ক্যাবল জয়েন্ট কি? ক্যাবল জয়েন্টের পদ্ধতি নিয়ে আলোচনা

বিদ্যুৎ প্রকৌশলী মানেই তাকে সর্বক্ষণ বিদ্যুৎ নিয়ে খেলতে হবে। তাই ক্যাবল তার নিত্যদিনের বন্ধুর মতই। সার্কিট বা প্যানেল বোর্ড তৈরির সময় ক্যাবল জয়েন্ট করা লাগে। তাই আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা ক্যাবল জয়েন্ট কি এবং ক্যাবল জয়েন্টের পদ্ধতি নিয়ে আলোচনা করব। আশা করি ভাল লাগবে।

ক্যাবল জয়েন্ট

ক্যাবল জয়েন্ট
ক্যাবল জয়েন্ট

জয়েন্ট শব্দের অর্থ হল জোড়া লাগানো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পরিভাষায়, ক্যাবল জয়েন্ট বলতে প্যানেল বোর্ড তৈরির সময় দুটি ক্যাবল পরস্পর জোড়া লাগানােকে বুঝায়। নিখুঁত ক্যাবল জয়েন্ট নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করে। অপর পক্ষে জয়েন্ট সঠিক না হলে বিদ্যুৎ গোলযোগের কারণ ঘটতে পারে।

মানসম্মত ক্যাবল জয়েন্টের বৈশিষ্ট্য

  • মেকানিক্যালি জয়েন্ট ক্যাবল বা তারের অন্যান্য অংশের সমপরিমাণ টান সহ্য করার ক্ষমতা থাকতে হবে।
  • জয়েন্ট শেষে তার উপর ইনসুলেশন এমনভাবে দিতে হবে যাতে জয়েন্টের ইনসুলেশন ক্যাবল বা তারের অন্যান্য অংশের ইনসুলেশনের সমান শক্তি সম্পন্ন হয়।
  • বৈদ্যুতিকভাবে প্রতি একক দৈর্ঘ্যের জয়েন্টের পরিবাহিতা তারের বা ক্যাবলের অন্যান্য অংশের পরিবাহিতার সমান হতে হবে।
  • উপরােক্ত তিনটি গুণাবলির মধ্যে আন্ডার গ্রাউন্ড ক্যাবলের ক্ষেত্রে প্রথম ২টির উপর এবং ওভারহেড লাইনের ক্ষেত্রে শেষোক্ত ২টির উপর অধিক গুরুত্ব দেওয়া হয়।

ক্যাবল জয়েন্ট করার পূর্বপ্রস্তুতি

  • ক্যাবল জয়েন্ট করার আগে প্রস্তুতি পর্ব হিসাবে নিম্নলিখিত কাজগুলো করতে হবেঃ
  • বাতাস ও ধূলাবালি থেকে রক্ষা করার জন্য জয়েন্টের ক্ষেত্রটি ৩৬ বর্গমিটার তাঁবু দিয়ে ঢেকে দিতে হবে।
  • ক্যাবল উত্তপ্ত করার ব্যবস্থা এমন জায়গায় হতে হবে যাতে ধোয়া তাবুর ভিতরে প্রবেশ করতে না পারে।
  • গর্ত যদি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে পাশে তক্তা বসিয়ে সুরক্ষার ব্যবস্থা করতে হবে।
  • বর্ষাকালে গর্তের চারপাশে মাটির বাঁধ দিতে হবে, যাতে বৃষ্টির পানি ঢুকতে না পারে।
  • বাড়তি পানি জমার গর্ত এমন জায়গায় করতে হবে যাতে পানি বের করার সময় জয়েন্টের কাজে কোনো বাধার সৃষ্টি না হয়।
  • জয়েন্ট করার আগে ক্যাবলকে যথাযথ ড্রেসিং করে নিতে হবে।
  • স্লীভ জয়েন্টের ক্ষেত্রে সীসার স্লীভকে ব্লো-ল্যাম্প দিয়ে গরম করে ভিতরের জলীয় বাষ্প মুক্ত করতে হবে।

ক্যাবল জয়েন্টের ধাপসমূহ

ক্যাবল জয়েন্ট করার কাজটি নিম্নলিখিত কয়েকটি ধাপে সম্পন্ন করা হয়ঃ

  • মালামালের তালিকা প্রস্তুত করা
  • কন্ডাক্টর এর আবরণ সরানো
  • কন্ডাক্টর প্রস্তুত করা
  • সোল্ডারিং করা
  • টেপিং করা
  • প্লাম্বিং করা
  • জয়েন্ট বক্স লাগানো
  • কম্পাউন্ড ভর্তি করা

জয়েন্টের ধরন

  • পিগ টেইল জয়েন্ট
  • বেল হ্যাঙ্গার জয়েন্ট
  • ওয়েষ্টান ইউনিয়ন জয়েন্ট
  • টার্নব্যাক জয়েন্ট
  • ব্রিটানিয়া জয়েন্ট
  • স্ক্রপট জয়েন্ট
  • দুপলেক্স জয়েন্ট
  • সাধারন টেপ জয়েন্ট
  • নট টেপ জয়েন্ট
  • মোচরানো টেপ জয়েন্ট
  • বাট স্লপীস জয়েন্ট
  • টেপ স্লীপ জয়েন্ট

আরো কিছু আর্টিকেল পড়ুন

ক্যাবল সাইজ এবং কোডিং নিয়ে সংক্ষিপ্ত আলোচনা

HT সাইড বা হাই-ভোল্টেজ লাইনের ক্যাবল সিলেকশন

ক্যাবলের কারেন্ট ক্যাপাসিটি নির্ণয়ের পদ্ধতি