সলিড স্টেট রিলে | Solid State Relay

0
2946
সলিড স্টেট রিলে

উপরের Relay Controller Board টিতে কাল রং এর ডিভাইসটি হল SSR (Solid State Relay)। রিলে নিয়ে কম বেশি আমরা সবাই জানি। কিন্তু এই রিলে ইলেক্ট্রোমেকানিক্যাল রিলেগুলো থেকে একটু স্বতন্ত্র।

আমরা সচরাচর যে রিলেগুলো দেখি সেগুলো কয়েল, মেটালিক কোর, আর্মেচার বডি ইত্যাদি অংশ থাকে। কিন্তু এই রিলে তে একধরনের স্পেশাল সেন্সর ব্যবহার করেই কাঙ্খিত ইনপুট সিগন্যালকে সেন্স করে এবং অটোমেটিক পাওয়ার সিস্টেমের সুইচিং এ সাহায্য করে।

এর মূল উপাদানগুলোর মধ্যে রয়েছে থাইরিস্টর, মসফেট জাতীয় সুইচিং ডিভাইস যার দরুণ ডিভাইসটির কন্ট্রোল সেকশান ১০০-২০০ এম্পিয়ার পর্যন্ত রিসিভ করতে পারে।

সচরাচর ব্যবহারকৃত অন্যান্য রিলে থেকে এর সুবিধাগুলো হল

  • এটা ওজনে হালকা।
  • দ্রুত সুইচিং করতে পারে।
  • এক্সটার্নাল ফ্যাক্টর যেমন তাপ, আপেক্ষিক আর্দ্রতা, এক্সটার্নাল ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড এর উপর কম সংবেদনশীল।
  • রোধ এর তেমন পরিবর্তন হয়না।

Courtesy: Iqbal Mahmood

বিঃদ্রঃ বুঝার সুবিধার্থে লেখক Informal ভাষা ব্যবহার করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here