ফিডার লাইন ও ডিস্ট্রিবিউশন লাইন- দুই জমজ ভাইয়ের কাহিনী

2
3196
ফিডার লাইন

ফিডার লাইন ও ডিস্ট্রিবিউশন লাইন দুই জমজ ভাই। জমজ হলেও তাদের মধ্যে তফাৎ আছে।

সাবস্টেশন থেকে গ্রাহক পর্যন্ত যে আনটেপিং লাইন আছে সেটা ফিডার এবং যেটা ট্যাপিং লাইন সেটা ডিস্ট্রিবিউশন।

ট্রান্সমিশন-ডিস্ট্রিবিউশন লাইন, ফীডার, গ্রিড সিস্টেম সম্বন্ধে পড়ুন

ট্যাপিং ও আনট্যাপিং কি?

আনটেপিং লাইন হল যেগুলা সাবস্টেশন থেকে গ্রাহক পর্যায়ের ট্রান্সফরমার এর প্রাইমারি সাইডে ইনপুট হিসেবে যায়।

আর ট্যাপিং লাইন হল যেটা ট্রান্সফরমার এর সেকেন্ডারি আউটপুট থেকে জাম্পার কানেকশন এর মাধ্যমে আমাদের বাসা – বাড়ির Load এ পৌছায়।

একটা বাস্তব উপমা দিই। ধরেন, কোরবানির ঈদ। আমার আম্মা আমারে রুটি মাংস নিয়ে খালার বাসায় পাঠাইল। এখন আমি নিশ্চয় পথের মাঝখানে লোভে পড়ে সেগুলা খাব না। কারণ এগুলা আমার খালামণির বাসায় নিতে হবে।

একইভাবে, সাবস্টেশন হতে বিদ্যুৎ গ্রাহক পর্যায়ে পৌছানোর কালে যতদূর পর্যন্ত কোন গ্রাহক কনজিউম করে না সেটা ফিডার লাইন। কিন্তু যখন সেটা ট্রান্সফর্মার এর আউটপুট থেকে গ্রাহকের বাড়ি পর্যন্ত পৌছে যায় সেটা ডিস্ট্রিবিউশান লাইন।

মানে আমি রুটি মাংস নিয়ে যে পথ অতিক্রম করে খালার বাসায় গেলাম সেটা ফিডার লাইন। তারপর দরজা খুলে খালার হাত পর্যন্ত বাটি টা পৌছে দিতে যতটুক হাটছি সেটা ডিস্ট্রিবিউশন লাইন।

আশা করি, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা 🙂

ট্রান্সমিশন-ডিস্ট্রিবিউশন লাইন, ফীডার, গ্রিড সিস্টেম সম্বন্ধে পড়ুন

2 COMMENTS

  1. Iqbal mahmud vai is a very good writer . he can make easy difficult topics. and also thaks voltage lab for such a good post

    • Yes, he’s a good writer. Thank you for your comment. Keep supporting us.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here