কন্ট্রোল সিস্টেম সম্বন্ধে ভাইভা বোর্ডে সম্ভাব্য কিছু প্রশ্ন এবং উত্তর সমূহ নিচে দেয়া হলো। এই প্রশ্নসমূহ কে ৩ টি পর্বে ভাগ করা হয়েছে। এই প্রথম পর্বে আমরা যেসব প্রশ্নের উত্তর জানবোঃ
- সিস্টেম কি?
- কন্ট্রোল সিস্টেম কাকে বলে?
- কন্ট্রোল সিস্টেম কত প্রকার ও কি কি?
- ওপেন লুপ সিস্টেম কন্ট্রোল কাকে বলে?
- ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম কাকে বলে?
- টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম কাকে বলে?
- টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম কাকে বলে?
- লিনিয়ার সিস্টেম কি?
- নন লিনিয়ার সিস্টেম কি?
- এনলগস সিস্টেম কাকে বলা হয়?
- ট্রান্সফার ফাংশন কি?
- ট্রান্সফার ফাংশন এর ইকুয়েশন/ সমীকরণ লিখো-
- ওপেন লুপ সিস্টেম এর সুবিধা কি কি?
- ক্লোজড লুপ সিস্টেম এর সুবিধা কি কি?
- ওপেন লুপ সিস্টেম এর অসুবিধা কি কি?
- ক্লোজড লুপ সিস্টেম এর অসুবিধা কি কি?
- ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম কাকে বলে?
- ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম এর উপাদান বা কম্পোনেন্ট কি কি?
১. সিস্টেম কি?
উত্তরঃ অনেক গুলো কাজ বা প্রক্রিয়ার সমন্বয়কে সিস্টেম বলে। যখন কিছু সংখ্যক Elements বা উপাদান একটি নির্দিষ্ট ফাংশনের সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন উপাদানের মধ্যে ইন্টারকানেকশন বা একটি নির্দিষ্ট সিস্টেমের জন্য একটি সিস্টেম গঠন করে তখন তাকে সিস্টেম বলে।
উদাহরণ: অটোমোবাইল
২. কন্ট্রোল সিস্টেম কাকে বলে?
উত্তরঃ যে সিস্টেম বা পদ্ধতির মাধ্যমে কোন ডিভাইস বা যান্ত্রিক ব্যবস্থার আউটপুটকে ইনপুটের মাধ্যমে রক্ষনাবেক্ষন, পরিবর্তন বা পরিমার্জন করা হয় সে সিস্টেম বা পদ্ধতিকে কন্ট্রোল সিস্টেম বলে।
“ইঞ্জিনিয়ারিং পরিভাষায় কন্ট্রোল সিস্টেম এমন একটি প্রক্রিয়া যা কিছু Equipment এর সমন্বয়ে গঠিত”
এটি একটি ছোট কন্ট্রোলিং ডিভাইস থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস বা মেশিন নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়।
৩. কন্ট্রোল সিস্টেম কত প্রকার ও কি কি?
উত্তরঃ কন্ট্রোল সিস্টেম প্রধানত দুই প্রকার।
- ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম।
- ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম।
৪. ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম কাকে বলে?
উত্তরঃ যে সিস্টেমের আউটপুট কখনো ইনপুটে ফিডব্যাক হিসেবে ফিরে আসে না তাকে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম বলে।
উদাহরণ: অটোম্যাটিক ওয়াশিং মেশিন, বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক হ্যান্ড ড্রাইয়ার, ইনজেক্ট প্রিন্টার ইত্যাদি।
৫. ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম কাকে বলে?
উত্তরঃ যে সিস্টেমের আউটপুট ইনপুটে ফিডব্যাক হিসেবে ফিরে এসে উৎপন্ন আউটপুটের উপর ভিত্তি করে পরবর্তী ইনপুটের সামঞ্জস্য বজায় রেখে কাজ করে তাকে ক্লোজড লুপ কন্ট্রোল সিস্টেম বলে।
উদাহরণঃ অটোমেটিক ইলেক্ট্রিক আয়রন, ওয়াটার লেভেল কন্ট্রোলার, পাওয়ার স্টেশনের টারবাইন ওয়াটার কন্ট্রোলার, মিসাইল লাউঞ্চার, অটো ইঞ্জিন, থার্মোস্টেট হিটার ইত্যাদি ।
৬. টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম কাকে বলে?
উত্তরঃ যে সিস্টেমের ইনপুট ও আউটপুট সময়ের সাথে পরিবর্তন বা ভ্যারি করে এমন সিস্টেমকে টাইম ভ্যারিয়েন্ট সিস্টেম বলে।
৭. টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম কাকে বলে?
যে সিস্টেমের ইনপুট ও আউটপুট সময়ের সাথে পরিবর্তন বা ভ্যারি করে না এমন সিস্টেমকে টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম বলে।
৮. লিনিয়ার সিস্টেম কি?
উত্তরঃ লিনিয়ার সিস্টেম হচ্ছে এমন একটি সিস্টেম যা Homogeneity এবং Superposition- এর বৈশিষ্ট্য ধারণ করে। লিনিয়ার সিস্টেমে আউটপুট তার ইনপুটটির সাথে সরাসরি আনুপাতিক। অর্থাৎ ইনপুট চেঞ্জ হলে তার আউটপুট চেঞ্জ হবে, ইনপুট চেঞ্জ না হলে তার আউটপুট চেঞ্জ হবে না।
৯. নন লিনিয়ার সিস্টেম কি?
