পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-৫ । টাইমার লজিক প্রোগ্রাম

প্রিয় পাঠকবৃন্দ, আশা করি সবাই ভাল আছেন। আমাদের পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রামগুলো নিশ্চয়ই আপনাদের খুব ভাল লাগছে। এ পর্যন্ত আপনাদের সাথে ৪ টি ল্যাডার লজিক প্রোগ্রাম শেয়ার করেছি। আশা করি, সবগুলোই উপভোগ করেছেন। গত আর্টিকেলে আপনাদের সাথে মিল্ক ক্যান্ডি কাউন্টার প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছিলাম। আজ আরেকটি মজার প্রোগ্রাম নিয়ে আলাপ করব। চলুন শুরু করা যাক।

তিনটি মোটরের সিকুয়েন্সিয়াল কন্ট্রোল

মোটরের “সিকুয়েন্সিয়াল কন্ট্রোল” বলতে এখানে মূলত নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি মোটর চালু/বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে অন্য আরেকটি মোটর চালু/বন্ধ হওয়া। আমরা এই প্রোগ্রামে তিনটি মোটরের সিকুয়েন্সিয়াল কন্ট্রোল লজিক তৈরি করব। আমাদের কাছে একটি অয়েল পাম্প মোটর, একটি মেইন মোটর এবং একটি অক্সিলারি মোটর থাকবে। অয়েল পাম্প মোটরটি চালু হবার ১০ সেকেন্ড পর মেইন মোটরটি চালু হবে এবং তার ৫ সেকেন্ড পর অক্সিলারি মোটর চালু হবে। তার মানে এখানে সময় নির্দিষ্ট করে দেয়া হল। আর সময় যখন ফিক্স করে দেয়া হয় তখন ব্যবহার করতে হয় টাইমার। এই প্রোগ্রামের ল্যাডার লজিক তৈরিতে আমাদের টাইমার ব্যবহার করতে হবে। গত পর্বে কাউন্টার প্রোগ্রাম দেখানো হয়েছিল। তাই আজ টাইমার প্রোগ্রাম দেখানো হবে ইনশাল্লাহ।

আমরা ইতোমধ্যেই জেনে ফেলেছি যে, সর্বদাই পি এল সি এর সাহায্যে লোড কন্ট্রোলিং-এর ক্ষেত্রে তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। প্রথমত ইনপুট ডিভাইস সিলেকশন, আউটপুট সিলেকশন, ইনপুট-আউটপুট ডিভাইস অনুসারে ল্যাডার লজিক ডেভেলাপ।

ইনপুট নির্ধারণ

X0 – স্টার্ট পুশ বাটন সুইচ

X1 – স্টপ পুশ বাটন সুইচ

আউটপুট নির্ধারণ

Y0 – অয়েল পাম্প মোটর

Y1 – মেইন মোটর

Y2 – অক্সিলারি মোটর

পি এল সি টাইমার

T0 – ১০ সেকেন্ড টাইমার, ১০০ মিলিসেকেন্ড টাইম বেইজ

T1 – ৫ সেকেন্ড টাইমার, ১০০ মিলিসেকেন্ড টাইম বেইজ

ল্যাডার লজিক ডায়াগ্রাম

ল্যাডার ডায়াগ্রাম
ল্যাডার ডায়াগ্রাম

ল্যাডার লজিক ডায়াগ্রামের বিবরণ

  • যখন স্টার্ট পুশবাটন প্রেস করা হবে তখন নরমালি ওপেন কন্ট্যাক্ট X0 ক্লোজ হবে এবং (Y0 – অয়েল পাম্প মোটর) অন এবং ল্যাচড হবে।
  • এখন অয়েল পাম্প মোটর চালু হবে এবং লুব্রিকেটিং সিস্টেম শুরু হবে।
  • এরপর T0 টাইমারে জুড়ে দেয়া ইন্সট্রাকশন বাস্তবায়িত হবে। যখন T0 এ ১০ সেকেন্ড সময় অতিবাহিত হবে তখন T0 এর নরমালি ওপেন কন্ট্যাক্ট ক্লোজ হবে।
  • আর যখন T0 এর নরমালি ওপেন কন্ট্যাক্ট ক্লোজ হবে তখন (Y1-মেইন মোটর) চালু এবং ল্যাচড হবে। এরপর T0 টাইমার স্টপ হবে।
  • এরপর T1 টাইমারে জুড়ে দেয়া ইন্সট্রাকশন বাস্তবায়িত হবে। যখন T1 এ ৫ সেকেন্ড সময় অতিবাহিত হবে তখন T1 এর নরমালি ওপেন কন্ট্যাক্ট ক্লোজ হবে।
  • আর যখন T1 এর নরমালি ওপেন কন্ট্যাক্ট ক্লোজ হবে তখন (Y2- অক্সিলারি মোটর) চালু এবং ল্যাচড হবে। এরপর T1 টাইমার স্টপ হবে।
  • যখন অফ পুশবাটন সুইচে প্রেস করা হবে তখন X1 কন্ট্যাক্ট এক্টিভেইট হবে এবং Y0 (অয়েল পাম্প মোটর), Y1 (মেইন মোটর), Y2 (অক্সিলারি মোটর) বন্ধ হবে।

আরো কিছু আর্টিকেল

PLC ল্যাডার লজিক প্রোগ্রাম-১ | দুই সুইচে এক বাতি নিয়ন্ত্রণ

PLC ল্যাডার লজিক প্রোগ্রাম-২ | মোটর কন্ট্রোলিং প্রোগ্রাম

পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-৩ | অয়েল পাম্প এবং মোটর কন্ট্রোলিং

পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-৪ । Milk Candy কাউন্টার প্রোগ্রাম