ডিসি ট্রান্সমিশনঃ সুবিধা ও অসুবিধা | Advantage and Disadvantages of DC Transmission

0
3025

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গ্রাহক পর্যন্ত বিদ্যুৎ পৌছাতে হাই ভোল্টেজের যে বিশাল সার্কিট বা নেটওয়ার্ক গড়ে তোলা হয় তা ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম হিসেবে পরিচিত।

ট্রান্সমিশনের ক্ষেত্রে হাই ভোল্টেজ ডিসি সিস্টেম ও ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে লো ভোল্টেজ এসি সিস্টেম সুবিধাজনক। তবে আমাদের দেশে শুধুমাত্র ভেড়ামারাতেই হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে।

এই লেখাতে আমরা হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশনের সুবিধা ও অসুবিধাসমূহ নিয়ে আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক-

ডিসি ট্রান্সমিশনে সুবিধাসমূহঃ

  • এসি ট্রান্সমিশনে conductor হিসেবে তিনটি তার ব্যবহার করা হয়। যেখানে ডিসি ট্রান্সমিশনে conductor হিসেবে মাত্র দুইটি তার ব্যবহার করা হয় এবং আর্থকে নিউট্রাল হিসেবে ব্যবহার করা যায়। যার ফলে কপার কম লাগে।
  • ডিসি ট্রান্সমিশনে inductance, capacitance ও surges এর কোন প্রভাব নাই।
  • ডিসি ট্রান্সমিশনে inductance ও voltage drop না থাকার ফলে ভালো মানের voltage regulation হয়।
  • ডিসি ট্রান্সমিশনে কোন skin effect নেই যার ফলে conductor এর cross sectional area সম্পূর্ণ ব্যবহার করা যায়।
  • ডিসি ট্রান্সমিশনে এসি ট্রান্সমিশনের তুলনায় ইনসুলেশন কম লাগে।
  • ডিসি ট্রান্সমিশনে করোনা লস খুব কম হয় যার ফলে কমিউনিকেশন সার্কিটে বাঁধা কম হয়ে থাকে।
  • বিশেষায়িত কন্ডাকটর ব্যবহার করার ফলে হাই ভোল্টেজ ডিসি ট্রান্সমিশন dielectric loss থেকে মুক্ত।
  • ডিসি ট্রান্সমিশনের ক্ষেত্রে স্থায়িত্বের (stability) সমস্যা হয় না ও synchronizing করার ক্ষেত্রেও কোন অসুবিধা হয় না। 

ডিসি ট্রান্সমিশনে অসুবিধাসমূহঃ

  • Communication সমস্যার কারনে high DC voltage generate করা যায় না।
  • যেহেতু ডিসি ট্রান্সমিশনে ট্রান্সফরমার ব্যবহার করা যায় না সেহেতু এই সিস্টেমে ভোল্টেজ স্টেপ আপ বা স্টেপ ডাউন করা যায় না।
  • ডিসি সুইচ ও সার্কিট ব্রেকারগুলোর নিজস্ব সীমাবদ্ধতা (limitation) রয়েছে।

“এসি ট্রান্সমিশনের সুবিধা ও অসুবিধা সম্বন্ধে পড়তে এখানে ক্লিক করুন”

পাওয়ার সিস্টেম সম্পর্কিত অন্যান্য লেখাসমূহঃ

ট্রান্সমিশন লাইনে করোনা ইফেক্ট

বাংলাদেশ কিভাবে ভারত থেকে বিদ্যুৎ নিয়ে আসে?

ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম

ট্রান্সমিশন-ডিস্ট্রিবিউশন লাইন, ফীডার, গ্রিড সিস্টেম আলোচনা

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন দুই বন্ধুর পথ যাত্রার এক মজার কাহিনী

থ্রি ফেজ ডাবল সার্কিট ২৩০ কেভি ট্রান্সমিশন লাইন সম্বন্ধে আলোচনা

করোনা ইফেক্ট, স্কিন ইফেক্ট, প্রক্সিমিটি ইফেক্ট, ফেরান্টি ইফেক্ট নিয়ে আলোচনা

ট্রান্সমিশন লাইন এর পরিবহনকৃত ভোল্টেজ ও শ্রেণিবিভাগ সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা

Transmission & Distribution voltage 11KV, 33KV, 66KV ও 132KV কেন হয়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here