উত্তরঃ যে সিস্টেম Homogeneity বা Superposition- এর বৈশিষ্ট্য ধারণ করে না তা হচ্ছে নন লিনিয়ার সিস্টেম। নন লিনিয়ার সিস্টেমে ইনপুট আউটপুট আনুপাতিক না। এই ধরনের সিস্টেমগুলোতে, সিস্টেমের স্থায়িত্ব সিস্টেমের ইনপুট এবং প্রাথমিক অবস্থার উপর নির্ভর করে।
১০. Analogous Systems কাকে বলে?
উত্তরঃ যখন দুটি ডিফারেনশিয়াল সমীকরণ একই ক্রমের বা এই ধরনের সিস্টেমের হয় তখন তাকে Analogous Systems বলে।
১১. ট্রান্সফার ফাংশন কি?
ট্রান্সফার ফাংশন হচ্ছে কোন সিস্টেমের আউটপুটের লেপলাস ট্রান্সফর্ম (Laplace Transform) ও ইনপুটের লেপলাস ট্রান্সফর্ম এর অনুপাত। যেখানে সব Initial Conditions শূন্য থাকে।
১২. ট্রান্সফার ফাংশন এর ইকুয়েশন/ সমীকরণ লিখো-
উত্তরঃ ট্রান্সফার ফাংশন = আউটপুটের লেপলাস ট্রান্সফর্ম : ইনপুটের লেপলাস ট্রান্সফর্ম
বা, ট্রান্সফার ফাংশন = আউটপুটের লেপলাস ট্রান্সফর্ম / ইনপুটের লেপলাস ট্রান্সফর্ম
১৩. ওপেন লুপ সিস্টেম এর সুবিধা কি কি?
উত্তরঃ ওপেন লুপ সিস্টেমের কিছু উল্লেখযোগ্য সুবিধা হলোঃ
- ওপেন লুপ সিস্টেম ডিজাইন করা খুব সহজ।
- এই সিস্টেমে অন্যান্য সিস্টেমের তুলনায় খরচ কম হয়।
- এর রক্ষণাবেক্ষণ করা খুব সহজ।
- এই সিস্টেমের স্থায়ীত্ব বেশি।
- এই ধরনের সিস্টেম ব্যবহার করা বেশ সুবিধাজনক।
১৪. ক্লোজড লুপ সিস্টেম এর সুবিধা কি কি?
উত্তরঃ ক্লোজড লুপ সিস্টেমের উল্লেখযোগ্য কিছু সুবিধা হলোঃ
- এই সিস্টেমের bandwidth পরিসীমা বড়।
- এই সিস্টেমে অটোমেশন সুবিধা রয়েছে।
- এটি একটি accurate সিস্টেম।
- এই সিস্টেমের আউটপুট বিচ্যুতি হলে তা স্বয়ংক্রিয়ভাবে সঠিক করতে পারে।
- এই সিস্টেমকে স্থিতিশীল করতে সিস্টেমের সংবেদনশীলতা ছোট করা যায়।
- এই সিস্টেমে noise এর পরিমান খুবই কম।
১৫. ওপেন লুপ সিস্টেম এর অসুবিধা কি কি?
উত্তরঃ ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের কিছু অসুবিধাঃ
- এই সিস্টেমের bandwidth কম।
- এই সিস্টেমে অটোমেশন সুবিধা নেই।
- এটি মুলত inaccurate সিস্টেম।
- এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আউটপুট বিচ্যুতি সঠিক করতে পারে না।
১৬. ক্লোজড লুপ সিস্টেম এর অসুবিধা কি কি?
উত্তরঃ ক্লোজড লুপ সিস্টেমের কিছু অসুবিধাঃ
- এ সিস্টেমের ডিজাইন জটিল।
- এই সিস্টেম ব্যয়বহ।
- এর রক্ষণাবেক্ষণ করা কঠিন।
- এই সিস্টেমের স্থায়ীত্ব কম।
১৭. ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম কাকে বলে?
উত্তরঃ কোন ডিভাইস বা সিস্টেমের আউটপুট এর কিছু অংশ পুনরায় ইনপুট এর সাথে পুনর্নিবেশ বা সংযুক্ত হওয়াকে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম বলে।
১৮. ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম এর উপাদান বা কম্পোনেন্ট গুলো কি কি?
- Process System (প্রক্রিয়া পদ্ধতি)
- Feedback Path Element
- Error Detector এবং
- Controller.
কন্ট্রোল সিস্টেম নিয়ে বিস্তারিত জানতে নিচের আর্টিকেল গুলো পড়ুন
কন্ট্রোল সিস্টেমঃ উদাহরণ, ব্যবহার, প্রকারভেদ
কন্ট্রোল সিস্টেমঃ ওপেন লুপ ও ক্লোজড লুপ
ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম সম্বন্ধে সহজ ভাষায় বিস্তারিত জেনে নিন
ট্রান্সফার ফাংশন সম্বন্ধে সহজ ভাষায় আলোচনা