কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, ওয়াট, এনার্জি সহজ ভাষায় আলোচনা

33
100646

ইলেকট্রিক্যাল বিষয়ে পড়াশুনা করতে প্রথমে যে টপিক গুলো আসে তাদের মধ্যে কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার ইত্যাদি দেখা যায়। এইগুলো সম্পর্কে সবারই জানার আগ্রহ অনেক বেশি। এই লেখাতে আমরা এই সাধারণ বিষয় নিয়ে আলোচনা করবো।

  1. কারেন্ট কাকে বলে ও কত প্রকার?
  2. এম্পিয়ার কি ও কিভাবে এম্পিয়ার মাপে?
  3. ভোল্টেজ কাকে বলে?
  4. ভোল্টেজ কিভাবে মাপা হয়ে থাকে?
  5. পাওয়ার কাকে বলে?
  6. ওয়াট কাকে বলে?
  7. ওয়াট কিভাবে মাপে?
  8. এনার্জি বা শক্তি কাকে বলে?

কারেন্ট কাকে বলে ও কারেন্ট কত প্রকার?

সহজ ভাষায় ইলেকট্রিক চার্জের প্রবাহকেই কারেন্ট বলে অর্থাৎ কন্ডাক্টর বা পরিবাহী মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহই কারেন্ট।

কারেন্ট কে চিহ্নিত করা হয় I দ্বারা এবং এর একক কুলম্ব/সেকেন্ড বা এম্পিয়ার (Ampere) A

প্রকারভেদ

কারেন্ট কে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়ঃ

  1. অল্টারনেটিং কারেন্ট বা এসি (Alternating current)
  2. ডাইরেক্ট কারেন্ট বা ডিসি (Direct Current)

অল্টারনেটিং কারেন্টঃ  সময়ের সাথে যে কারেন্টের মান পরিবর্তিত হয় তাকে সাধারণত অল্টারনেটিং কারেন্ট বলে।

ডাইরেক্ট কারেন্টঃ  ডিসি বা ডাইরেক্ট কারেন্ট যার মান সময়ের সাথে পরিবর্তিত হয় না।

নিচে অলটারনেটিং ও ডাইরেক্ট কারেন্টের চিত্র দেখানো হয়েছে।

কারেন্ট

এম্পিয়ার কি ও এম্পিয়ার কিভাবে মাপে?

এম্পিয়ারঃ কোন পরিবাহীর মধ্য দিয়ে এক কুলম্ব চার্জ এক সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে ঐ পরিমান চার্জকে ১ এম্পিয়ার বলে।

কারেন্ট পরিমাপ করা হয় এম্পিয়ার দ্বারা।

এম্পিয়ার কিভাবে পরিমাপ করা হয়ঃ এম্পিয়ার সাধারণত মাপা হয় এমিটার (এম্পিয়ার মিটার) দিয়ে। কারেন্ট মাপা হয় সাধারণত লোডের সাথে সিরিজে। নিচে চিত্র দেখানো হয়েছে। চিত্রের ন্যায় সংযোগ করে লোডের কারেন্ট পরিমান করা যায়।

কারেন্ট

ভোল্টেজ কাকে বলে?

ভোল্টেজ হল এক ধরনের বৈদ্যুতিক চাপ। পরিবাহীর অভ্যন্তরীণ থাকা ইলেকট্রন (ঋণাত্মক কনিকা) সমূহকে স্থানচ্যুত করতে যে ফোর্স বা চাপের প্রয়োজন হয় তাকে ভোল্টেজ বলে।

ভোল্টেজের প্রতীক হলো এবং এর একক হলো ভোল্ট (Volt)

ভোল্টেজ পরিমাপ করে কিভাবে?

ভোল্টেজ পরিমাপ করা হয় ভোল্টমিটার দিয়ে। ভোল্টমিটারের দুটি প্রোবকে বৈদ্যুতিক সোর্সের সাথে প্যারালালে সংযুক্ত করে ভোল্টেজ পরিমাপ করা হয়। নিচে চিত্রের ন্যায় সংযোগ করে ভোল্টেজ পরিমাপ করা যাবে।

কারেন্ট

পাওয়ার কাকে বলে?

একটি সার্কিটের মধ্যে দিয়ে যে হারে ইলেকট্রন প্রবাহিত হয়ে কাজ সম্পন্ন করে তাকে ইলেকট্রিক পাওয়ার বলে। একে সাধারণত P দ্বারা প্রকাশ করা হয়।

এর একক  work/time = কাজের একক জুল এবং সময়ের একক সেকেন্ড  অর্থাৎ জুল/সেকেন্ড  এর SI একক  ওয়াট (watt)। ইলেকট্রিক পাওয়ার পরিমাপ করা হয় ওয়াটে।

P=work done per unit time

P=V * Q / t

P = V * I * t / t   (Q=I*t)

P= V * I

এখানে Q = ইলেকট্রিক চার্জ কুলম্বে

t = সময় সেকেন্ডে

I = কারেন্টের এম্পিয়ারে

V = পটেনশিয়াল ভোল্টেজ ভোল্টে

ওয়াট কাকে বলে?

