খালি চোখে সিটি/পিটি সনাক্ত করার উপায়

পাওয়ার লাইনে বা সাবস্টেশনে খালি চোখে CT/PT সনাক্ত করার উপায় কি? চলুন গল্পের ছলে জেনে নেয়া যাক।

রায়হান ইলেকট্রিক্যাল টেকনোলজিতে একটি বেসরকারি পলিটেকনিক কলেজে অধ্যয়ন করছে। সাবস্টেশন এবং সুইচগিয়ার ইকুইপমেন্ট নিয়ে তার খুবই আগ্রহ। এই কোর্সটির কোন ক্লাসই মিস যায়নি তার। তাদের কলেজ থেকে একটি সরকারি বৈদ্যুতিক সাবস্টেশনে ট্যুরের আয়োজন করা হল। সেখানে গিয়ে সে সাবস্টেশনে সিটি/পিটি খুঁজতে আরম্ভ করল। কিন্তু সে ঘুলিয়ে ফেলছিল। অতঃপর সাবস্টেশন ইনচার্জ তাকে সিটি এবং পিটির চেনার খুব সহজ উপায় বুঝিয়ে দিল। শুধুমাত্র রায়হানই নয়, আমাদের মধ্যে অনেকেই সিটি পিটি দেখে কনফিউজড হয়ে যাই। তাই আজকে তাদেরকে পৃথক করার সহজ উপায় আপনাদের সাথে আলোচনা করব। চলুন শুরু করা যাক।

সিটি/পিটি পৃথক করার উপায়ঃ

সিটি/পিটি কি?

সিটি এর পূর্ণরুপ হল কারেন্ট ট্রান্সফরমার। সাধারণত সাবস্টেশনের উচ্চমানের কারেন্ট পরিমাপ করার জন্য কারেন্ট ট্রান্সফরমার ব্যবহার করা হয়। আর উচ্চমানের ভোল্টেজ পরিমাপের জন্য পটেনশিয়াল ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এজন্য এদেরকে Instrument Transformer ও বলে। এদের মধ্যে কিছু পার্থক্য নিম্নরুপঃ

আকৃতিগত পার্থক্যঃ

কারেন্ট ট্রান্সফরমারের আকৃতি সিলিন্ডার বা বেলনের মত এবং লম্বা। অন্যদিকে পটেনশিয়াল ট্রান্সফরমারের আকৃতি আয়তাকার এবং খাটো।

কারেন্ট ট্রান্সফরমার
কারেন্ট ট্রান্সফরমার
পটেনশিয়াল ট্রান্সফরমার
পটেনশিয়াল ট্রান্সফরমার

ওয়্যারিংঃ

কারেন্ট ট্রান্সফরমারের উভয়পাশেই ওয়্যার সংযুক্ত থাকবে। পক্ষান্তরে পটেনশিয়াল ট্রান্সফরমারের একপাশে একটি ওয়্যার সংযুক্ত থাকে।

কারেন্ট ট্রান্সফরমার ওয়্যারিং
কারেন্ট ট্রান্সফরমার ওয়্যারিং
পিটি ওয়ারিং
পিটি ওয়্যারিং

সংযোগ পদ্ধতি:

কারেন্ট ট্রান্সফরমার পাওয়ার লাইনের সাথে সিরিজে এবং পটেনশিয়াল ট্রান্সফরমার প্যারালালে সংযুক্ত থাকে।

এভাবে পর্যবেক্ষণ করলে আমরা খুব সহজেই সিটি বা পিটি সনাক্ত করতে পারব। তাহলে আজই আপনার নিকটবর্তী কোন সাবস্টেশনে গিয়ে বা কোন HT pole এ লক্ষ্য করে দেখবেন। যদি আপনি সিটি/পিটি সনাক্ত করতে পারেন তবেই বুঝবেন আপনি আর্টিকেলটি ভালভাবে আত্নস্থ করতে পেরেছেন। এই ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হল সিটির সেকেন্ডারি পার্ট ওপেন রাখা হয়না। শর্ট অবস্থায় রাখতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন কারেন্ট ট্রান্সফরমারের সেকেন্ডারি অংশ খোলা রাখা হয়না? এ ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমাদের ব্লগের সাবস্টেশন ফ্যামিলির সদস্য CT এবং PT দুই ভাইয়ের গল্প এই আর্টিকেলটি পড়ে নিতে পারেন।

সাবস্টেশন নিয়ে এর আগে অনেক আর্টিকেল আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভাল লেগেছে। আগামীতে আরো অভিনব আর্টিকেল উপহার দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।

আরো কিছু আর্টিকেল

সাবস্টেশনে ছাতা নিয়ে প্রবেশ করতে নিষেধ করা হয় কেন?

ওভারহেড পাওয়ার লাইন স্থাপনের ক্ষেত্রে পথ নির্বাচনে প্রধান বিবেচ্য বিষয়সমূহ

লোডশেডিং কোথায় থেকে নিয়ন্ত্রিত হয়? | NLDC / বৈদ্যুতিক পোল /লোকাল সাবস্টেশন?