এসি সার্কিটঃ সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা

2
8521
এ.সি.-সার্কিট

অল্টারনেটিং কারেন্ট (এসি) যার বাংলা অর্থ হচ্ছে পরিবর্তনশীল বিদ্যুৎ অর্থাৎ এটি পর্যায়ক্রমে পরিবর্তনশীল হবে। আমরা জানি যে ডিসি কারেন্ট সব সময় একইদিকে প্রবাহিত হয় যেখানে এসি কারেন্ট একটি দিক ধনাত্মক(পজেটিভ) ও এর কিছু সময় পরে ঋণাত্মক(নেগেটিভ) হবে। এই লেখাটিতে আমরা এসি সার্কিটের বেসিক কিছু প্রশ্ন সম্বন্ধে জেনে নেবো।

অল্টারনেটিং কারেন্ট সম্বন্ধে পড়ুন

আমাদের আজকের আলোচনায় যা যা থাকছেঃ

  • এসি সার্কিট কাকে বলে?
  • এসি সার্কিটের বৈশিষ্ট্য।
  • এসি সার্কিটের সুবিধা সমূহ।
  • এসি সার্কিটের অসুবিধা সমূহ।

অল্টারনেটিং কারেন্টের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা ও ব্যবহার সম্বন্ধে জানুন

এসি সার্কিট কাকে বলে?

যখন একটি সার্কিটের সকল প্যারামিটারের মধ্য দিয়ে অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত করা হয় তখন তাকে এসি সার্কিট বলে।

এসি সার্কিটে ৩ ধরনের প্যারামিটার থাকে।

  1. রেজিস্টর
  2. ইন্ডাকটর ও
  3. ক্যাপাসিটর
এসি সার্কিট
এসি সার্কিট

উপরের সার্কিটে একটি রেজিস্টর, একটি ইন্ডাকটর ও একটি ক্যাপাসিটর রয়েছে এবং সোর্স হিসেবে এর মধ্য দিয়ে ২২০ ভোল্ট অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত করা হয়েছে।

সুতরাং এটি একটি এসি সার্কিট।

এসি সার্কিটে প্রস্থের মান (Magnitude Value) এবং কারেন্ট ও ভোল্টেজের দিক স্থির থাকে না। এটি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। এছাড়া এসি সার্কিটে sine wave উৎপন্ন হয় যা একটি চক্রকে অর্ধ ধনাত্মক চক্র এবং অর্ধ ঋণাত্মক চক্র হিসাবে সম্পূর্ণ করে।

AC Circuit
sine wave

এসি সার্কিটের বৈশিষ্ট্যঃ

  1. এসি সার্কিটে ভোল্টেজ বা কারেন্ট সময়ের সাথে পরিবর্তিত হয়।
  2. এর নির্দিষ্ট কোন পজিটিভ ও নেগেটিভ টার্মিনাল থাকে না।
  3. এসি সার্কিটে সোর্স হিসাবে জেনারেটর ব্যবহার করা হয়।
  4. এসি সার্কিটের সোর্স ভোল্টেজকে সহজে হ্রাস-বৃদ্ধি করা যায়।

এসি সার্কিটের সুবিধা সমূহঃ

  1. এসি সার্কিটে ট্রান্সফরমার ব্যবহার করা যায়।
  2. এসি সার্কিটে High Voltage তৈরি করা যায়।
  3. এর Instrument Efficiency অনেক High হয়।
  4. এসি সার্কিটকে সহজে ডিসি সার্কিটে রূপান্তর করা যায়।
  5. এসি সার্কিটে থ্রি ফেজ লোডের পাশাপাশি সিঙ্গেল ফেজ লোড পরিচালনা করা সম্ভব।
  6. এসি সার্কিটের সাহায্যে জেনারেটরে উৎপন্ন ভোল্টেজকে বৃদ্ধি করে বেশি দক্ষতায় ও কম রেজুলেশনে এনার্জি পরিবহণ করা সম্ভব।
  7. এসি সার্কিটকে রেক্টিফারের সাহায্যে ডিসি সার্কিটে রূপান্তর করে বিভিন্ন ডিসি লোড পরিচালনা করা যায়।
  8. এসি সার্কিটের বৈদ্যুতিক সরঞ্জাম সমুহের দাম কম, আকারে ছোট ও মসৃণ হয়।

এসি সার্কিটের অসুবিধা সমূহঃ

  1. এসি সার্কিট Battery Charging Circuit এ ব্যবহার করা যায় না।
  2. Electroplating ও Electric Traction Circuit এ ব্যবহার করা যায় না।
  3. স্কিন ইফেক্টের কারণে এসি সার্কিটের মধ্য দিয়ে কম কারেন্ট প্রবাহিত হয়।
  4. এসি সার্কিটে ফ্রিকুয়েন্সির প্রভাবে ইন্ডাকট্যান্স ও ক্যাপাসিট্যান্স এর মান কমে ও বাড়ে।
  5. এসি সার্কিটে ব্যবহৃত যন্ত্রপাতির কম্পন নয়েজ এবং হারমোনিক্সের কারণে স্থায়ীকাল কম হয়।
  6. এসি সার্কিটে ভোল্টেজ ড্রপ বেশি হয় ফলে রেগুলেশন খারাপ হয়।
  7. এসি সার্কিটে প্যারামিটার হিসাবে শুধুমাত্র রেজিস্টর, ইন্ডাকটর, ক্যাপাসিটর ব্যবহার করা হয়।

নিচের লেখাগুলো পড়ুনঃ

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here