PLC এবং SCADA এর মধ্যে তুলমামূলক আলোচনা | PLC, SCADA

PLC এবং SCADA এই দুটি শব্দ দেখেনাই এমন লোক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে খুব কমই পাওয়া যাবে। ইন্টার্নশিপ, জবের সুবাদে বিভিন্ন ইন্ড্রাস্ট্রি, পাওয়ার প্লান্টে এই দুই জিনিস আপনাকে দেখতেই হবে। তবে কোন ডিভাইসের সাথে পরিচিতি থাকলেও তা নিয়ে আদ্যপন্ত অনেকের নাও জানা থাকতে পারে। আজ আমরা এই দুটো সিস্টেমের মধ্যে খুব সুন্দরভাবে তুলনা করব। চলুন শুরু করা যাক।

PLC এবং SCADA এর মধ্যে তুলমামূলক আলোচনা

ধরন

  • পি এল সি মূলত একটি হার্ডওয়্যার ডিভাইস যা আমরা সকলেই জানি।
  • কিন্তু স্ক্যাডা কোন হার্ডওয়্যার ডিভাইস নয়। এটি একটি বিশেষ ধরনের প্যারামিটার মনিটরিং সফটওয়্যার যা পিসিতে ইন্সটল করে নিতে হয়।
  • বিভিন্ন সাবস্টেশনগুলোর কন্ট্রোলরুমে গেলে দেখা যায়, দায়িত্বরত ব্যক্তিগণ বিশাল স্ক্রীণ বা মনিটরের সামনে বসে কিছু একটা পর্যবেক্ষণ করছেন। এটাই মূলত স্ক্যাডা সিস্টেম।
PLC এবং SCADA
PLC এবং SCADA

পূর্ণরুপ এব ফাংশন

  • পি এল সি এর পূর্ণরুপ প্রোগ্রামএবল লজিক কন্ট্রোলার। অর্থাৎ নাম শুনেই বুঝা যায় তার কাজ।
  • এই ফিজিকাল ডিভাইসে একটি প্রোগ্রাম (ল্যাডার লজিক) আপ্লোড করা থাকবে যেখানে ইনপুট আউটপুট এসাইন করা থাকবে। অতঃপর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্সর সেই লজিক মোতাবেক কাজ করবে। অর্থাৎ, ইনপুটের প্রেক্ষিতে আমার আউটপুটও পরিবর্তিত হবে।
  • অপরদিকে SCADA এর পূর্ণরুপ হল Supervisory Control & Data Acquisition System। অর্থাৎ, আমার আউটডোরের বিভিন্ন ডিভাইস, তাদের চলমান অবস্থা, তাদের সম্পর্কিত বিভিন্ন প্যারামিটারের তথ্যাদির একটি গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন হল স্ক্যাডা।
  • আউটডোর ডিভাইস এবং আমার মনিটরের সাথে এটি এক প্রকার গ্রাফিকাল ইন্টারফেইস বলা যায়।
  • মনে করুন, আপনি পাওয়ার প্লান্টে জব করেন। কন্ট্রোল রুম বা স্ক্যাডা সেকশনে আপনার ডিউটি পড়ল।
  • সাবস্টেশনের সিটি, পিটি, ট্রান্সফরমার, বয়লার, টারবাইন, জেনারেটর সবকিছু গ্রাফিক্স ভিউ আপনার মনিটরে থাকবে।
  • সেই সাথে আপনার ডিভাইসগুলোর কারেন্ট, ভোল্টেজ, স্পীড, তাপমাত্রা বিভিন্ন রিডিং ডিসপ্লেতে শো করবে।

প্রোগ্রাম প্রেজেন্টেশন

  • পি এল সি এর ল্যাডার লজিক NO (Normally Open), NC (Normally Close) কন্ট্যাক্ট দিয়ে প্রেজেন্ট করা হয়।
  • অন্যদিকে স্ক্যাডা সফটওয়্যার হল থ্রি-ডি গ্রাফিকাল রিপ্রেজেন্টেশন।

কন্ট্রোলিং এবং মনিটরিং

  • পি এল সি আপনাকে লাইন ফল্ট, ফল্ট ডিস্ট্যান্স, প্যারামিটার রিডিং এসব তথ্য দিবেনা। সে বোকা বাক্স। আপনার হুকুমের গোলাম।
  • কিন্তু স্ক্যাডা আপনাকে এই তথ্যগুলো দিয়ে প্লান্টের রানিং কন্ডিশন, লোড ইত্যাদি সম্পর্কে জানান দিবে।

অটোমেশনের টপিক মানেই মজার কিছু। তাই অটোমেশনের বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের ব্লগকে অনুসরণ করুন এবং আপনাদের প্রতিক্রিয়া ব্যক্ত করুন। আপনাদের অনুপ্রেরণাই আমাদের চালিকা শক্তি।

অটোমেশন নিয়ে আরো কিছু আর্টিকেল

পি এল সি (PLC) নিয়ে সহজ ভাষায় আলোচনা | পি এল সি ভীতির নয়, উপভোগের জিনিস

পি এল সি কে কিভাবে প্রোগ্রামিং করব? | পি এল সি কে বশে আনার যাদুমন্ত্র

পি এল সি ল্যাডার লজিক প্রোগ্রাম-৭ | জুস মিক্সার প্রোগ্রাম