লাইন সাপোর্ট কি, বৈশিষ্ট্য ও প্রকারভেদ | Line Supports

লাইন সাপোর্ট ছাড়া ওভারহেড লাইনের মাধ্যমে বিদ্যুৎ ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন করা সম্ভব না। এই লেখাতে আমরা ওভারহেড লাইনের লাইন সাপোর্ট সম্বন্ধে বেসিক কিছু বিষয় আলোচনা করব। এই লেখাতে যেসব বিষয়ে আলোচনা করা হবে-

  • লাইন সাপোর্ট কি?
  • লাইন সাপোর্টের বৈশিষ্ট্য
  • ওভারহেড লাইনে ব্যবহৃত লাইন সাপোর্ট

লাইন সাপোর্ট কি?

আমরা অবশ্যই সবাই দেখেছি যে, অনেক লম্বা লম্বা বিদ্যুতের কন্ডাকটর বা তার মাথার উপর দিয়ে অনেকদূর চলে গেছে। এই তারগুলো এক স্থান থেকে অন্য স্থানে নেবার জন্য কোন একটা মাধ্যমের সাপোর্ট প্রয়োজন হয়। এই সাপোর্টগুলো হতে পারে কোন টাওয়ার, পোল বা খুঁটি। মূলত এসবই হচ্ছে ওভারহেড লাইনের লাইন সাপোর্ট। যাকে আমরা সচরাচর বিদ্যুতের পোল বা টাওয়ার বলে থাকি।

বিভিন্ন ধরণের লাইন সাপোর্ট

যদি আমরা লাইন সাপোর্টকে সংজ্ঞায়িত করি তাহলে বলতে পারি,

ওভার হেড লাইনের পরিবাহী তার বা কন্ডাকটর টানার জন্য বিভিন্ন ধরণের যেসব টাওয়ার বা পোল ব্যবহার করা হয় তা ওভারহেড লাইনের লাইন সাপোর্ট হিসেবে পরিচিত।

লাইন সাপোর্টের বৈশিষ্ট্য:

সাধারণভাবে ওভারহেড লাইনের লাইন সাপোর্টে নিম্নলিখিত বৈশিষ্ট্য থাকা উচিতঃ

✔ কন্ডাকটর ও বাতাসের চাপ সহ্য করার জন্য লাইন সাপোর্ট যান্ত্রিকভাবে শক্ত ও মজবুত হওয়া উচিত।
✔ যান্ত্রিক শক্তি ঠিক রেখে এটি ওজনে হালকা হওয়া উচিত।
✔ এটি দামে সস্তা হওয়া উচিত, এতে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে।
✔ এর স্থায়িত্ব বেশি হতে হবে (long life)।
✔ এটি দেখতে সুদৃশ্য ও আকর্ষনীয় হওয়া উচিত।
✔ এর সাথে লাইনের পরিবাহী ইনসুলেটর ও অন্যান্য সরঞ্জামসমূহ যেন সহজ ও নিরাপদভাবে বসানাে যায় সেদিকে লক্ষ রাখতে হবে।
✔ লাইন সাপোর্ট সহজে মেরামতযােগ্য হওয়া উচিত।
✔ লাইন সাপোর্টে নিয়মিত পেইন্টিং ও নাম্বারিং করার ব্যবস্থা থাকা উচিত।

ওভারহেড লাইনে ব্যবহৃত লাইন সাপোর্ট

ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রান্সমিট ও ডিস্ট্রিবিউট করার জন্য ব্যবহৃত ওভারহেড লাইনে লাইন সাপোর্ট হিসেবে নিম্নোক্ত টাওয়ার বা পোলগুলো ব্যবহার করা হয়ঃ

(ক) কাঠের পোল,
(খ) স্টিলের পোল,
(গ) আর.সি.সি. পোল,
(ঘ) স্টিলের টাওয়ার ইত্যাদি।

উপরোক্ত লাইন সাপোর্টগুলো সম্বন্ধে বিস্তারিত পড়তে নিচের লিংকসমূহে ভিজিট করুনঃ

কাঠের পোল সম্বন্ধে বিস্তারিত আলোচনা।
স্টিলের পোল সম্বন্ধে বিস্তারিত আলোচনা।
আরসিসি পোল সম্বন্ধে বিস্তারিত আলোচনা।
স্টিলের টাওয়ার সম্বন্ধে বিস্তারিত আলোচনা।