আজ আমরা জানবো কেন উইন্ডিং বা কয়েলের রেজিস্ট্যান্স সবসময় এসি ভোল্টেজের পরিবর্তে ডিসি দিয়ে মাপা হয় এবং ডিসির পরিবর্তে এসির সাহায্যে উইন্ডিং রেজিস্ট্যান্স পরিমাপ করলে কি সমস্যা হবে? সাবস্টেশন এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ট্রান্সফরমার, মোটর ইত্যাদির উপর উইন্ডিং রেজিস্ট্যান্স টেস্ট করা হয়। বাজারজাত করার আগে ট্রান্সফরমার, মোটরগুলোতে অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হয়, তার মধ্যে একটি উইন্ডিং রেজিস্ট্যান্স টেস্ট। আসুন তাত্ত্বিকভাবে উত্তরটি খুঁজে বের করি।
কয়েলের রেজিস্ট্যান্স সর্বদাই ডিসি ভোল্টেজ দিয়ে পরিমাপ করা হয় কেন?
যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে, কোন পরিবাহীর রোধ আপনি কিভাবে হিসেব করবেন? উত্তরে নিশ্চয়ই বলবেন, নিম্নোক্ত সূত্র ব্যবহার করে আপনি পরিবাহীর রোধ হিসেব করতে পারবেনঃ
এই সূত্রটি ওহমের সূত্র নামে পরিচিত। রোধ পরিমাপের বেশিরভাগ যন্ত্র রোধ পরিমাপ করতে এই সমীকরণটি অনুসরণ করে। উপরের সমীকরণটি তখনই প্রযোজ্য হবে যদি ভোল্টেজ এবং কারেন্ট ডিসি হয় কারণ আমরা জানি যে এসি সার্কিটে আমরা ইম্পিড্যান্স পরিমাপ করি, রেজিস্ট্যান্স নয়।
আর এসি সার্কিটে ইম্পিড্যান্স নির্ণয়ের ফর্মূলা হলঃ
সুতরাং উপরের ব্যাখ্যা থেকে, আপনি হয়তো বুঝতে পারছেন কেন আমরা উইন্ডিং রেজিস্ট্যান্স পরিমাপের জন্য ডিসি ব্যবহার করি। সহজ ধারণা হল, AC সার্কিটে আমরা প্রতিরোধ (R) পরিমাপ করতে পারি না, আমরা শুধুমাত্র ইম্পিড্যান্স (Z = R + XL) পরিমাপ করতে পারি।
এখন প্র্যাক্টিকালি উত্তর খুঁজে বের করা যাকঃ
যখন আমরা একটি কয়েল বা উইন্ডিং এ এসি সাপ্লাই প্রয়োগ করি, তখন এর মধ্য দিয়ে অল্টারনেটিং কারেন্ট প্রবাহিত হয়। এই ক্ষেত্রে, উইন্ডিং দুটি উপায়ে বিদ্যুৎ প্রবাহের বিরোধিতা করেঃ
- প্রথমত, উইন্ডিং পরিবাহীর অভ্যন্তরীণ রোধ কারেন্ট প্রবাহকে বাধা দেয়।
- দ্বিতীয়টি হল উইন্ডিং এর রিয়েক্টিভ রিয়েক্ট্যান্সও বিদ্যুৎ প্রবাহকে বাধা প্রদান করে। সুতরাং, যখন আমরা একটি কয়েলে AC ভোল্টেজ প্রয়োগ করি তখন রিয়েক্ট্যান্স এবং রেজিস্ট্যান্স কারেন্ট প্রবাহের বিরুদ্ধে কাজ করে।
কিন্তু যখন ডিসি ভোল্টেজ এপ্লাই করা হবে সেক্ষেত্রে কোন ইন্ডাক্টিভ রিয়েক্টেন্স কাজ করবেনা। কারণ ডিসির ক্ষেত্রে ইন্ডাক্টিভ রিয়েক্টেন্স,
XL = 2𝞹fL
সুতরাং উপসংহার হল, যদি আমরা AC সরবরাহ ব্যবহার করে উইন্ডিং রেজিস্ট্যান্স পরিমাপ করার চেষ্টা করি, তাহলে ইন্ডাক্টিভ রিয়েক্ট্যান্স (যা উইন্ডিং বা কয়েলের সেলফ ইন্ডাকশনের কারণে ঘটে) এর কারণে রোধের মান আমরা পাব না।
যদি আমরা এসি সাপ্লাই ব্যবহার করে উইন্ডিং রেজিস্ট্যান্স পরিমাপ করি, তাহলে স্কিন ইফেক্ট এবং প্রক্সিমিটি ইফেক্ট দেখা যায় কারণ তারা ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। কিন্তু ডিসি সরবরাহের ক্ষেত্রে, যেহেতু কোনও ফ্রিকোয়েন্সি নেই, তাই প্রক্সিমিটি এবং স্কিন ইফেক্ট ঘটে না।
আরো কিছু আর্টিকেল পড়ুন
ট্রান্সফরমারের ইন্সুলেশন টেস্ট সম্পর্কে সহজ ভাষায় আলোচনা
মোটরের সিরিজ ল্যাম্প টেস্ট কিভাবে করব? | Continuity Test
মোটরের পোলারাইজেশন ইনডেক্স কেন হিসেব করা হয়?