মোটর নিয়ে আমরা কত আর্টিকেল যে পড়েছি তার ইয়ত্তা নেই। বইপুস্তক, ব্লগসাইট কোথাও যেন বাদ নেই। শুধু একটাই টপিক মোটর। কিন্তু এই মজার প্রশ্নটি কখনো মাথায় এসেছে কি যদি কোন মোটরের শ্যাফট জোরপূর্বক ধরে রাখা হয় তাহলে মোটরটির অভ্যন্তরে কি কাহিনী হবে? আজ এই মজার প্রশ্নটি নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ।
মোটরের চলন্ত শ্যাফট কে জোর করে ধরে রাখলে কি ঘটবে?
বাসায় নিশ্চয় ছোট বাচ্চা কাচ্চা আছে। তাদের অনেক মোটর বেইজড খেলনা রয়েছে। যদি কোন খেলনা দূর্ঘটনাবশত ভেংগে যায় তাহলে তার ভেতর থেকে ডিসি মোটরটি বের করে এই পরীক্ষাটি চালাতে পারেন। মোটরকে সোর্স লাগিয়ে ঘুরাতে পারেন। তারপর ঘুরন্ত অবস্থায় তার শ্যাফট টি জোর করে ধরে রাখুন। এখন কি ঘটবে?
দেখবেন কিছুক্ষণ পর মোটরটি গরম হয়ে যাবে। কিন্তু কেন গরম হবে? কি এমন ঘটল এখানে?
মোটর বডি গরম হবার কারণ
- ভাবুন কেউ আপনাকে ধরে রাখল। আপনাকে সামনে দিকে এগিয়ে যেতে দিচ্ছেনা।
- তাহলে আপনি যে শক্তি দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলেন নিশ্চয়ই সে তুলনায় অধিক পাওয়ার ব্যয় করে আপনাকে লোকটির হাত থেকে নিস্তার নিয়ে সামনে এগিয়ে যেতে হবে তাইনা?
- আর এরকম পরিস্থিতিতে আপনার নিশ্চয়ই অনেক কসরত হবে, ঘাম হবে তাইনা? উত্তরে বলবেন জি অবশ্যই।
- মোটরের বেলাতেও সেইম ঘটনা। নরমাল ঘুরন্ত অবস্থায় মোটর যে পরিমাণ টর্ক নিয়ে ঘুরছিল আপনি শ্যাফট জোর করে ধরে রাখার দরুণ তাকে ঘুরার জন্য অধিক টর্ক সৃষ্টি করতে হবে।
- আর অধিক টর্ক সৃষ্টি মানেই অধিক লোড কারেন্ট ড্র করা।
- যার ফলে ইনরাশ কারেন্ট সৃষ্টি হয়ে তাপ তৈরি করে এবং মোটর গরম হয়ে যায়।
- মোটরের ব্যাক ই এম এফ হ্রাস পাবে।
- মোটরের আর্মেচার কয়েল ক্ষতিগ্রস্থও হতে পারে। তাই বুঝতেই পারছেন এই কাজটি মোটরের জন্য কতটা ক্ষতিকারক।
এছাড়াও বাস্তবজীবনের সাথে মিলে যায় এমন আরো একটি মজার উদাহরণ আছে। আমাদের সবার বাসাতেই চার্জার ফ্যান আছে। গরমকালে ঘন ঘন লোডশেডিং হলে এই চার্জার ফ্যান খুব কাজে আসে। মাঝেমধ্যে খেলার ছলে আমরা ফ্যানের ব্লেডগুলো আমরা আংগুল দিয়ে জোর করে চেপে রাখি। এ কাজটিও মোটরের শ্যাফটকে চেপে রাখার মতই। এতে করে চার্জিং ফ্যানে থাকা মোটরের ক্ষতি হতে পারে। তাই এই অভ্যাসটি আমাদের পরিহার করা উচিত।
মূলত হুট করেই এই মজাদার প্রশ্নটি মাথায় চলে এল আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। ইলেকট্রিক্যাল ফিল্ডে আমাদের জানা এবং অজানা অনেক মজার বিষয় আছে। বিশেষ করে অধিকাংশ অজানাই থেকে যায়। আর প্রতিদিন এই জানার পরিধি একটু হলেও বাড়াতে আমাদের ভোল্টেজ ল্যাবের সাথেই থাকুন। আমরা আমাদের সাধ্যানুসারে বিভিন্ন মজাদার টপিক আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ।
আরো কিছু মজাদার পোস্ট
বৈদ্যুতিক মোটর কিভাবে ঘুরে? | মোটর মামার টর্ক সৃষ্টির রহস্য