ভোল্টেজ ল্যাবে চলছে অটোমেশন মৌসুম। ইতোমধ্যেই অটোমেশনের বেসিক আলোচনা এবং রিলে নিয়ে চারটি আর্টিকেল শেয়ার করা হয়েছে। আশা করি আর্টিকেলগুলো অনেক উপভোগ্য ছিল আপনাদের কাছে। রিলে নিয়ে আলোচনা শেষে এখন চলে এলাম রিলের বড়ভাই ম্যাগনেটিক কন্টাক্টর নিয়ে আলোচনা জমাতে।
রিলে আর ম্যাগনেটিক কন্টাক্টরের মধ্যে তেমন একটা ফারাক নেই। সেই জন্যই ভাই হিসেবে আখ্যা দেয়া হল। রিলের গত পর্ব দুটো যারা ভালভাবে বুঝতে পেরেছেন তাদের কাছে আজকের পর্বটি খুবই সহজবোধ্য মনে হবে। কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় আসা যাক।
ম্যাগনেটিক কন্টাক্টর কি?
ইতোমধ্যেই বলা হয়েছে রিলে এবং ম্যাগনেটিক কন্টাক্টরের তেমন ভেদাভেদ নেই। রিলের মত ম্যাগনেটিক কন্টাক্টরও এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক সুইচ যা বিভিন্ন প্রকার লোডকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে।
এখন প্রশ্ন আসতে পারে, যদি রিলে এবং ম্যাগনেটিক কন্টাক্টরের কাজ একই হয় তাহলে যেকোন একটি ব্যবহার করলেই ত হতো। কিন্তু অটোমেশন ফিল্ডে কেন দুটোই ব্যবহার করা হয়ে থাকে?
রিলের পরিবর্তে ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করার কারণ
- প্রশ্নটি খুবই যুক্তিসঙ্গত। ম্যাগনেটিক কন্টাক্টর আর রিলের কাজ অনেকটা একই হলেও দুইটা কিন্তু সমান ভোল্টেজে ব্যবহার করা যাবেনা।
- কারন, ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করা হয় হাই পাওয়ার ভোল্টেজে আর রিলে ব্যবহার করা হয় লো পাওয়ার ভোল্টেজে ।
- ম্যাগনেটিক কন্টাক্টর সাধারানত বড় বড় ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহার করা হয়ে থাকে। সেটাই খুব স্বাভাবিক। কারণ ফ্যামিলিতে বড় ছেলেদেরকেই বড় ও দায়িত্বপূর্ণ কাজ সামলাতে হয়।
ইন্ড্রাস্ট্রিতে ম্যাগনেটিক কন্টাক্টর মূলত কি কাজ করে?
- ইন্ড্রাস্ট্রিতে ম্যাগনেটিক কন্টাক্টরের ব্যবহার অনেক, তার মাঝে কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করা হলঃ
- মোটরে সাপ্লাই দেয়ার জন্য তিন ফেজ প্রয়োজন হয়, আর মোটরকে কোন দূর্ঘটনার হাত থেকে সুরক্ষা রাখার জন্য ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করা হয়ে থাকে। ম্যাগনেটিক কন্টাক্টরের মাধ্যমে যেকোনো হাই পাওয়ারের মোটর অথবা অন্য কোন লোড ছোট্ট একটা পুশ সুইচ দিয়ে কন্ট্রোল করা যায়।
- মোটরের স্টার ডেল্টা সার্কিট কন্ট্রোলিং এর কথা ত সবাই জানি। সেই স্টার-ডেল্টা এবং ডাইরেক্ট অন লাইন কনফিগারেশনে দুই / তিনটি ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করা হয়।
- মোটর রিভার্স-ফরোয়ার্ড কন্ট্রোলিং করার জন্য দুইটি / তিনটি ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করা হয়।
- ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করে সহজেই লোডকে কন্ট্রোল করা যায়। কোন অবস্থায় লোডে কারেন্ট সরবরাহ প্রয়োজনের থেকে বেশি প্রবাহিত হলে এটি স্বয়ংক্রিয়ভাবেই লোডে কারেন্ট সরবরাহ বন্ধ করে দেয়।
- যেসব জায়গায় বেশি লোড ব্যবহার করা প্রয়োজন ওইসব জায়গায় দুর্ঘটনা এড়াতে ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করা হয়ে থাকে।
- তাছাড়াও ইন্ড্রাস্টির এইচ টি, এল টি সুইচগিয়ার, ডিস্ট্রিবিউশন বোর্ড, পি এফ আই প্যানেলে ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করা হয়ে থাকে।
ম্যাগনেটিক কন্টাক্টরের পাওয়ার সাপ্লাই রেঞ্জ
ম্যাগনেটিক কন্টাক্টর বিভিন্ন পাওয়ার সাপ্লাই রেঞ্জের হয়ে থাকে। যেমনঃ 24VDC, 24VAC, 110VAC, 240VAC, 415VAC।
আরো কিছু পোস্ট