ওভারহেড লাইনের উপাদানসমূহ | Overhead Line Components

0
4550
ওভারহেড লাইন

ওভারহেড লাইন মূলত একটি কাঠামো যার সাহায্যে দূরবর্তী স্থানে বিদ্যুৎ শক্তি প্রেরণ ও বিতরণ করা হয়। এটি সাধারণত টাওয়ার ও পোল দ্বারা নির্মাণ করা হয়। সাধারণত একটি ওভারহেড লাইনের সফল অপারেশন লাইনের মেকানিক্যাল ডিজাইনের ওপর নির্ভরশীল। এই লাইনগুলো বিভিন্ন কারনে ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই ওভারহেড লাইনগুলো যাতে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে এজন্য নির্মাণ করার সময় এর সঠিক ডিজাইন ও সেফটি ফ্যাক্টরসহ বিভিন্ন দিক বিবেচনা করে নির্মাণ করা জরুরি।

এছাড়া সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার জন্য এর যান্ত্রিক শক্তিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত। ওভারহেড লাইনের component -সমুহ যতো বেশি মজবুত হবে ওভারহেড লাইনের যান্ত্রিক শক্তি ততো বেশি বৃদ্ধি পাবে। এই লেখাতে আমরা ওভারহেড লাইনের components সম্বন্ধে আলোচনা করবো।

ওভারহেড লাইনের উপাদানসমূহ (Components of overhead lines):

সাধারণত ওভারহেড লাইন নিম্নোক্ত components -এর সমন্বয়ে গঠিতঃ

  1. Conductor (কন্ডাকটর)
  2. Support (সাপোর্ট)
  3. Insulator (ইনসুলেটর)
  4. Cross arm (ক্রস আর্ম)
  5. Gury and stay (গাই ও স্টে)
  6. Fuses and isolating switches (ফিউজ ও আইসােলেটিং সুইচ)
  7. Lightning arrester (লাইটনিং অ্যারেস্টর)
  8. Continuous earth wire (অবিচ্ছিন্ন আর্থ তার)
  9. Guard wire (গার্ড ওয়্যার)
  10. Vibration dampers (ভাইব্রেশন ড্যাম্পার)
  11. Jumpers (জাম্পার)
  12. Bird Guards (পাখি রক্ষক)

আসুন, এবার আমরা উপরের প্রতিটি components সম্বন্ধে জানার চেষ্টা করিঃ

1. Conductor (কন্ডাকটর):

কন্ডাকটরের মাধ্যমে ইলেকট্রিক পাওয়ারকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়। ওভারহেড লাইনের কন্ডাকটর তৈরিতে copper, aluminium, steel cored aluminium, galvanized steel, cadmium copper ইত্যাদি উপকরণ ব্যবহার করা হয়।

বিভিন্ন ধরনের কন্ডাকটর (conductors)

2. Support (সাপোর্ট):

ওভারহেড লাইনের সাপাের্ট বলতে টাওয়ার, খুঁটি / পােল (pole) ইত্যাদিকে বুঝানাে হয়। এই সাপাের্টগুলাে ওভারহেড লাইনের কন্ডাকটর গুলােকে ভূমি থেকে নিরাপদ দূরত্বের উপরে ধরে রাখতে সাহায্য করে। ওভারহেড লাইনে কী ধরনের লাইন সাপাের্ট প্রয়ােজন হবে তা লাইনের কার্যকরী ভােল্টেজের উপর নির্ভর করে নির্ধারণ করা হয়।

বিভিন্ন ধরনের সাপোর্ট

3. Insulator (ইনসুলেটর):

ইনসুলেটর কন্ডাকটরের সাপাের্ট হিসেবে কাজ করে। সেই সাথে ভূমি থেকে কন্ডাকটরকে ইনসুলেট (insulate) করে রাখতেও সাহায্য করে। ওভারহেড লাইনের ইনসুলেটরগুলাে পিন, স্ট্রেইন, সাসপেনশন, শ্যাকল ইত্যাদি ধরনের হয়ে থাকে।

বিভিন্ন ধরনের ইনসুলেটর

4. Cross arm (ক্রস আর্ম):

ক্রস আর্মগুলাে ইনসুলেটরকে বহন করে থাকে। ক্রস আর্ম সাধারণত স্টিলের অ্যাঙ্গেল সেকশন বা কাঠের হয়ে থাকে। পােলের মাথার দিকে নাট বােল্ট, ক্ল্যাম্প ইত্যাদির সাহায্যে এগুলোতে ইনসুলেটর আটকানাে হয়।