আমরা জেনেছি যে ক্ষমতার SI একক ইউনিট। যেকোন যন্ত্রের চলার জন্য শক্তির প্রয়োজন হয়। কোন লোড নির্দিষ্ট সময়ে যতটুকু শক্তি খরচ করে কোন কাজ সম্পন্ন করে সেই হিসাবকেই ওয়াট বলে।

এভাবে ও বলা যায়, যে ক্ষমতায় প্রতি সেকেন্ডে এক জুল পরিমান কাজ সম্পন্ন হয় তাকে ওয়াট বলে।

ওয়াট কিভাবে মাপা হয়?

ওয়াট পরিমাপ করার জন্য সাধারণত ওয়াট মিটার ব্যবহার করা হয়ে থাকে। তবে নিচের সূত্রের সাহায্যেও ওয়াট বের করা যায় যায়।

যেমনঃ

  • P = V * I * Cosθ
  • P = I* R * Cosθ
  • P = (V* Cosθ)/R

P = Power, এর একক ওয়াট

I = Current, এর একক হলো এম্পিয়ার

V =  Voltage, এর একক হলো ভোল্ট

R = Resistance যার একক হলো ওহম

Cosθ = Power factor যা ফেজ এঙ্গেলের মান

এনার্জি বা শক্তি কাকে বলে?

বৈদ্যুতিক ক্ষমতা বা পাওয়ার একটি সার্কিটে যতক্ষন কাজ করে, পাওয়ারের সাথে উক্ত সময়ের গুনফলকে বৈদ্যুতিক শক্তি বা এনার্জি বলে। এনার্জি একক সাধারণত  watt-hour বা Kilowatt-hour

অর্থাৎ এনার্জি, W = P * T

P = Power

T = Time

এনার্জি মিটারের সাহায্যে সাধারণত এনার্জি পরিমাপ করা যায়।

এই লেখাটি পিডিএফ ডাউনলোড করুনঃ কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, ওয়াট, এনার্জি সহজ ভাষায় আলোচনা.pdf

33 COMMENTS

    • ধন্যবাদ আবু সালেহ ভাই।

  1. চিত্রের কথা উল্লেখ আছে,কিন্তু চিত্র তো নাই!!

    • কোন অংশে চিত্র নাই একটু স্পেসিফিক করে বলবেন আপু? আমাদের দেখামতে সব জায়গাই তো চিত্র দেওয়া হয়েছে।

  2. আকাশ মির্জা

    ভাই,
    যদি সম্ভব হয় এবং এই ব্লগের কোন আপত্তি না থাকে তবে আলচনা/প্রশ্নত্তোর/বিস্তারিত বিষয়াদি গুলো পিডিএফ আকারে ফাইল বানিয়ে দিলে খুব বেশি উপকৃত হবে।

    • জি ভাই, ইতিমধ্যে আপনাদের অনুরোধের কারনে আমরা প্রতিটা লেখা পিডিএফ করে দেওয়ার চেষ্টা করছি। একটু সময় লাগবে ভাইয়া। সাথেই থাকুন।

  3. অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন ভাই, ধন্যবাদ । অ্যামিটার, ভোল্টমিটার ও ওয়াটমিটার কিভাবে কাজ করে এইটার উপর লিখলে উপকৃত হতাম ।।

    • সাথেই থাকুন ভাই, চেষ্টা করবো ধীরে ধীরে কাভার করতে।

  4. সাহেব

    ধান্যবাদ
    বাট , কিছু প্রয়োজনীয় লিখা নোট করতে চাই
    কিন্তু কপি করা যাচ্ছে না
    ভাইভা আছে কিন্তু তখন আমার নেট নাই
    কপি করতে পারলে একটু উপকার হত
    একটু এ বিষয় বিবেচনা করবেন আশাকরি ৷

    • ভাইয়া, ধীরে ধীরে আমরা পিডিএফ করে দিব। আচ্ছা, যেহেতু আপনার আর্জেন্ট, আমি এখুনি পিডিএফ করে দিচ্ছি। সাথেই থাকুন ভাইয়া।

  5. Md khalid saifullah

    ভালো লাগলো ভাই…..

    • সাথেই থাকুন ভাইয়া।

  6. I say just u r so much helpful

    • 🙂 ধন্যবাদ ভাই

  7. Comment:ভাইয়া অাপনার পোস্ট গুলো দারা অনেক উপকিত্ব হলাম…অাল্লাহ্ অাপনার মঙ্গল করুন

    • ধন্যবাদ ভাই। ভোল্টেজ ল্যাবের সকল সদস্যদের জন্য দোয়া করবেন যাতে এভাবে করেই তার মূল্যবান তথ্য শেয়ার করতে পারেন।

  8. মাঝেমাঝে কিছু টার্মে ইংরেজি ব্যবহার করলে অারো ভালো হয়।

  9. খুব ভাল। মাঝেমাঝে কিছু টার্মে ইংরেজি ব্যবহার করলে অারো ভালো হয়।

    • আমরা যথাসাধ্য চেষ্টা করব।

  10. Donnobad onek kichu janlam aro onek janar ache apnader system ta valo laglo

  11. অনেক অনেক ভালো লাগসে

  12. Comment: Electric phase niye akta lecture hole khubi upokrito hoto sobai

  13. অনেক উপকার হচ্ছে

  14. Alamhir Hossain

    অনেক অনেক ধন্যবাদ,অনেককিছু শিখলাম

  15. Nuhan rahman tusher

    Comment: thanks vi

  16. R T Nurul Anwar (Egghead)

    thank you so much

  17. Just wow, tnx man. Apnara ki site a blpg likhan mani kuno app or facebook page asa..?

    • amader facebook page, group and apps ache..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here