মোবাইল ফোন ঘনঘন চার্জ দিলে ব্যাটারির ক্ষতি হবে কি?

মোবাইল ফোন আমাদের নিত্যদিনের সাথী। তিনবেলা খাবার না খেয়েও পার করা যায় কিন্তু তিনবেলা মোবাইল ফোন ছাড়া আমাদের চলবেই না। টিভি দেখার সংস্কৃতিও আস্তে আস্তে উঠে যাচ্ছে এই মোবাইল ফোনের জন্য। বিশেষ করে করোনাকালীন সময়ে ছাত্রছাত্রীদের উন্মাদ নেশায় পরিণত হয়েছে মোবাইল ফোন চালানো। আমরা টানা মোবাইল চালাতে পারলেও, বেচারা মোবাইল ব্যাটারিতো আর টানা অফুরন্ত ব্যাক আপ দিতে পারবেনা। ইশ!! যদি সত্যিই পারত! যারা একটানা বেকার বসে শুয়ে মোবাইল চালায় তাদের মোবাইল ঘন ঘন চার্জে লাগাতে হয় আর খুলতে হয়। তাই আজ আমরা জানব মোবাইল ফোন ঘনঘন চার্জ দিলে ব্যাটারির ক্ষতি হবে কিনা?

মোবাইল ফোন ঘনঘন চার্জ দিলে মোবাইল ব্যাটারির ক্ষতি হবে কি?

  • আমরা সবাই জানি, মোবাইল ব্যাটারিতে চার্জ দেয়ার জন্য চার্জার পোর্ট থাকে যেখানে চার্জার পিন প্রবেশ করানো হয়।
  • তাই ঘনঘন চার্জিং পোর্টে পিন প্রবেশ করানোর কারণে ব্যাটারির ক্ষতির আগে চার্জিং পোর্টের বারোটা বেজে যায়।
  • মানে চার্জিং পোর্ট ঢিলে হয়ে যায়, পরবর্তীতে চার্জিং এর ফিমেল পোর্ট পরিবর্তন অবশ্যম্ভাবী হয়ে পড়ে।

ব্যাটারির কি ক্ষতি হতে পারে?

মোবাইল ফোন ঘনঘন চার্জ দিলে ব্যাটারির ক্ষতি হয় যখন মাত্রার বাইরে চার্জিত হয় কিংবা চার্জ DOD (Depth Of Discharge) সাইকেলের নিচে থাকে।

এখন DOD (Depth Of Discharge) এর সংজ্ঞাটা আপনাদের কাছে ক্লিয়ার করব।

DOD (Depth Of Discharge) কি?

  • DOD (Depth Of Discharge) হচ্ছে কোন মোবাইল ব্যাটারির সর্বোচ্চ ডিসচার্জিং ক্যাপাসিটি যা বেশিরভাগ মোবাইলের ক্ষেত্রে ৫০% এবং উন্নত মোবাইলের ব্যাটারির ক্ষেত্রে ৮০%।
  • তার মানে DOD (Depth Of Discharge) ক্যাপাসিটির বাইরে চার্জ খরচ করলে মোবাইল ব্যাটারির ক্ষতি হতে পারে।
  • তাই আপনার মোবাইলের ব্যাটারির চার্জের পার্সেন্টেজ ২০% থেকে ৫০% এর মধ্যে থাকলেই চার্জে লাগিয়ে দেবার চেষ্টা করবেন। একেবারে পাওয়ার অফ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে যাবেন না।
  • এজন্য পাওয়ার সেভিং মোড চালু রাখতে পারেন। তাহলে ২০% চার্জ অবশিষ্ট থাকলে আপনাকে জানিয়ে দেবে যে এখন তার চার্জিত হওয়া প্রয়োজন।
  • আর বর্তমানে বেশ আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়, তাই অতিরিক্ত চার্জ হবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

শুধু মোবাইল ফোন ব্যবহার করতে জানলেই হবেনা, মোবাইলের এই খুটিনাটি ব্যাপারগুলোও জানা থাকা আবশ্যক। আর বিশেষ করে আপনি যদি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ছাত্র বা জব হোল্ডার হন তাহলে ত দায়িত্ব আরো বহুগুণে বেড়ে যায়। তাই এই ব্যাপারটি আপনার ফ্যামিলির সদস্য এবং বন্ধু/কলিগদের সাথে আজই শেয়ার করুন। এতে অন্যদেরও উপকার হবে আশা করি।

মোবাইল ব্যাটারি ঘনঘন চার্জ এবং ডেপথ অব ডিসচার্জ
ডেপথ অব ডিসচার্জ

Mobile Battery নিয়ে আরো কিছু পোস্ট

মোবাইল ব্যাটারির গায়ে লিখা mAh দ্বারা কি বুঝায়?

মোবাইল ব্যাটারি নিয়ে কিছু প্রশ্ন যা সকলের মনে উঁকি দেয়