নেইমপ্লেট দেখা ছাড়াই মোটরের কিলোওয়াট নির্ণয়

2
3411

ধরুন, আপনি কোন ইন্ড্রাস্ট্রিতে নতুন জব পেলেন। জয়েনিং এর দিন আপনার সিনিয়র আপনার ব্যাসিক টেস্ট করার জন্য আপনাকে মোটরের সামনে নিয়ে গেল। তারপর আপনাকে আস্ক করল, নেইমপ্লেট দেখা ছাড়াই মোটরের কিলোওয়াট কিভাবে নির্ধারণ করবেন? চাকরির প্রথম দিনে এত বড় গুগলি সামলাতে হবে সেটা হয়ত আপনার কল্পনার বাইরে ছিল। আপনি বেশ চিন্তায় পড়ে গেলেন। চিন্তার কিছুই নেই। এই গুগলি মোকাবেলা করার ট্রিক আপনাদের সাথে আজ শেয়ার করব। চলুন শুরু করা যাক।

মোটরের রিয়েল পাওয়ার

আসলে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কিলোওয়াটের সংজ্ঞায়। কিলোওয়াটের ডেফিনেশনটা ভালভাবে অনুধাবন করতে পারলে আপনি নেইমপ্লেট দেখা ছাড়াই মোটরের কিলোওয়াট হিসেব করতে পারবেন। কিলোওয়াট মূলত রিয়েল পাওয়ারের একক। আর রিয়েল পাওয়ারকে P দিয়ে প্রকাশ করা হয়। আর P এর সমীকরণ থেকে আমরা জানি,

P = V X I X Cosθ

এখানে, V হচ্ছে মোটরের ফুল লোড ভোল্টেজ।

I হচ্ছে ফুল লোড কারেন্ট।

Cosθ হচ্ছে পাওয়ার ফ্যাক্টর।

এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আমি এই ডাটাগুলো কিভাবে পাব? এই ডাটাগুলো আপনি খুব সহজেই পেতে পারেন।

ভোল্টেজ পরিমাপ

আপনার মোটর যদি সিংগেল ফেজ মোটর হয় তাহলে তার ভোল্টেজ রেটিং হবে ২২০/২৩০ ভোল্ট। আর আপনার মোটরটি যদি থ্রি ফেজ মোটর হয় তাহলে ভোল্টেজ রেটিং হবে ৩৮০-৪০০ ভোল্ট। এরপরেও আপনি টার্মিনাল বক্স থেকে ফেজ টু ফেজ (L1-L2 বা L2-L3 বা L1-L3) ভোল্টমিটার কানেকশন করে একচুয়াল ভোল্টেজ পরিমাপ করে নিতে পারেন।

কারেন্ট পরিমাপ

আপনি মোটরের যেকোন একটি ফেজে ক্লিপ অন মিটার ধরলেই মোটরের এম্পিয়ার রেটিং পেয়ে যাবেন। আর পাওয়ার ফ্যাক্টরের মান 0.85 ধরাই যথেষ্ট। অতঃপর প্রাপ্ত মানগুলোকে উক্ত সূত্রে বসালেই মোটরের কিলোওয়াট রেটিং পাওয়া যাবে। তাহলে চলুন একটি ডেমো হিসেব করে দেখা যাক।

মোটরের নেইমপ্লেট ছাড়া কিলোওয়াটের হিসেব

ভোল্টমিটার দিয়ে পরিমাপকৃত ফেজ টু ফেজ ভোল্টেজ V = 380 volt

ক্লিপ অন মিটার দিয়ে পরিমাপকৃত কারেন্ট I = 15 amps

পাওয়ার ফ্যাক্টর Cosθ = 0.85

প্রাপ্ত মানগুলো থেকে এবার আমরা মোটরের কিলোওয়াট নির্ণয় করব।

P = √3 X V X I X Cosθ = √3 X 380 X 15 X 0.85 = 8391 watt = 8.39 kW

এখন, মোটর যেহেতু ঘূর্ণনশীল ডিভাইস সেহেতু এখানে বিভিন্ন প্রকার লস বিদ্যমান। সেই হিসেবে আমরা মোটরটির পাওয়ার ৫ কিলোওয়াট ধরতে পারি।

আজকের আর্টিকেলটি আশা করি আপনারা উপভোগ করেছেন। আগামীতে আরো মজাদার আর্টিকেল উপহার দিব ইনশাল্লাহ।

আরো কিছু আর্টিকেল

মোটর নষ্ট বা ঠিক আছে কিনা বোঝার কৌশল | মোটরের সুস্থতা যাচাই

একটি জেনারেটর কখন মোটর হিসেবে কাজ করবে? | জেনারেটরের রহস্য

মেশিনের H.P এবং B.H.P এর মধ্যে পার্থক্য কি?

2 COMMENTS

  1. AbdurRahmanMolla

    Digital Energy meter er rating nea akta lekhele valo hoto.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here