এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২০ / এসএসসি বোর্ড চ্যালেঞ্জ – সম্প্রতি প্রকাশিত হয়েছে এসএসসি রেজাল্ট। অপ্রত্যাশিত ফলাফলের কারনে বোর্ড চ্যালেঞ্জ করবেন অনেকেই। এ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই পোস্টটিতে।
ফলাফল পুনঃমূল্যায়ন
ফলাফল প্রকাশের পর দেখা যায় অনেকেরই আশানুরূপ ফলাফল হয়নি। এক্ষেত্রে শিক্ষার্থীরা ফলাফল প্রকাশের পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ পায়। প্রক্রিয়াটি ‘বোর্ড চ্যালেঞ্জ’ ,’ফলাফল পুনঃনিরীক্ষণ’, ‘পুনঃমূল্যায়ন’, ‘খাতা চ্যালেঞ্জ’ প্রভৃতি নামে পরিচিত। তবে, বোর্ড চ্যালেঞ্জ ব্যাপারটি নিয়ে অনেকেরই তেমন ধারনা নেই। অনেকেই জানে না যে, বোর্ড চ্যালেঞ্জে খাতাটি পুনরায় দেখা হয় না, বরং খাতার নাম্বার পুনরায় গণনা করা হয়। খাতার কোথাও নাম্বার প্রদানে ভুল আছে কিনা তা দেখা হয়।
এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২০। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ
আবেদনের সময়সীমা
আবেদন সাধারণত রেজাল্টের পর দিন থেকে এক সপ্তাহের মধ্যে করা যায়। এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২০ এর সময়সীমা যথাসময়ে এখানে আপডেট করা হবে।
এসএসসি পুনঃমূল্যায়ন আবেদন প্রক্রিয়া
বোর্ড চ্যালেঞ্জ করতে ইচ্ছুক হলেও অনেকেরই হয়ত কিভাবে করতে হয় তা জানা নেই। বোর্ড চ্যালেঞ্জের প্রক্রিয়াটি খুব সহজ এবং ঘরে বসে মোবাইল ফোনে সম্ভব। এর জন্য দরকার হবে-
- টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। টেলিটক নাম্বারটি ব্যক্তিগত না হলেও সমস্যা নেই। প্রয়োজনে অন্য কারোর মোবাইল থেকে অথবা ফোন ফ্যাক্সের দোকান থেকেও করা যাবে।
- বাংলাদেশের যে কোন অপারেটরের একটি ব্যক্তিগত নাম্বার। নাম্বারটি যেন সবসময় সচল থাকে।
- টেলিটক নাম্বারটিতে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকতে হবে। প্রতিটি বিষয়ের খাতা চ্যালেঞ্জের জন্য ফি বাবদ ব্যালেন্স থেকে কেটে নেয়া হবে ১২৫ টাকা। এক্ষেত্রে যেসকল বিষয়ে দুইটি পত্র আছে যেমন- ইংরেজি এবং বাংলা, এদের প্রতিটির বিষয় কোডের বিপরীতে দুইটি বিষয়ের অবেদন হিসেবে গণ্য করা হবে এবং ফি দিতে হবে ২৫০ টাকা।
আবেদন করবেন যেভাবে
মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন এভাবে-
RSC< space >First three letters of exam board< space >Roll number< space >Subject code
এরপর পাঠাতে হবে 16222 নাম্বারে।
যদি কুমিল্লা বোর্ডের কোন শিক্ষার্থীর রোল হয় ১২৩৪ এবং সে ইংরেজির জন্য আবেদন করতে চায়, তবে ম্যাসেজটি দাঁড়াবে এরকম-
RSC COM 1234 107 and send to 16222
একাধিক বিষয়ে আবেদন করার ক্ষেত্রে –
- একটি SMS এ একাধিক বিষয়ে আবেদন করা যায়।
- তখন একাধিক বিষয়ের কোড কমা ব্যবহার করে লিখতে হবে। যেমন-
ইংরেজি ও বাংলায় আবেদনের জন্য লিখতে হবে এভাবে-
RSC COM 1234 107,101
নির্ভুল ভাবে SMS পাঠাতে সক্ষম হলে ফিরতি কত টাকা কেটে নেয়া হবে জানিয়ে পিন নাম্বার সহ একটি SMS আসবে। আপনি প্রক্রিয়াটি সম্পন্ন করতে চান তা নিশ্চিত হলে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন-
RSC< space >YES< space >Pin Number< space >Contact Number
উদাহরণ- আপনার পিন ০১২৩ এবং আপনার সাথে যোগাযোগের নাম্বারটি ০১XXXXXXXXX হলে, SMS টি দাঁড়াবে এরকম-
RSC YES 0123 01XXXXXXXXX
এরপর পাঠিয়ে দিন 16222 নাম্বারে।
উপরের ধাপগুলো যদি সফল ভাবে সম্পন্ন হয় তবে টেলিটক নাম্বারটিতে একটি কনফার্মেশন ম্যাসেজ আসবে।
এছাড়া এসএসসি বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে যেকোন ধারণের তথ্য পেতে কল করুন টেলিটক হেল্পলাইন ১২১ নাম্বারে।
বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২০ কবে দিবে
বোর্ড চ্যালেঞ্জের ফলাফল সাধারণত রেজাল্ট প্রকাশের দিন থেকে এক মাসের মধ্যে দিয়ে দেয়া হয়।
এস এস সি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল জানবেন যেভাবে
বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল প্রকাশিত হলে আবেদনের সময় উল্লেখিত যোগাযোগের নাম্বারটিতেই খাতা চ্যালেঞ্জের ফলাফল পাঠিয়ে দেয়া হয়। কিন্তু কোন কারণে আপনার কাছে তা না আসলে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফলটি জেনে নিতে পারেন। তবে এই ঝামেলা যাতে আপনাদের না পোহাতে হয় তাই আপনাদের সুবিধার জন্য প্রত্যেক বোর্ডের ফলাফল পুনঃমূল্যায়নের ফলাফল নিচের লিঙ্কে দেয়া হল-
ঢাকা বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২০ পুনঃমূল্যায়নের ফলাফল
চট্টগ্রাম বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২০ পুনঃমূল্যায়নের ফলাফল
কুমিল্লা বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২০ পুনঃমূল্যায়নের ফলাফল
বরিশাল বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২০ পুনঃমূল্যায়নের ফলাফল
সিলেট বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২০ পুনঃমূল্যায়নের ফলাফল
যশোর বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২০ পুনঃমূল্যায়নের ফলাফল
রাজশাহী বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২০ পুনঃমূল্যায়নের ফলাফল
দিনাজপুর বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২০ পুনঃমূল্যায়নের ফলাফল
ময়মনসিংহ বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২০ পুনঃমূল্যায়নের ফলাফল
মাদরাসা বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২০ পুনঃমূল্যায়নের ফলাফল
কারিগরি বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২০ পুনঃমূল্যায়নের ফলাফল
ট্যাগসমূহঃ এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ ২০২০, এসএসসি বোর্ড চ্যালেঞ্জ, এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২০,বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২০ কবে দিবে, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে, বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২০, বোর্ড চ্যালেঞ্জ এর ফলাফল, পুনঃনিরীক্ষণের ফলাফল ২০২০, এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ, এস এস সি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল, এস এস সি ফলাফল পুনঃনিরীক্ষণ পদ্ধতি, এস এস সি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