একটি ব্যাপার কি কখনো লক্ষ্য করেছেন? ট্রান্সমিশন লাইনের 400kV কে কখনোই 400/33 kV সাবস্টেশন ব্যবহার করে 33 kV এ স্টেপ ডাউন করা হয়না। প্রায়শই 400kV কে 230kV অথবা 132kV এ স্টেপ ডাউন করে নেয়া হয়। প্রশ্ন উঠে আসাটাই স্বাভাবিক যে, এত সাবস্টেশন না করে 400kV কে সরাসরি স্টেপ ডাউন ট্রান্সফরমার দিয়ে 33kV করে নিলেই ত হয়। কিন্তু এমনটি করা যাবেনা। করা গেলে এত ঝামেলায় যাবার দরকার হতোনা। আজকের আর্টিকেলের মূল বিষয়বস্তু হল যে, ট্রান্সমিশন লাইনে কেন 400kV কে সরাসরি 33kV করা হয় না?
ট্রান্সমিশন লাইনে কেন 400kV কে সরাসরি 33kV করা হয় না?
400kV কে সরাসরি 33kV করতে গেলে যেসব সমস্যার সম্মুখীন হতে হবে সেগুলো উল্লেখ করা হলঃ
ট্রান্সফরমারের ক্যাবল সাইজ
আমরা জানি যে, আমরা যখন ট্রান্সফরমার ব্যবহার করে ভোল্টেজ স্টেপ ডাউন করি তখন কেভিএ ফিক্স রাখতে কারেন্ট বৃদ্ধি পাবে। সুতরাং এই ক্ষেত্রে, যদি আমরা 440KV থেকে 33KV-এ স্টেপ ডাউন করি তাহলে কারেন্ট বাড়বে। কিন্তু এখানে যেমন প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজের মধ্যে বড় পার্থক্য তেমনি প্রাইমারি এবং সেকেন্ডারি কারেন্টের মধ্যেও পার্থক্য বেশি হবে। এই ক্ষেত্রে, সেকেন্ডারি কারেন্ট প্রাইমারি কারেন্টের চেয়েও 12 থেকে 13 গুণ বেশি হবে। কারেন্ট বাড়ার সাথে সাথে খুব মোটা কন্ডাকটর ব্যবহার করা উচিত। এই কারণে, ট্রান্সফরমারের আকার অত্যন্ত উচ্চ হবে। এক্ষেত্রে ব্যয় বহুগুণে বেড়ে যাবে।
অল্প খরচে মাঝারি ভোল্টেজ নির্ধারণ
ট্রান্সমিশনের দূরত্ব অনুযায়ী বিভিন্ন ট্রান্সমিশন ভোল্টেজ নির্বাচন করা হয়। খুব বড় দূরত্বের ট্রান্সমিশনের উদ্দেশ্যে 400 KV ব্যবহার করা হয় এবং ছোট ট্রান্সমিশনের উদ্দেশ্যে 33KV ব্যবহার করা হয়। তাই যদি আমরা মাঝারি দূরত্বে বৈদ্যুতিক শক্তি প্রেরণ করি তবে আমাদের অবশ্যই 400 KV এবং 33KV এর মধ্যে একটি ভোল্টেজ স্তর নির্বাচন করতে হবে যেমন 230 kV, 132 KV ইত্যাদি। উচ্চ হতে হবে এবং যদি আমরা মাঝারি দূরত্বের জন্য 400 কেভি ভোল্টেজের স্তর নির্বাচন করি তবে দূরত্বের তুলনায় খরচ বেশি হবে যা লাভজনক নয়।
400/33 kV ট্রান্সফরমার তৈরিতে জটিলতা
যেহেতু প্রাইমারি এবং সেকেন্ডারি ভোল্টেজের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে প্রাইমারি এবং সেকেন্ডারি উইন্ডিং টার্ন অনেক বেশি হবে। এই কারণে, উইন্ডিং তৈরি, ইন্সুলেশন ব্যবস্থা, সংযোগ, ট্যাপিং অব্যবহারিক হতে পারে। তাই 440/33 KV ট্রান্সফরমার তৈরি করা সম্ভব নাও হতে পারে।
টাওয়ার সাইজ ও পর্যাপ্ত ভূমির প্রয়োজনীয়তা
যদি আমরা 400 kV কে সরাসরি 33 kV তে স্টেপ ডাউন করি তাহলে ডিস্ট্রবিউশন সাবস্টেশনে অনেক ট্রান্সফরমার ব্যবহার করতে হবে। আর সব ট্রান্সমিশন লাইন যদি 400 kV এর হয় তাহলে টাওয়ার স্থাপন করতেই প্রচুর জায়গা দরকার হবে। কারণ এক্সট্রা হাই ভোল্টেজ টাওয়ার প্রচুর পরিমাণ জমি দখল করে।
আরো কিছু আর্টিকেল পড়ুন
টাওয়ারের উচ্চতা দেখেই জেনে নিন ট্রান্সমিশন লাইন ভোল্ট
ট্রান্সমিশন লাইনে বার্ড ফ্লাইট ডাইভার্টার কেন ব্যবহৃত হয়?