ইন্সুলেটর নিয়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সাসপেনশন ইন্সুলেটর

ইন্সুলেটরের মিউচুয়াল ক্যাপাসিট্যান্স কাকে বলে?

পরিবহন লাইনকে যখন কতকগুলো ডিস্ক ইন্সুলেটর দিয়ে টাওয়ার বা পোলে ঝুলানো হয় তখন প্রতিটি ডিস্কে ক্যাপাসিট্যান্সের সৃষ্টি হয়। এই ক্যাপাসিট্যান্সকে মিউচুয়াল ক্যাপাসিট্যান্স বা সেলফ ক্যাপাসিট্যান্স বলে।

ইন্সুলেটর শান্ট ক্যাপাসিট্যান্স কাকে বলে?

চালু লাইনে ইন্সুলেটর ডিস্কের ধাতব অংশ এবং টাওয়ার বা আর্থের মধ্যে ক্যাপাসিট্যান্স গড়ে উঠে, এই ক্যাপাসিট্যান্সকে শান্ট ক্যাপাসিট্যান্স বলে।

ইন্সুলেটর শান্ট ক্যাপাসিট্যান্স এর জন্য কী অসুবিধা হয়?

শান্ট ক্যাপাসিট্যান্স সৃষ্টির কারণে স্ট্রিং এর সর্বত্র চার্জিং কারেন্ট সমান থাকেনা। ফলে স্ট্রিং এর সকল ডিস্কের ভোল্টেজ এক থাকেনা। ফলে স্ট্রিং দক্ষতা হ্রাস পায়।

ইন্সুলেটরে শুধুমাত্র মিউচুয়াল ক্যাপাসিট্যান্স থাকলে কি ফল হতো?

শুধুমাত্র মিউচুয়াল ক্যাপাসিট্যান্স থাকলে সবগুলো ডিস্কে চার্জিং কারেন্ট এক থাকত এবং প্রতিটি ডিস্কের ভোল্টেজ সমান হত।

সাসপেনশন ইন্সুলেটরের ক্ষেত্রে পরিবাহীর সবচেয়ে নিকটবর্তী ডিস্কে ভোল্টেজ সর্বাধিক হবার কারণ কি?

লাইন পরিবাহীর সবচেয়ে নিকটবর্তী ডিস্কে চার্জিং কারেন্ট বেশি থাকে বলে এতে ভোল্টেজ সর্বাধিক হবে।

ইন্সুলেটরে ডিসি ভোল্টেজ আরোপ করলে কি ফল হবে?

ইন্সুলেটর স্ট্রিং-এ ডিসি ভোল্টেজ এপ্লাই করা হলে প্রতি ইউনিটের আড়াআড়ি ভোল্টেজ একই হবে। কারণ ডিসি ভোল্টেজে ক্যাপাসিট্যান্স প্রতিক্রিয়া নেই।

স্ট্রিং দক্ষতা কম বা বেশি হলে কি হবে?

স্ট্রিং দক্ষতা কম হলে স্ট্রিং-এ ভোল্টেজ বন্টন তত সমতা হবেনা, পক্ষান্তরে দক্ষতা যত বেশি হবে ভোল্টেজ বন্টনে তত সমতা বজায় থাকবে।

লম্বা ক্রসআর্ম ব্যবহারের সুবিধা কি?

লম্বা ক্রসআর্ম ব্যবহারে শান্ট ক্যাপাসিট্যান্সের মান হ্রাস পায় যার ফলে স্ট্রিং দক্ষতা বৃদ্ধি পাবে।

ক্রস আর্ম এবং ইন্সুলেটর
ক্রসআর্ম

ইন্সুলেটর গ্রেডিং পদ্ধতিতে ইন্সুলেটরগুলোর ক্যাপাসিট্যান্সের মান কিভাবে পাওয়া যায়?

ইন্সুলেটর গ্রেডিং পদ্ধতিতে যে ইন্সুলেটরের মান সর্বনিম্ন সেটিকে সবার উপরে বসিয়ে ক্যাপাসিট্যান্সের মান বৃদ্ধির ক্রমানুসারে নিচের দিকে সাজানো হয়।

গার্ড রিং কি?

গার্ড রিং হল একটি ধাতব রিং, যা লাইন কন্ডাক্টরের মাধ্যমে বৈদ্যুতিকভাবে যুক্ত থাকে এবং নিচের দিকের ইন্সুলেটরের পাশে ঘেরা থাকে।

গার্ড রিং ব্যবহার করলে কি হবে?

গার্ড রিং ব্যবহার করলে স্ট্রিং এর সকল ইউনিটে একই চার্জিং কারেন্ট প্রবাহিত হয়, ফলে সব ইউনিটে সমান ভোল্টেজ থাকে।

ইন্সুলেটর গার্ড রিং
গার্ড রিং

কন্ডাক্টিং গ্লেজ পদ্ধতি ব্যবহার করা হয়না কেন?

কারণ বহুদিন ব্যবহারে রোদ বৃষ্টিতে এই কন্ডাক্টিং গ্লেজ থাকেনা। সুতরাং এই পদ্ধতি তেমন ব্যবহার হয়না।

স্ট্রিং-এ ডিস্কের সংখ্যা কম বা বেশি করলে কি সমস্যা হবে?

স্ট্রিং-এ ডিস্কের সংখ্যা যত কম হবে ভোল্টেজ বন্টনে তত বেশি সমতা আসবে আর ডিস্কের সংখ্যা যত বেশি হবে ফলাফল বিপরীত হবে।

গার্ড রিং লাইনের সাথে কিভাবে সংযুক্ত থাকে?

গার্ড রিং লাইন কন্ডাক্টরের মাধ্যমে বৈদ্যুতিকভাবে সংযুক্ত থাকে।

ইন্সুলেটর গ্রেডিং পদ্ধতির বড় অসুবিধা কি?

ইন্সুলেটর গ্রেডিং পদ্ধতির সবেচেয়ে বড় অসুবিধা হল বিভিন্ন মানের ইন্সুলেটর দরকার পড়ে।

সাসপেনশন এবং স্ট্রেইন ইন্সুলেটরের পার্থক্য কি?

ডিস্কগুলো আনুভূমিকভাবে সাজানো হলে তখন তাকে স্ট্রেইন টাইপ এবং উলম্বভাবে সাজানো হলে তখন তাকে সাসপেনশন টাইপ ইন্সুলেটর বলে।

আরো কিছু পোস্ট

পোল এবং টাওয়ার দুই ভাইয়ের মধ্যে তুলনামূলক আলোচনা

ট্রান্সমিশন লাইন নিয়ে কিছু ভ্রান্ত ধারণা এবং বাস্তবতা