ক্যাবলের কারেন্ট ক্যাপাসিটি নির্ণয়ের পদ্ধতি

ক্যাবল মহাশয় বিদ্যুৎ জগতে এক অন্যতম সহযোগী। আমরা জানি, বৈদ্যুতিক বর্তনী হল বিদ্যুৎ চলাচলের পথ। আর এই আবদ্ধ পথ তৈরি করতে ক্যাবল অথবা ওয়্যারের বিকল্প নেই। তাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এই ক্যাবল খুব সেন্সেটিভ ইস্যু। লোডের জন্য খুব সতর্কভাবে ক্যাবল সিলেকশন করতে হয়। আর ইতোমধ্যেই আমরা ক্যাবল সিলেকশন নিয়ে ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। যারা যারা ব্লগটি মিস করেছেন তারা LT সাইড বা লো-ভোল্টেজ লাইনের ক্যাবল সিলেকশন সহজ পদ্ধতি | ক্যাবল সাইজ নির্ণয় এই লিংকে গিয়ে পড়ে নিতে পারেন। আজকে একটু ব্যতিক্রমধর্মী আর্টিকেল লিখব। মনে করুন, আপনাকে একটি ক্যাবল দেয়া হল। তারপর জিজ্ঞাসা করা হল ক্যাবলটির কারেন্ট ক্যাপাসিটি কত? আপনি কিভাবে বুঝবেন যে ক্যাবলটির কারেন্ট সহনক্ষমতা কত আজ সে নিয়েই আড্ডা হবে। চলুন শুরু করা যাক।

কিভাবে ক্যাবলের কারেন্ট ক্যাপাসিটি হিসেব করব?

আপনাকে একটি ক্যাবল দিলেই হুট করে আপনি তার ক্যাপাসিটি হিসেব করতে পারবেন না। কিন্তু তথ্য ত থাকা লাগবেই। এর মধ্যে উল্লেখযোগ্য ডাটা হল ক্যাবল এরিয়া বা তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ধরি, বিভিন্ন বর্গমিলিমিটারের জন্য ক্যাবলের জন্য আমরা কারেন্ট ক্যাপাসিটি হিসেব করব।

ক্যাবল সাইজ ১৬ বর্গমিলিমিটারের নিচে হলেঃ

এক্ষেত্রে,

ক্যাবলের কারেন্ট ক্যাপাসিটি = 4.5 x Cable Size

এই ফর্মূলায় ক্ষেত্রফলের মানগুলো বসিয়ে পাই,

কারেন্ট ক্যাপাসিটি = 4.5 x 2.5 = 11.25 A

কারেন্ট ক্যাপাসিটি = 4.5 x 4 = 18A

আবার যদি ক্ষেত্রফল ১৬-৩৫ বর্গমিলিমিটারের মধ্যে হয়ঃ

এক্ষেত্রে কারেন্ট ক্যাপাসিটির হিসেব হবে = ৩.৫ x ক্যাবল সাইজ

ধরলাম, ক্যাবল সাইজ ২০ বর্গমিলিমিটার। তাহলে কারেন্ট ক্যাপাসিটি দাঁড়ায়,

কারেন্ট ক্যাপাসিটি = 3.5 x 20 = 70amps

যদি ক্ষেত্রফল ৩৫-৫০ বর্গমিলিমিটার হয় তাহলে,

কারেন্ট ক্যাপাসিটি = 2.5 x 40 = 100 amps

এখন যদি ক্ষেত্রফল 100 বর্গমিলিমিটারের বেশি হয়ঃ

কারেন্ট ক্যাপাসিটি = 1.5 x 110 = 165 amps

এভাবে ক্ষেত্রফলের সাহায্যে আমরা সহজেই কারেন্ট ক্যাপাসিটি হিসেব করতে পারি। অনেকেই প্রশ্ন করতে পারেন যে, ক্ষেত্রফলের সাথে যে সংখ্যা দিয়ে গুণ করা হল সেটি কি?

এটি হল ক্যারেন্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। এরিয়া ভেদে এটি বিভিন্ন হয়ে থাকে।

আজকের ক্যাবল ক্যাপাসিটি সিলেকশনের ব্লগটি আশা করি আপনাদের ভালই লেগেছে। অনেকেই ক্যাবল ক্যাপাসিটি নির্ধারণ নিয়ে জানতে চেয়েছেন। তাই আজকে এই ব্লগটি লিখা। আগামীতে ইলেকট্রিক্যালের আরো মজার মজার বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ।

আরো কিছু মজার আর্টিকেল

ক্যাবল সাইজ এবং কোডিং নিয়ে সংক্ষিপ্ত আলোচনা

আর্থিং ক্যাবল সিলেকশনের ফর্মূলা এবং প্রক্রিয়া

সাবমেরিন পাওয়ার ক্যাবলের সাহায্যে কিভাবে দ্বীপাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালিত হয়?