“বায়োমেট্রিক” এই শব্দটি কেমন যেন চেনাজানা, তাইনা? হ্যা, ঠিক ই উপলব্ধি করেছেন। এই শব্দটি আমাদের খুবই সুপরিচিত। কারণ ইদানিংকালে মোবাইল সিম রেজিস্ট্রেশনের কাজে বায়োমেট্রিক পদ্ধতি অবলম্বন করা হয়।
যুক্তিসঙ্গত কারণে মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে, এই বায়োমেট্রিক পদ্ধতি কি? এটি কিভাবে কাজ করে? চলুন সুন্দরভাবে ব্যাখ্যা দেয়া যাক।
বায়োমেট্রিক পদ্ধতি কি?
গ্রীক শব্দ “metron” অর্থ পরিমাপ এবং “bio” অর্থ জীবন, এ দু’টি শব্দ থেকে Biometrics শব্দের উৎপত্তি।
বায়োমেট্রিক হচ্ছে এক ধরনের অভিনব প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক গঠন, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করা যায়।
বায়োমেট্রিক সিস্টেমে ব্যক্তি সনাক্তকরণে যেসব বায়োলজিক্যাল ডেটা ব্যবহৃত হয় সেগুলো হলঃ-
- মুখমন্ডল
- হাতের আঙ্গুল
- হ্যান্ড জিওম্যাট্রি
- রেটিনা
- আইরিস
- সিগনেচার
- শিরা এবং কণ্ঠস্বর
- ডি এন এ স্ট্রাকচার
এই প্রযুক্তির উদ্ভাবক কে?
বিজ্ঞানের এই নতুন প্রযুক্তিটা উদ্ভাবন করেছে সেন্সর ইনকর্পোরেটেড নামের একটি প্রতিষ্ঠান।
বায়োমেট্রিক প্রকারভেদ
দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি নিম্নে উল্লেখ করা হলঃ
মুখ (Face)
মুখ বা চেহারার বৈশিষ্ট্য (facial characteristics) বিশ্লেষণ করা।
ফিঙ্গারপ্রিন্ট (Fingerprint)
প্রত্যেকের আলাদা একক বৈশিষ্ট্যপূর্ণ হাতের ছাপ বিশ্লেষণ করা।
হ্যান্ড জিওম্যাট্রি
(Hand Geometry) : হাতের গঠন (shape) এবং আঙ্গুলের দৈর্ঘ্যের মাপ বিশ্লেষণ করা।
আইরিস (Iris)
চোখের মণির চারিপার্শ্বে বেষ্টিত রঙিন বলয় (colored ring) বিশ্লেষণ করা।
রেটিনা (Retina) : চোখের পিছনের অক্ষিপটের (রেটিনার) মাপ বিশ্লেষণ করা।
শিরা (Vein)
হাত এবং কব্জির শিরার প্যাটার্ন বিশ্লেষণ করা।
আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি
কণ্ঠস্বর
প্রত্যেকের কণ্ঠের ধ্বনির বৈশিষ্ট্য, সুরের উচ্চতা, সুরের মূর্ছনা, স্পন্দনের দ্রুততা ইত্যাদি বিশ্লেষণ করা।
সিগনেচার (Signature)
হাতের দস্তখত বিশ্লেষণ করা।
টাইপিং কী স্ট্রোক (Typing Keystroke) : নির্দিষ্ট কোন পাসওয়ার্ড যা টাইপ করে এন্ট্রি করা হয় এবং বিশ্লেষণ করা।
বায়োমেট্রিকের ব্যবহার
- কম্পিউটার ব্যবহার নিয়ন্ত্রণে
- বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট ইত্যাদিতে ব্যবহার হয়।
- আইন শৃঙ্খলা এবং বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে এ প্রযুক্তি ব্যবহার হচ্ছে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগেও বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
- গাড়ি, কম্পিউটার ইত্যাদি ব্যবহারের ক্ষেত্রেও বায়োমেট্রিক্স নিরাপত্তা পদ্ধতি ব্যবহার হচ্ছে।
বায়োমেট্রিক কিভাবে কাজ করে?
এবার জেনে নেয়া যাক বায়োমেট্রিক কিভাবে কাজ করে? বায়োমেট্রিকের একটি সর্বজনীন উদাহরণ হল সিম রেজিস্ট্রেশন। তাই এইক্ষেত্রে বায়োমেট্রিক নিয়ে আলোকপাত করা যাক।
- সিম নিবন্ধনের জন্য বায়োমেট্রিক অভিনব প্রক্রিয়া এবং যথেষ্ট সুরক্ষিত।
- সিম নিবন্ধনের জন্য একটি কম্পিউটার এর সাথে একটি ফিঙ্গার প্রিন্ট রিডার সংযুক্ত থাকে।
- ইউজার ফোন নাম্বারের সাথে তার আঙ্গুলের চাপের রেকর্ড নিয়ে নেওয়া হয়।
- এর বাহিরে তেমন কোন তথ্য নেওয়া হয় না। ভবিষ্যতে অনুসন্ধানের জন্য যদি ওই সিম ব্যাবহারকারির ব্যাপারে তাৎক্ষনিক কিছু জানতে হয় তাহলে ওই আঙ্গুলের চাপ অনুযায়ী, ভোটার নিবন্ধনের জন্য আঙ্গুলের চাপের রেকর্ড লিস্ট হতে তাকে খুজে বের করা সম্ভব।
আরো কিছু আর্টিকেল
QR code কি? QR code কেন ব্যবহার করা হয়? | মজার উদাহরণের সাহায্যে ব্যাখ্যা