পিন টাইপ ইনসুলেটর | Pin Type Insulator

আমরা ইতোমধ্যে জেনেছি যে, ইনসুলেটর হলো এক ধরনের অপরিবাহী বস্তু যা ওভারহেড লাইনের কন্ডাকটরকে ধরে রাখতে এবং পোল বা টাওয়ারের ক্রস আর্মসহ অন্যান্য ধাতব অংশ থেকে কন্ডাকটরকে বিচ্ছিন্ন করে রাখতে ব্যবহার করা হয়।

বিভিন্ন প্রকার ইনসুলেটর রয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইনসুলেটর হলো- পিন টাইপ ইনসুলেটর। এই লেখাতে আমরা পিন টাইপ ইনসুলেটর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবোঃ

  • পিন টাইপ ইনসুলেটর কি?
  • পিন টাইপ ইনসুলেটরের ব্যবহার।
  • পিন টাইপ ইনসুলেটরের উপাদান
  • পিন টাইপ ইনসুলেটর ব্যবহারে সুবিধা।
  • পিন টাইপ ইনসুলেটর ব্যবহারে অসুবিধা।

পিন টাইপ ইনসুলেটর কি?

যেসব ইনসুলেটর বা অপরিবাহী বস্তু কোনও টেলিগ্রাফ বা ইউটিলিটি (ওভারহেড লাইনের) কন্ডাকটরকে ধরে রাখতে এবং কন্ডাকটরকে বিভিন্ন ধাতব অংশ থেকে আলাদা করে রাখতে ব্যবহার করা হয় তাকে পিন টাইপ ইনসুলেটর / Pin Type Insulator বলা হয়।

pin-insulator
পিন টাইপ ইনসুলেটর

মূলত এই ইনসুলেটর বহুকাল আগে ডেভেলপ করা একটি ইনসুলেটর হলেও, এখনো ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেমে নিম্ন চাপের লাইন থেকে ৩৩ কেভি লাইন পর্যন্ত ব্যাপকভাবে এটি ব্যবহার করা হচ্ছে।

নিচে একটি পিন টাইপ ইনসুলেটরের অভ্যন্তরীণ চিত্র দেখানো হলোঃ

পিন-টাইপ-ইনসুলেটর
পিন টাইপ ইনসুলেটরের অভ্যন্তরীণ চিত্র

এপ্লিকেশন ভোল্টেজের উপর নির্ভর করে এসব ইনসুলেটর এক অংশ, দুই অংশ বা তিন অংশ বিশিষ্ট হতে পারে। এক্ষেত্রে সাধারণত-

  • ১১ কেভি সিস্টেমে এক অংশ (One Part),
  • ৩৩ কেভি সিস্টেমে দুই অংশ (Two Part) এবং
  • যদি ৬৬ কেভি সিস্টেমে ব্যবহার করা হয় সেখানে তিন অংশ (Three Part) পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয়।

পিন ইনসুলেটরের ব্যবহারঃ

  • পিন টাইপ ইনসুলেটর সাপোর্টিং টাওয়ার বা পোলের ক্রস আর্মের উপরে বসানো থাকে।
  • এসব ইনসুলেটরের উপরের প্রান্তে যে খাঁজ (groove) করা থাকে সেখানে কন্ডাকটর বসানো হয়।
  • সাধারণত লো ভোল্টেজে একটি একক পিন ইনসুলেটর ব্যবহার করা হয় এবং হাই ভোল্টেজে ইনসুলেটরের সঠিক thickness (বেধ) বজায় রেখে দুই বা ততোধিক ইনসুলেটর ব্যবহার করা হয়ে থাকে।
  • তবে অনেক বেশি হাই ভােল্টেজে এ ধরনের ইনসুলেটর তেমন একটা ব্যবহার করা হয় না৷

কারণ, এ ধরনের ইনসুলেটর অনেক বেশি হাই ভােল্টেজে ব্যবহার করলে-

  • ইনসুলেটর আকৃতিতে বড় ও ভারী হয়।
  • পিনের দৈর্ঘ্য বেশি হয়।
  • ক্রস আর্মে অধিক চাপ পড়ে।
  • দামও বেশি হয়।
  • এছাড়া কোনাে কারণে ইনসুলেটরে একটু আঁচড় বা ফাটল দেখা দিলে Galvanized করা সম্পূর্ণ ইউনিটটিকে পরিবর্তন করতে হয়।