বিভিন্ন ধরনের ক্রস আর্ম

5. Gury and Stay (গাই ও স্টে):

ডিস্ট্রিবিউশন লাইনের যে সমস্ত টাওয়ার বা পোল কোনাে কারণে হেলে পড়ার সম্ভাবনা থাকে, সেসব টাওয়ার বা পোলকে গাই ও স্টে ক্যাবলের সাহায্যে টানা দেয়া হয়। উচ্চ টানসহন ক্ষমতাসম্পন্ন স্টিলের ক্যাবল স্টে ক্যাবল হিসেবে ব্যবহার করা হয়। স্টে ক্যাবলের এক মাথা পােলের মাথার দিকে ক্ল্যাম্প দিয়ে আটকিয়ে অপর মাথা গাই ইনসুলেটর হয়ে সেন্ট সেটের মধ্যে আটকে পােলকে টানা দেয়া হয়। এর ফলে পােল হেলে পড়ার সম্ভাবনা থাকে না।

গাই ও স্টে

6. Fuses and isolating switches (ফিউজ ও আইসােলেটিং সুইচ):

ফিউজ ও আইসােলেটিং সুইচের মাধ্যমে ওভারহেড সিস্টেমের বিভিন্ন অংশকে প্রয়ােজনবােধে বিচ্ছিন্ন করা যায়।

ফিউজ ও আইসােলেটিং সুইচ

7. Lightning arrester (লাইটনিং অ্যারেস্টর):

অতিরিক্ত ভোল্টেজকে মাটিতে ডিসচার্জ করে লাইনকে রক্ষা করার জন্য ওভারহেড লাইনে লাইটনিং অ্যারেস্টর ব্যবহার করা হয়।

লাইটনিং অ্যারেস্টর

8. Continuous earth wire (অবিচ্ছিন্ন আর্থ তার):

বজ্রপাতের কারণে সৃষ্ট অতিরিক্ত ভোল্টেজকে সহজে মাটিতে ডিসচার্জ করে লাইনকে রক্ষা করতে ওভারহেড লাইনের টাওয়ার বা পােলের সর্ব উপরে মাথা বরাবর এই অবিচ্ছিন্ন আর্থ তার টানা হয়।

অবিচ্ছিন্ন আর্থ তার

9. Guard wire (গার্ড ওয়্যার):

যখন পাওয়ার লাইন টেলিফোন কিংবা টেলিগ্রাফ লাইনকে অতিক্রম করে তখন ঐ পাওয়ার লাইনগুলাের উপর ও নিচে গার্ড ওয়্যার ব্যবহার করা হয়। এগুলাে আর্থের সঙ্গে সংযােগ করা থাকে।

10. Vibration dampers (ভাইব্রেশন ড্যাম্পার):

ওভারহেড লাইনে যাতে কম্পনের সৃষ্টি হতে না পারে সেজন্য ঝুলন্ত লাইনের ইন্সুলেটরে ভাইব্রেশন ড্যাম্পার বসানাে হয়।

বিভিন্ন ধরনের ভাইব্রেশন ড্যাম্পার

11. Jumpers (জাম্পার):

ওভারহেড লাইনে জাম্পার কানেকশনের মাধ্যমে এক পরিবাহী তার থেকে আরেক পরিবাহী তারের সংযোগ করা হয়।

জাম্পার

12. Bird Guards (পাখি রক্ষক):

পাখি যাতে ইনসুলেটর পিন ও কন্ডাক্টরের সঙ্গে ফ্লাশ ওভার করতে না পারে সেজন্য ক্রস আর্মে ইনসুলেটরের উপরের দিকে এটি সংযোগ করা হয়। এটি এবােনাইটের তৈরি এবং এর উপরের দিকে করাতের দাঁতের মতাে লম্বা প্লেট বিশেষ বসানো থাকে।

Bird Guards (পাখি রক্ষক)

এছাড়াও ওভারহেড লাইনে আরও কিছু ছোট ছোট components স্থাপন করা হয়, যেমনঃ Phase plate, danger plate, anti-climbing wire, Guards ইত্যাদি।

এ সম্পর্কিত অন্যান্য লেখাসমূহঃ

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্বন্ধে পড়ুন।

এসি ট্রান্সমিশনঃ সুবিধা ও অসুবিধা সম্বন্ধে পড়ুন।

ডিসি ট্রান্সমিশনঃ সুবিধা ও অসুবিধা সম্বন্ধে পড়ুন।

ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম

ট্রান্সমিশন-ডিস্ট্রিবিউশন লাইন, ফীডার, গ্রিড সিস্টেম আলোচনা

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন দুই বন্ধুর পথ যাত্রার এক মজার কাহিনী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here