ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রীদের মাথায় সর্বদাই এই দুই মহাশয় ঘুরপাক খায়। একজন হল এসি আর অন্যজন হল ডিসি। এসি-ডিসি নিয়ে অনেক প্রশ্নই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের মনে উকি মারে। তার মধ্যে একটি প্রশ্ন হল কোন পরিবাহীতে কোনটি অধিক তাপ উৎপন্ন করবে?
কোনটি অধিক পরিমাণে তাপ উৎপন্ন করবে?
এই প্রশ্নের উত্তর পেতে হলে আপনাদের সর্বপ্রথম আর এম এস ভ্যালু সম্পর্কে অবগত হওয়াটা জরুরি। কিছুদিন আগেই এক সিনিয়র ইঞ্জিনিয়ারের সাথে চায়ের আড্ডায় চা খেতে খেতে আর এম এস ভ্যালু নিয়ে বেশ আড্ডা হয়েছিল। আমি তখন একটি সুন্দর উদাহরণ দিয়েছিলাম।
আর এম এস ভ্যালু
মনে করুন, আপনি একটি কোম্পানিতে জব করেন। আপনি সেখানে ভালই পারফর্ম করছেন। এখন কোন কারণে আপনি বিদেশ চলে যাচ্ছেন আরো ভাল জব করার জন্য। তখন আপনার জায়গায় আপনার এক বন্ধুকে রেফার করলেন যে আপনার মতই যোগ্যতাসম্পন্ন। এক্ষেত্রে আপনি আপনার বন্ধুর সাপেক্ষে আর এম এস ভ্যালু। এবার বাস্তব উদাহরণ রেখে যদি বই এর ভাষায় বলতে যাই, আর এম এস ভ্যালু হচ্ছে সেই এসি ভোল্টেজ যেখানে সমমানের ডিসি ভোল্টেজ সোর্স প্রয়োগ করা হলে একই পরিমাণ তাপ (I2Rt) উৎপন্ন করবে। এবার আপনারাই ভাবুন কে বেশি তাপ তৈরি করবে? যদি আর এম এস ভ্যালু বিবেচনা করা হয় অর্থাৎ সমপরিমাণ এসি এবং ডিসি ভোল্টেজ উভয়ই একই সিস্টেমে সমান তাপ উৎপন্ন করতে সক্ষম। তবে সিস্টেমে যদি ভিন্নতা হয় তাহলে সমপরিমাণ তাপ উৎপন্ন হবেনা। এবার হয়ত একটু কনফিউজড হলেন। কনফিউশন হবার কোন কারণ নেই। চলুন বুঝিয়ে বলা যাক।
ধরুন, আপনি একটি নির্দিষ্ট পরিমাণ এসি ভোল্ট একটি এসি বাল্বের উপর প্রয়োগ করলেন। অন্যদিকে একই পরিমাণ ডিসি ভোল্ট একটি ডিসি বাল্বে প্রয়োগ করলেন। এক্ষেত্রে কিন্তু সমপরিমাণ তাপ উৎপন্ন হবেনা। কারণ এক্ষেত্রে ভোল্টেজের পরিমাণ এক হলেও সিস্টেমের কনফিগারেশন ভিন্ন। কারণ এসি বাল্বে রেজিস্ট্যান্স ছাড়াও ইন্ডাক্টিভ এবং ক্যাপাসিটিভ রিয়েক্ট্যান্স বিদ্যমান। আর অন্যদিকে ডিসি বাল্বে শুধু রেজিস্টিভ ন্যাচার বিদ্যমান। তাই এসি বাতিতে অধিক পরিমাণ তাপ উৎপন্ন হবে। হ্যা, যদি আপনি এসি বাতিতেই সমপরিমাণ এসি এবং ডিসি প্রয়োগ করতেন তাহলে সমপরিমাণ তাপ উৎপন্ন হত। আশা করি ব্যাপারটি ক্লিয়ার হয়েছে সবার কাছে।
আগামীতে আরো ভাল এবং মজাদার আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
আরো কিছু আর্টিকেল
বৈদ্যুতিক বাতিতে ২২০ ভোল্ট এসির পরিবর্তে ২২০ ভোল্ট ডিসি দিলে কি ঘটবে?