মূলত এসব কারনেই এখনো পর্যন্ত ৩৩ কেভির চেয়ে বেশি ভােল্টেজে পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করা হয় না।

পিন টাইপ ইনসুলেটরের উপাদানঃ

এসব ইনসুলেটর তৈরিতে চীনা মাটি, সিরামিক, সিলিকন রাবার, পলিমার ইত্যাদি অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এসব ইনসুলেটর তৈরিতে চীনা মাটি অথবা গ্লাস ব্যবহার করা হয়ে থাকে।

পিন ইনসুলেটর
চীনা মাটির তৈরী পিন টাইপ ইন্সুলেটর
পিন ইনসুলেটর
গ্লাসের তৈরী পিন টাইপ ইন্সুলেটর

এছাড়া পিন টাইপ ইনসুলেটর তৈরি করার সময় এটি এমনভাবে ডিজাইন করা হয় যেনো উপরের অংশ (রেইন শেড) ভিজলেও ভিতরের অংশ সম্পূর্ণ শুকনো থাকে।

পিন টাইপ ইনসুলেটর ব্যবহারে সুবিধাঃ

১. পিন টাইপ ইনসুলেটরের যান্ত্রিক শক্তি বেশি।
২. এটি তেমন ব্যয়বহুল না।
৩. এসব ইনসুলেটর ডিজাইন করা তুলনামূলক সহজ।
৪. রক্ষণাবেক্ষণ করাও সহজ।
৫. এটি উলম্ব ও অনুভূমিক (vertically & horizontally) উভয় ভাবেই ব্যবহার করা যায়।
৬. অন্যান্য ইনসুলেটরের তুলনায় এর ক্রিপেজ দূরত্ব (creepage distance) অধিক নিরাপদ।

নোট: ক্রিপেজ দূরত্ব বলতে ইনসুলেটিং পদার্থের দুটি পরিবাহী অংশের মধ্যে সংক্ষিপ্ততম দূরত্বকে বুঝায়।

পিন ইনসুলেটর
ক্রিপেজ দূরত্ব (Creepage Distance)

পিন টাইপ ইনসুলেটর ব্যবহারে অসুবিধাঃ

১. পিন টাইপ ইনসুলেটর স্পিন্ডলসহ ব্যবহার করতে হয়।
৩. এর ভোল্টেজ রেটিং সীমিত (up to 36 KV)।
৪. সামান্য ত্রুটিতে এর থ্রেড ক্ষতিগ্রস্ত করতে পারে।
৫. বেশি হাই ভোল্টেজে এই ইনসুলেটর ব্যবহার করলে অন্যান্য ইনসুলেটরের তুলনায় এই ইনসুলেটর অনেক বেশি ভারী হয় এবং আকারেও অনেক বড় হয়।
৬. বড় ইনসুলেটরের পিনের দৈর্ঘ্য বেশি হয়।
৭. বড় ইনসুলেটর ব্যবহার করলে ক্রস আর্মে অধিক চাপ পড়ে।
৮. এছাড়া অধিক হাই ভোল্টেজ লাইনে ব্যবহার করতে গেলে অন্যান্য ইনসুলেটরের তুলনায় এর ব্যয় অনেক বেড়ে যায়।

সর্বশেষ আমরা বলতে পারি, পিন টাইপ ইনসুলেটর ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেমে নিম্ন চাপের লাইন থেকে ৩৩ কেভি লাইন পর্যন্ত ব্যবহার করা সুবিধাজনক হলেও এর থেকে হাই ভোল্টেজে ব্যবহার করা মোটেও সুবিধাজনক নয়।

ইনসুলেটর সম্বন্ধে অন্যান্য লেখাঃ

ইনসুলেটর কি, উপাদান, বৈশিষ্ট্য ও প্রকারভেদ।

ইনসুলেটর অকেজো হওয়ার কারণ।