সাবস্টেশনের বিভিন্ন উপাদান | Component of substation

1
17998
সাবস্টেশন

আমরা জানি যে উৎপাদন কেন্দ্র থেকে ইলেকট্রিক পাওয়ারকে ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন করার জন্য সাবস্টেশন-এ বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করা হয়ে থাকে। এগুলোর কিছু তালিকা নিচে দেয়া হলো।

  • Busbar
  • ACR (Automatic Re-closer)
  • Isolator
  • PT (Potential Transformer)
  • CT (Current Transformer)
  • VCB (Vacuum Circuit Breaker)
  • Transformer
  • Insulator
  • Lightning Arrester
  • PFI (Power Factor Improvement)

ইলেকট্রিক্যাল সাবস্টেশন নিয়ে পড়ুন বিস্তারিত

সাবস্টেশন উপাদান

Busbar

বাসবার নিয়ে পূর্বের লেখাতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। লেখাটি পড়তে নিচের বাসবার লেখাটিতে প্রবেশ করুন।

বাসবার সম্বন্ধে বিস্তারিত পড়ুন

ACR (Automatic Re-Closer)

ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে অটোরিক্লোজার হলো একটি বিশেষ ধরনের সার্কিট ব্রেকার। যখন সিস্টেমে কোন ফল্ট দেখা দেয় তখন এটা পুরো সার্কিটকে ওপেন করে দেয় এবং নির্দিষ্ট সময় পর (সেকেন্ড এর মধ্যে / টাইম সেট করে দেয়া যায়) পুনরায় সার্কিটকে ক্লোজ করে দেয়। যদি সিস্টেমে ফল্ট বার বার করতে থাকে তবে রিক্লোজার সিস্টেমকে বার বার ওপেন এবং অল্পসময় পর ক্লোজ করে দিবে। সাবস্টেশন এ অটোরিক্লোজার থাকবেই।

সিস্টেমে ফল্ট হলে তখন রিক্লোজার কতবার সার্কিটকে ওপেন করবে ও ক্লোজ করবে তা একজন ইঞ্জিনিয়ার সেট করে দিতে পারবে।

সাবস্টেশন

উদাহরণঃ ধরুন সিস্টেমে কোন ফল্ট হয়েছে, এবার রিক্লোজার সার্কিটকে ওপেন করে দিলো এবং কিছু সময় পর আবার ক্লোজ করে দিলো। কিন্তু ব্রেকার বুঝতে পারলো ফল্ট এখনো আছে এবং সে আবার সার্কিটকে ওপেন করে দিলো এবং কিছু সময় পর আবার ক্লোজ করে দিলো। এই কাজটি কতবার হবে তা একজন ইঞ্জিনিয়ার সেট করে দিতে পারেন। যদি ফল্ট না থাকে তাহলে রিক্লোজার সার্কিটকে ওপেন করে দিবে। এক্ষেত্রে যদি শুধু সার্কিট ব্রেকার ব্যবহার করা হতো তাহলে ফল্ট পাওয়ার সাথে সাথে সার্কিট ব্রেকার সার্কিটকে ওপেন করে দিতো কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আবার ক্লোজ করে দিতে পারতো না।

Isolator

আইসোলেটর নিয়ে পূর্বের লেখাতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। লেখাটি পড়তে নিচের আইসোলেটর লেখাটিতে প্রবেশ করুন।

আইসোলেটর সম্বন্ধে বিস্তারিত পড়ুন

PT (Potential Transformer)

পটেনশিয়াল ট্রান্সফরমার সম্বন্ধে পূর্বের লেখাতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। লেখাটি পড়তে নিচের পটেনশিয়াল ট্রান্সফরমার লেখাটিতে প্রবেশ করুন।

পটেনশিয়াল ট্রান্সফরমার সম্বন্ধে বিস্তারিত পড়ুন

CT (Current Transformer)

কারেন্ট ট্রান্সফরমার সম্বন্ধে পূর্বের লেখাতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। লেখাটি পড়তে নিচের কারেন্ট ট্রান্সফরমার লেখাটিতে প্রবেশ করুন।

কারেন্ট ট্রান্সফরমার সম্বন্ধে বিস্তারিত পড়ুন

VCB (Vacuum Circuit Breaker)

ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার হলো এমন একটি সার্কিট ব্রেকার যা শূন্যস্থান এর মধ্যে দিয়ে আগুন নির্বাপনের কাজ করে ব্রেকিং কার্যপদ্ধতি সম্পন্ন করে। এই সার্কিট ব্রেকার মেডিয়াম ভোল্টেজের ক্ষেত্রে অর্থাৎ ১১ থেকে ৩৩ কেভি এর মধ্যে ব্যবহার করা হয়ে থাকে।

সাবস্টেশন

ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার যে কারনে ব্যবহার করা হয়ঃ

  • সহজভাবে বাহির থেকে দেখতে অনেকটা প্যাকেটের মতন, নির্ভরযোগ্য ও অনেক টেকসই হয়।
  • এখানে আগুনের কোন ঝুঁকি নেই।
  • ব্রেকারের অপারেশন হওয়ার আগে বা পরে কোন প্রকার গ্যাস উৎপন্ন হবার চান্স নেই।
  • এটা যেকোন ফল্ট কারেন্টকে ব্রেক করে দিতে পারে।
  • এটার মেইনটেইনেন্সের খুব বেশি প্রয়োজন পরে না।

Transformer

ট্রান্সফরমার সম্বন্ধে পূর্বের লেখাতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। লেখাটি পড়তে নিচের ট্রান্সফরমার লেখাটিতে প্রবেশ করুন।

ট্রান্সফরমার সম্বন্ধে বিস্তারিত পড়ুন

Insulator

ইন্সুলেটর সাধারণত কন্ডাক্টর এবং সাপোর্টের মধ্যবর্তী স্থানে থাকে এবং এদের দুজনকে কানেক্ট করে। ইন্সুলেটরের মধ্য দিয়ে কোন প্রকার কারেন্ট প্রবাহিত হতে পারে না এর ফলে ট্রান্সমিশন লাইন থেকে কারেন্ট পিলারে যেতে পারে না।

Lightning Arrester

লাইটনিং শব্দের অর্থ হচ্ছে বজ্রপাত এবং এরেস্টার শব্দের অর্থ গ্রেফতার করা। অর্থাৎ যদি কখনো ট্রান্সমিশন লাইনের উপর বজ্রপাত হয় তখন অনেক বেশি ভোল্টেজ লাইনের মধ্যে চলে আসার সম্ভাবনা থাকে যার ফলে অনেক ক্ষয় ক্ষতির সম্ভাবনা থাকে। এ কারনে লাইটনিং এরেস্টার ব্যবহার করে অতিরিক্ত ভোল্টেজকে মাটিতে নিয়ে ডিসচার্জ করা হয়।

PFI – Power Factor Improvement

পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট সম্বন্ধে পূর্বের লেখাতে আমরা বিস্তারিত আলোচনা করেছি। পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট লেখাটি পড়তে নিচের লেখাটিতে প্রবেশ করুন।

Read More:

What are the Components of a Substation

পাওয়ার ফ্যাক্টর সম্বন্ধে বিস্তারিত পড়ুন

পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট সম্বন্ধে বিস্তারিত পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here