555 Timer IC দিয়ে Bistable Multivibrator Circuit তৈরি করুন খুব সহজেই

এর আগের দুটি প্রজেক্টে আমরা শিখেছিলাম Astable এবং Monostable Multivibrator কিভাবে বানাতে হয়। আজকে আমরা 555 টাইমারের সাহায্যে Bistable Multivibrator সার্কিট তৈরি করবো।

প্রয়োজনীয় মালামাল

  • Battery (6v-12v) – ১টি
  • 555 Timer – ১টি
  • Resistor (10k) – ২টি
  • Capacitor (0.01uf) – ১টি
  • Push Switch – ২টি
  • LED – ১টি
  • Project Board – ১টি

সার্কিট ডায়াগ্রাম

monostable multivibrator
চিত্রঃ বাইস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিট

কার্যপ্রণালী

এখানে 555 টাইমারের মাধ্যমে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিট তৈরি করা হয়েছে।

মাল্টিভাইব্রেটর

এটি এমন একধরণের সার্কিটের যার মাধ্যমে বিভিন্ন প্রকার ওয়েভ যেমন:- স্কয়ার ওয়েভ, স’টুথ ওয়েভ, রেক্টেংগুলার ওয়েভ ইত্যাদি তৈরি করা যায়।

তিন ধরণের মাল্টিভাইব্রেটর আমরা দেখতে পাই যেমন:-

  1. এস্টেবল মাল্টিভাইব্রেটর
  2. মনোস্টেবল মাল্টিভাব্রেটর
  3. বাইস্টেবল মাল্টিভাইব্রেটর

উপরের মাল্টিভাইব্রেটরগুলো ব্যবহার করে আমরা 555 টাইমারের আউটপুট এ বিভিন্ন ধরণের ওয়েভ পেয়ে থাকি যার মাধ্যমে লোডকে বিভিন্নভাবে নিয়ন্ত্রন করা যাবে।

বাইস্টেবল মাল্টিভাইব্রেটর

এই সার্কিটটি প্রায় মনোস্টেবল মাল্টিভাইব্রেটর এর অনুরূপ যা আমরা পূর্বের লেখাতে দেখেছি। এই সার্কিটে দুটি পুশ সুইচ ব্যবহার করা হয়েছে যা নির্দিষ্ট পালস অনুসারে 555 টাইমারে ভোল্টেজ প্রদান করে।

বাইস্টেবল মাল্টিভাইব্রেটর এর দুটি স্থিতিশীল অবস্থা রয়েছে। এটি বাইনারি কোড ( 0, 1) সংরক্ষণ করে। সুইচের মাধ্যমে পালস প্রদান করলে 555 টাইমারের R-S ফ্লিপ-ফ্লপ আউটপুট এ নির্দিষ্ট পালস প্রদন করার ফলে এটি লোডকে অন করে।

যদি বাইরের থেকে আবার সুইচের মাধ্যমে ট্রিগার প্রদান করা হয় না হয় তবে এটি লোডকে অফ করবে না। এখানে বাইস্টেবল মাল্টিভাইব্রেটর খুব ছোট আউটপুট পালস প্রদান করতে পারে। 

সাবধানতা

  • সকল কম্পোনেন্টস এর লেগ সংযোগের সময় সাবধানতার সাথে ধীরে ধীরে সংযোগ দিতে হবে নতুবা লেগ ভেঙ্গে যেতে পারে।
  • সার্কিট সংযোগ এর সময় সকল কম্পোনেন্টস সঠিকভাবে সংযোগ দিতে হবে।
  • 555 টাইমারে নির্ধারিত ভোল্টেজ থেকে অতিরিক্ত ভোল্টেজ প্রয়োগ করা যাবে না।

আউটপুট ভিডিও