৈরি করা হয়।
এই নির্দিষ্ট তলে তাড়িতচৌম্বক থেকে সৃষ্ট চৌম্বকক্ষেত্রের মোট সমষ্টিই হল ফ্লাস্ক। ফ্লাস্কের একক হলো ওয়েবার।
তাহলে 50 Hz এর ফ্রিকুয়েন্সিতে 60 Hz এর তুলনায় বেশি ফ্লাক্স জেনারেট হবে।
তাই আমি যদি 50 Hz এর ট্রান্সফর্মার কে 60 Hz এ চালনা করি তাহলে কোন সমস্যা হবেনা। কারণ, এমনিতেই তার কোরের ফ্লাক্স ক্যাপাসিটি বেশি। তাই 60 Hz এ তাকে অপারেট করলে সে খাপ খাইয়ে নিতে পারবে।
কিন্তু যদি আমি 60 Hz এর ট্রান্সফর্মার কে 50 Hz এ অপারেট করি তাহলে বিপদ হতে পারে।
কেননা 60 Hz এর ট্রান্সফরমার কোরের ফ্লাক্স ক্যাপাসিটি কম। তাই 50 Hz এ অপারেট করলে বেশি ফ্লাক্স জেনারেট হতে চাইবে কিন্তু বেচারা কোরের তো এত ফ্লাস্ক লোড নেয়ার ক্যাপাসিটি নাই।
ফলশ্রুতিতে ট্রান্সফরমার গরম হয়ে যাবে, কপার লস, এডি কারেন্ট লস বৃদ্ধি পাবে। যেমন অবস্থা আলিফের হয়েছিল।
এসব ঝামেলা এড়াতেই মূলত কোম্পানিগুলো ট্রান্সফরমার কোরকে 50/60 Hz দুই ফ্রিকুয়েন্সির জন্যই পারফেক্ট করে তুলে। এজন্য রেটিং এ 50/60 Hz লিখা দেখা যায়। কারণ, কোম্পানি তো আর কোন দেশের ফ্রিকুয়েন্সি কত সেটা দেখে আর রপ্তানি করবেনা। চোখ বন্ধ করেই যাতে আমেরিকা, দুবাই, কাতার, ইংল্যান্ড ইত্যাদি দেশে সাপ্লাই দিতে পারে। না হলে দেখা যাবে আপনার কোম্পানি 60 Hz এর জন্য ট্রান্সফর্মার তৈরি করল। কিন্তু ইংল্যান্ড এর ফ্রিকুয়েন্সি 50 Hz হওয়ায় তারা অনেকগুলো ডলার থেকে বঞ্চিত হবে। এজন্যই ট্রান্সফরমারগুলো লক্ষ্য করলে দেখবেন তার গায়ে 50/60 Hz রেটিং করা থাকে।
ট্রান্সফরমার নিয়ে আরো বিস্তারিত জানুন
আবাসিক এলাকায় ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ব্যবহার না করে অটো ট্রান্সফরমার ব্যবহার করলে কি হবে?