এসি ট্রান্সমিশনঃ সুবিধা ও অসুবিধা | AC Transmission

0
2419

আমাদের দেশের প্রায় সবখানে পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে হাই ভোল্টেজ এসি ট্রান্সমিশন ব্যবহার করা হয়। আমরা ইতোমধ্যে ডিসি ট্রান্সমিশনের সুবিধা ও অসুবিধা সম্বন্ধে জেনেছি। এই লেখাতে আমরা এসি ট্রান্সমিশনের সুবিধা ও অসুবিধা সম্বন্ধে জানবোঃ

“ডিসি ট্রান্সমিশনের সুবিধা ও অসুবিধা সম্বন্ধে পড়ুন”

এসি ট্রান্সমিশনে সুবিধাসমূহঃ

  • এসি ট্রান্সমিশনে হাই ভোল্টেজ generate করা যায়।
  • এসি সাব স্টেশন maintenance করা সহজ ও এর maintenance খরচও কম।
  • যেহেতু এসি সিস্টেমে ট্রান্সফরমার ব্যবহার করা হয় সেহেতু এই সিস্টেমে সহজেই ভোল্টেজ স্টেপ আপ ও স্টেপ ডাউন করা যায়।

এসি ট্রান্সমিশনে অসুবিধাসমূহঃ

  • এসি লাইনে যেহেতু conductor হিসেবে ৩ তার ব্যবহার করা হয় সেহেতু ডিসি লাইন থেকে এসি লাইনে বেশি কপার লাগে এবং copper loss-ও বেশি হয়।
  • এসি সিস্টেমে স্কিন ইফেক্ট আছে। যার ফলে conductor এর cross sectional area সম্পূর্ণ ব্যবহার করা যায় না।
  • এসি সিস্টেমে corona loss বেশি এবং তা পার্শ্ববর্তী communication system এ বিঘ্ন ঘটায়।
  • এসি লাইনে capacitance থাকে। যার ফলে অনবরত charging current জনিত loss হতে থাকে এমনকি লাইন ওপেন অবস্থায় থাকলেও।
পাওয়ার সিস্টেম সম্পর্কিত অন্যান্য লেখাসমূহঃ

ট্রান্সমিশন লাইনে করোনা ইফেক্ট

বাংলাদেশ কিভাবে ভারত থেকে বিদ্যুৎ নিয়ে আসে?

ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম

ট্রান্সমিশন-ডিস্ট্রিবিউশন লাইন, ফীডার, গ্রিড সিস্টেম আলোচনা

ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন দুই বন্ধুর পথ যাত্রার এক মজার কাহিনী

থ্রি ফেজ ডাবল সার্কিট ২৩০ কেভি ট্রান্সমিশন লাইন সম্বন্ধে আলোচনা

করোনা ইফেক্ট, স্কিন ইফেক্ট, প্রক্সিমিটি ইফেক্ট, ফেরান্টি ইফেক্ট নিয়ে আলোচনা

ট্রান্সমিশন লাইন এর পরিবহনকৃত ভোল্টেজ ও শ্রেণিবিভাগ সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা

Transmission & Distribution voltage 11KV, 33KV, 66KV ও 132KV কেন হয়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here