বর্তমান যুগে লাইন সাপোর্ট হিসেবে কংক্রিটের পোল সবচেয়ে বেশি জনপ্রিয়। কংক্রিটের পোল দুই ধরনের হয়ে থাকে:
- R.C.C (আর.সি.সি.) পোল এবং
- P.C.C (পি.সি.সি.) পোল।
সাধারণত লাইন সাপোর্ট হিসেবে P.C.C (পি.সি.সি.) পোল কম চাপের সামান্য দৈর্ঘের লাইনে ব্যবহার করা হয় এবং R.C.C (আর.সি.সি.) পোল নিম্ন ও মাঝারী চাপের লাইনে ব্যবহার করা হয়।
ইতোমধ্যে আমরা কয়েক প্রকার লাইন সাপোর্ট সম্বন্ধে জেনেছি। এই লেখাতে আমরা কংক্রিটের আর.সি.সি. পােল লাইন সাপোর্ট সম্বন্ধে বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক-
কংক্রিটের আর.সি.সি. পােল (R.C.C. poles):
আর.সি.সি পোল মানে হচ্ছে রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট (Reinforced Cement Concrete) পোল। কংক্রিট – সিমেন্ট ঢালাই করে এই ধরনের পােল তৈরি করা হয় এবং টানসহন ক্ষমতা বাড়ানোর জন্য এর ভিতরে লােহার তার ব্যবহার করা হয়।
আর.সি.সি. পােলে ক্রস আর্ম ও অন্যান্য সরঞ্জাম বসানোর জন্য ২০ মিলিমিটার ব্যাসের প্রয়ােজনীয় সংখ্যক ছিদ্র করা হয়। এসব পোল যথেষ্ট ভারী বলে পােল স্থাপনের কাছাকাছি স্থানেই সাধারণত তৈরি করা হয়। তবে দূরে কোথাও তৈরী করলে সাবধানতার সাথে স্থাপনের স্থানে পৌছানো হয়। এই পােলগুলাে ৭.৫ মিটার থেকে ১৭ মিটার পর্যন্ত লম্বা হয় এবং মাটির ভিতরে প্রবেশ করানো হয়, মাটির ভিতরে গােড়া ১.২ মিটার থেকে ২.৪ মিটার গভীর পর্যন্ত হয়।
বর্তমান সময়ে লাইন সাপাের্ট হিসাবে আর.সি.সি. পােল সবচেয়ে বেশি জনপ্রিয়। তবে এর বেশ কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। এখন আমরা সুবিধা ও অসুবিধাগুলো জানবো।
আর.সি.সি পোলের সুবিধাসমূহঃ
- এই ধরনের পোল দেখতে বেশ সুদৃশ্য হয়।
- সুদৃশ্য এই পােলগুলাে কাঠের পােলের তুলনায় ব্যয়বহুল হলেও এর যান্ত্রিক শক্তি বেশি ও দীর্ঘস্থায়ী হয়।
- এসব পোল দীর্ঘ স্প্যানেও ব্যবহার করা যায়।
- এসব পোলের রক্ষণাবেক্ষণ করার জামেলা ও খরচ উভয়ই অনেক কম।
আর.সি.সি পোলের অসুবিধাসমূহঃ
- এই পােল ব্যবহারের সবচেয়ে বড় অসুবিধা হলাে- এর ওজন বেশি হওয়ায় পরিবহন করা অসুবিধাজনক।
- খুব সতর্কতার সাথে নাড়াচাড়া না করলে এই পোল ভাঙ্গার সম্ভাবনা থাকে।
- এসব পােল নিম্ন ও মাঝারি চাপের লাইনে বেশি ব্যবহার করা হয়।
- উচ্চ চাপের লাইনে তেমন ব্যবহার করা হয় না।
- সর্বোচ্চ ১১ কে.ভি. লাইনে এই পােল ব্যবহার করা যায়।
লাইন সাপোর্ট সম্বন্ধে বিস্তারিত জানতে নিচের লিংকসমূহে ভিজিট করুনঃ
লাইন সাপোর্ট কি, বৈশিষ্ট্য ও প্রকারভেদ।
কাঠের পোল সম্বন্ধে বিস্তারিত আলোচনা।
স্টিলের পোল সম্বন্ধে বিস্তারিত আলোচনা।
আরসিসি পোল সম্বন্ধে বিস্তারিত আলোচনা।
স্টিলের টাওয়ার সম্বন্ধে বিস্তারিত আলোচনা।