সহজেই বানিয়ে ফেলুন Monostable Multivibrator Circuit

এই লেখাটিতে 555 টাইমার আইসির মাধ্যমে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিট করে দেখানো হয়েছে। Monostable Multivibrator Circuit নিয়ে পড়ার আগে Astable Multivibrator তৈরী প্রজেক্টটি দেখে নিতে পারেন।

Astable Multivibrator Circuit নিয়ে পড়ুন

প্রয়োজনীয় মালামাল

  • Battery (6v-12v) – ১টি
  • 555 Timer – 0১টি
  • Resistor (100k) – ১টি
  • Resistor (10k) – ১টি
  • Capacitor (4.7uf) – ১টি
  • Capacitor (0.01uf) – ১টি
  • Push Switch – ১টি
  • LED – ১টি

কার্যপ্রণালী

এই সার্কিটে 555 টাইমারের মাধ্যমে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিট তৈরি করা হয়েছে।

মাল্টিভাইব্রেটর:

এটি এমন এক ধরণের সার্কিট যার মাধ্যমে বিভিন্ন প্রকার নন-সাইনোসুইডাল ওয়েভ যেমন: স্কয়ার ওয়েভ, স’টুথ ওয়েভ, রেক্টেংগুলার ওয়েভ ইত্যাদি তৈরি করা যায়। বিভিন্ন প্রকার মাল্টিভাইব্রেটর আছে যেমন:-

  • এস্টেবল মাল্টিভাইব্রেটর
  • মনোস্টেবল মাল্টিভাব্রেটর
  • বাইস্টেবল মাল্টিভাইব্রেটর

এ সকল মাল্টিভাইব্রেটর ব্যবহার করে আমরা 555 টাইমারের আউটপুট এ বিভিন্ন ধরণের ওয়েভ পাবো যার মাধ্যমে লোডকে বিভিন্নভাবে নিয়ন্ত্রন করা যাবে।

মনোস্টেবল মাল্টিভাইব্রেটর

এখানে 555 টাইমারকে মনোস্টেবল মোডে কাজ করানো হয়েছে যার ফলে 555 টাইমারের আউটপুটে কিছু সময় পর পর Short Pulse বা ক্ষুদ্র ভোল্টেজ প্রদান করার মাধ্যমে আউটপুটকে নিয়ন্ত্রন করে।

উদাহারণ হিসেবে বলা যায় যে, একটি LED এর সাথে পুশ সুইচ এর মাধ্যমে ভোল্টেজ সরবরাহ করলে দেখা যাবে যে , পুশ সুইচ এরবার পুশ করলে LED জ্বলে উঠবে। এরপর কিছুক্ষণ পর স্বয়ংক্রিয়ভাবে LED নিভে যাবে অথবা আবার পুশ করলে এটি নিভে যাবে। এখানে LED প্রজ্জ্বলিত নির্ভর করবে 555 টাইমারের রেজিস্টর এবং ক্যাপাসিটের মানের ওপর।

সাবধানতা

  • সকল কম্পোনেন্টস এর লেগ সংযোগের সময় সাবধানতার সাথে ধীরে ধীরে সংযোগ দিতে হবে নতুবা লেগ ভেঙ্গে যেতে পারে।
  • সার্কিট সংযোগ এর সময় সকল কম্পোনেন্টস সঠিকভাবে সংযোগ দিতে হবে।
  • 555 টাইমারে এসি ভোল্টেজ প্রয়োগ করা যাবে না।
  • 555 টাইমারে নির্ধারিত ভোল্টেজ থেকে অতিরিক্ত ভোল্টেজ প্রয়োগ করা যাবে না।

ভিডিও

আজ এই পর্যন্ত, সার্কিট তৈরি করতে কোন সমস্যা হলে নিচে কমেন্ট করুন।